Bartaman Patrika
রাজ্য
 

‘নন্দীগ্রামের গণনায় কারচুপি
হয়েছে, কোর্টে যাবে তৃণমূল’

সঞ্জয় গঙ্গোপাধ্যায়  কলকাতা: এই লড়াই শুধু বাংলার সম্মান রক্ষার নয়, দেশকে বাঁচানোরও। নির্বাচনী প্রচার পর্বে এ কথা বারবার মানুষের কাছে তুলে ধরেছেন তৃণমূল সুপ্রিমো। বলেছেন, ‘বাংলার লড়াইয়ে জিতেই নজর দেব দিল্লির দিকে।’ ২৯২টি আসনের ভোট গণনা শুরু হয়েছিল রবিবার সকালে। তারপর বেলা যত গড়িয়েছে, কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিট লাগোয়া নিস্তরঙ্গ আদি গঙ্গায় লহর উঠেছে... জয়ের। কোভিড প্রোটোকলের মধ্যেই ঘরের মেয়ের জয়কে উপভোগ করতে মাস্কে মুখ ঢেকে সামাজিক দূরত্ববিধি পালন করেছে হরিশ চ্যাটার্জি স্ট্রিট। শাঁখ আর উলুধ্বনিতে মুখরিত গোটা পাড়া। রাস্তা ঢেকেছে সবুজ আবিরে। আর তখনই এল অপ্রত্যাশিত খবরটা। নন্দীগ্রামের।
তাই উচ্ছ্বাসের মধ্যেও কঠিন শুনিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা। বলেছেন, ‘ওখানে ভোট লুট হয়েছে। নির্বাচন কমিশন বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করেছে। তিন ঘণ্টা কারসাজি হয়েছে।’ গলায় স্পষ্ট অভিমানের সুর—‘নন্দীগ্রামের আন্দোলনে ছিলাম, মানুষের পাশে থাকতে চেয়েছিলাম, মানুষের রায়কে মাথা পেতে নিলাম।’ এরপরেই চোয়াল শক্ত মমতার, ‘এবার ভোটে যেরকম স্বেচ্ছাচারিতা দেখলাম, তার একটা বিহিত হওয়ার দরকার। তাই সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে যাচ্ছি। অবসরপ্রাপ্তরা কমিশন চালাবে।’ 
ঘড়ির কাঁটা তখন সন্ধে ছ’টা পার করে টিক টিক করে এগচ্ছে। বাড়ির উঠোনে ছোট্ট মঞ্চ। সেখানে বাংলার আর গোটা দেশকে কৃতজ্ঞতা জানিয়ে ব্যানারে নমনীয় ভঙ্গিতে তৃণমূল সুপ্রিমো। ওই মঞ্চেই সাদামাটা আটপৌরে শাড়ি পরে একগাল হাসি নিয়ে উপস্থিত হলেন ‘গেরুয়া-মর্দিনী’—মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে টিম মমতার অন্যতম সেনানী অভিষেক, দুই বিশ্বস্ত সহচর ববি হাকিম এবং অরূপ বিশ্বাস। মাইক হাতে নিয়ে প্রথমেই কৃতজ্ঞতা জানালেন গোটা বাংলার মানুষকে। বললেন, ‘বাংলা গোটা দেশকে বাঁচিয়ে দিল। অপদার্থতা, অপশাসন, মেরুকরণ আর বিভেদের বিরুদ্ধে এই লড়াই জিতে বাংলা গোটা দেশকে পথ দেখাল।’
এরপরই দৃশ্যত খানিক বিরক্তি প্রকাশ বাংলার তৃতীয়বারের মুখ্যমন্ত্রীর। ‘কীভাবে লড়াই করেছি আমরা, বহিরাগত, অর্থবল, এজেন্সি, এমনকী নির্বাচন কমিশন! কী খারাপ ব্যবহার করেছে কমিশন। মানুষ তার যোগ্য জবাব দিয়েছে।’ সেই সঙ্গে বাংলার জনতা জনার্দনের কাছে চিরাচরিত ভঙ্গিতে তাঁর বিনতি—আমার মাথা নত করে দাও হে, তোমার চরণ ধূলার তলে। হাসির ঝিলিক ফিরে আসে মমতার মুখে, ‘আমাদের দলের ছোট ছোট ছেলেমেয়েরা দুটো স্লোগান তৈরি করেছিল, একটা—খেলা হবে। আর একটা—জয় বাংলা। সত্যি খেলা হয়েছে!’ আবার একটা প্রশান্তির হাসি। তারপর অগ্নিকন্যার অঙ্গীকার, ‘আমি ঠিক করেছি বাংলার যুব সমাজের সেই খেলাকে সম্মান দিতে ৫০ হাজার ফুটবল বিলি করব গ্রামে গ্রামে।’
এর ফাঁকেই ঘোষণা করেছেন, করোনার কারণে কোনও বিজয় মিছিল, কোনও বিজয় উৎসব নয়। এই বিপুল জয়ের পরেও নিজের শপথগ্রহণ অনুষ্ঠানকে কাটছাঁট করছেন তৃণমূলনেত্রী। আজ, সোমবার সন্ধ্যায় সাতটায় রাজ্যপাল জগদীপ ধনকারের সঙ্গে দেখা করে তৃতীয়বারের জন্য সরকার গড়ার দাবি জানাবেন। দলীয় সূত্রের খবর, সম্ভবত আগামী ৭ মে রাজভবনে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 
মুখ্যমন্ত্রী হিসেবে এবারের তাঁর কাজের তালিকায় অগ্রাধিকার থাকছে করোনা বিরোধী লড়াইয়ের। আজ থেকেই তা মাঠে নেমে পড়ছেন তিনি। কেন্দ্রের কাছে তাঁর দাবি খুব স্পষ্ট, ‘১৪০ কোটির জনসংখ্যার এই দেশের সবাইকে দিতে হবে ভ্যাকসিন, তাও বিনামূল্যে। যদি তা না হয়, গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসব।’
শেষে দেখালেন ভিকট্রি চিহ্ন। উচ্ছ্বসিত গলায় মমতা জানিয়ে দিলেন, ‘এখন পা ভালো আছে। সব বেদনা এই জয়ে ভুলে গিয়েছি। কথা দিয়েছিলাম। মায়ের কাছে যাচ্ছি। মা কালীর কাছে পুজো দেব।’ 
হ্যাটট্রিক
বাংলা ফের মমতাময়

