কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল। ... বিশদ
ক্যালিফোর্নিয়ার ১৭তম ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাট পার্টির প্রতিনিধি রো খান্না। ২০১৭ সাল থেকে এই দায়িত্বে রয়েছেন রো। ন্যূনতন বেতন বৃদ্ধি থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন। একাধিক ইস্যুতে ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন কমলা হ্যারিসের এই সমর্থক। ইলিনয়ের ৮তম ডিস্ট্রিক্টে বাইডেনের দলের হয়ে কাজ করেন রাজা কৃষ্ণমূর্তি। আমেরিকার আর্থিক উন্নয়নের পাশাপাশি ভারত-চীন সম্পর্কের অন্যতম মুখ হয়ে উঠেছেন তিনি। খান্নার মতো রাজাও কর্মীদের অধিকারের পক্ষে লড়াই করেছেন।
ওয়াশিংটনের একটি অংশে ডেমোক্র্যাটদের প্রতিনিধিত্ব করছেন প্রমিলা জয়পাল। সকলের জন্য স্বাস্থ্য পরিষেবার পক্ষে দীর্ঘদিন ধরে সওয়াল করেছেন এই হেভিওয়েট নেত্রী। একইসঙ্গে শহরাঞ্চলে ভারতীয় আমেরিকানদের জন্য নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কনগ্রেশনাল প্রোগ্রেসিভ ককাসের এই সদস্য। মার্কিন কংগ্রেসের নতুন ভারতীয় বংশোদ্ভূত সদস্য শ্রী থানেদার। মিশিগানে ডেমোক্র্যাট পার্টির দায়িত্বে রয়েছেন তিনি। থানেদার জেলায় মূলত আফ্রিকান বংশোদ্ভূতদের বাস। তাঁদের যাবতীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে সবসময় সামনের সারিতেই থেকেছেন হাউস অব রিপ্রেসেন্টেটিভসের এই সদস্য। সওয়াল করেছেন স্বাস্থ্য পরিষেবা, হাউসিং সহ একাধিক ইস্যু নিয়ে। সব মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূতদের ভোটদানে নির্ণায়ক ভূমিকা নিতে চলেছেন মার্কিন কংগ্রেসের এই ভারতীয় প্রতিনিধিরা।