২০১১, ২০১৬, আর এবার ২০২১! হ্যাটট্রিক মমতার! একুশের মহাসংগ্রামে বাংলার মানুষের উজাড় করা ভালোবাসা আর সমর্থন তৃতীয়বারের জন্য গঙ্গাপাড়ের নীলবাড়ি ‘নবান্নে’র ১৪তলায় পৌঁছে দিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। দলবদলু-গদ্দারদের তুমুল চিৎকারেও ৭০:৩০ অনুপাতে ভাগ হয়নি অসাম্প্রদায়িক পশ্চিমবঙ্গ। হিন্দু-মুসলমান নির্বিশেষে ‘ঘরের মেয়ে’র হাতেই তুলে দিয়েছে বাংলার মসনদ। বিশদ

মোদি ঝড় শেষ বোঝাল ভারত

বাংলা, কেরল, তামিলনাড়ুর ভোটে বিজেপির হতাশাজনক ফলাফলে প্রশ্নের মুখে মোদি ম্যাজিক। নামে পাঁচ রাজ্য হলেও আদতে বাংলা বিজয় ছিল নরেন্দ্র মোদির সবথেকে বড় চ্যালেঞ্জ। শুধু একটি অধরা রাজ্যে জয় নয়, পশ্চিমবঙ্গ দখল করতে পারলে ভারতীয় জনসঙ্ঘ ও তৎপরবর্তী বিজেপির ইতিহাসে মোদি হয়ে উঠতেন আইকন। 
বিশদ

মুর্শিদাবাদে অধীরের দুর্গ ভেঙে চুরমার,
এবার খাতাই খুলতে পারল না কংগ্রেস
জোটকে হেলায় হারিয়ে তৃণমূল জয়ী ১৮ আসনে 

মুর্শিদাবাদে কংগ্রেসের দুর্গ ভেঙে চুরমার। ‘অধীর মিথ’ কাজ করল না। একটি আসনও পায়নি। এমনকী, খোদ বহরমপুর কেন্দ্রেও কংগ্রেস তৃতীয়। জোটকে হেলায় হারিয়ে ১৮টি আসনে জিতে রেকর্ড গড়ল তৃণমূল। বহরমপুর, লালগোলা, সূতি, ফরাক্কা, কান্দির মতো আসনগুলিতে বাম জামানাতেও হাত শিবিরকে টলানো যায়নি। বিশদ

‘বর্তমান’ই বোঝে বাংলার মন
প্রমাণ করল একুশের নির্বাচনী ফলাফল

নিশ্চিন্ত মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি হাওয়া বা ‘ডবল ইঞ্জিন’ প্রতিশ্রুতি নয়, জিতল তাঁর উন্নয়ন। নিশ্চিন্ত প্রশান্ত কিশোর। তাঁর চ্যালেঞ্জ ছিল, বিজেপি তিন অঙ্কে পৌঁছবে না। সেটাই হয়েছে। আত্মবিশ্বাসী ‘বর্তমান’। কারণ, মাটির সঙ্গে যোগ, মানুষের মন বোঝার ক্ষমতা আমাদের আজও আছে... একইরকমভাবে। ঠিক যেমনটা শিখিয়েছিলেন এই কাগজের প্রতিষ্ঠাতা-প্রাণপুরুষ বরুণ সেনগুপ্ত।  বিশদ

মমতার তৈরি ভিতে ভবিষ্যদ্বাণী
মিলিয়ে ভোটের হিরো ‘পিকে’

এলেন, কাজ করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কুর্সি অটুট রাখলেন। আর নির্বাচন প্রক্রিয়ার আগে বিজেপি সম্পর্কে ভবিষ্যদ্বাণী হুবহু মিলিয়ে দিয়ে প্রমাণ করলেন তিনিই হিরো। রাজনীতির ‘দিব্যদৃষ্টিধারী’। তিনি তৃণমূল কংগ্রেসের ভোটকুশলী প্রশান্ত কিশোর। গত লোকসভা ভোটে তলানিতে চলে যাওয়া তৃণমূলের ভোটব্যাঙ্ক পুনরুদ্ধার করলেন আগামী পাঁচ বছরের জন্য। বিশদ

মোদিজি ‘দিদি অ দিদি’ বলে বাংলার
মহিলাদের আর অপমান করবেন না

কোটি কোটি টাকা খরচ করে ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে নেতাদের মাথায় পুষ্পবৃষ্টি করানো যায়, কৃত্রিম উচ্ছ্বাস তৈরি করা যায়, কিন্তু তাতে মানুষের মন পাওয়া যায় না। কুপুন ছড়িয়ে জনসভায় ভিড় জমিয়ে ‘দিদি অ দিদি’ হাঁক ছেড়ে অশিক্ষিত লোকজনের হাততালি পাওয়া যায়, কিন্তু বাংলা জয় করা যায় না। বিশদ

বিপুল জয়ের পর বিভিন্ন দলের নেতাদের
প্রশংসার বন্যায় ভাসলেন ‘বাংলার বাঘিনী’   
অভিনন্দন জানালেন মোদি

কেউ বলেছেন বেঙ্গল টাইগ্রেস। কারও মন্তব্য, বাঙালি তাদের মমতাময়ী দিদির উপর ভরসা রেখেছে। কারও  বক্তব্য, এটা হল প্রধানমন্ত্রীর সভা সমাবেশে ‘দিদি ও দিদি’ সম্বোধনের অসম্মানের বিরুদ্ধে মানুষের প্রতিবাদ। দেশের বিজেপি বিরোধী বিভিন্ন দলের নেতাদের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই উচ্চপ্রশংসা ও সাধুবাদ দেওয়া হয়েছে। বিশদ

স্বার্থান্বেষী দলবদলুদের
সরাসরি প্রত্যাখ্যান বাংলার
শান্তনু দত্তগুপ্ত

ভোটের ফল ঘোষণার পরই বিজেপির মহিলা মোর্চার রাজ্য সম্পাদক অর্চিতা রায়চৌধুরী ফেসবুকে একটা পোস্ট করলেন... ‘বিজেপির নেতৃত্ব কি এবার বুঝতে পারছে, নিজের ঘরের সেদ্ধ ভাত অনেক ভালো পরের ঘরের চুরি করা বিরিয়ানির থেকে? এই গলা বুক জ্বালা এখন ৫ বছর ভোগাবে। নিজের ছেলেমেয়েকে পর করে জামাইকে আসন পেতে বসানোর খেসারত দিল।’ বিশদ

স্বস্তির বৃষ্টি, কমল তাপমাত্রা
বৃহস্পতিবার পর্যন্ত চলার সম্ভাবনা

মার্চ থেকে এপ্রিল। আট দফার ভোটপর্বে কোনওদিনই তার দেখা পাওয়া যায়নি। তবে রবিবার ভোটগণনার দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়-বৃষ্টি, দেখা গেল সবই। এতে গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে। বিশদ

ভোটের ফল আসতেই 
খাঁ খাঁ বিজেপির অফিস
মোদি-শাহের ব্যর্থতা বলছেন অনেকেই

পশ্চিমবঙ্গে পালাবদল নিশ্চিত ধরে নিয়ে গতকাল রাত থেকেই তৈরি হচ্ছিল বিজেপি। রাজ্যের হেস্টিংসের অফিসের ছিল এলাহি ব্যবস্থা। প্রত্যেকটি মিডিয়া হাউসের জন্য পৃথক বসার ব্যবস্থা হয়েছিল পাঁচ তলায়। বিশদ

এই রায় ‘দিদি অ দিদি’ কটাক্ষের
প্রতিবাদে নারীদের যোগ্য জবাব

কোটি কোটি টাকা খরচ করে ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে নেতাদের মাথায় পুষ্পবৃষ্টি করানো যায়, কৃত্রিম উচ্ছ্বাস তৈরি করা যায়, কিন্তু তাতে মানুষের মন পাওয়া যায় না। কুপুন ছড়িয়ে জনসভায় ভিড় জমিয়ে ‘দিদি অ দিদি’ হাঁক ছেড়ে অশিক্ষিত লোকজনের হাততালি পাওয়া যায়, কিন্তু বাংলা জয় করা যায় না। বিশদ

গনির জেলায় নিশ্চিহ্ন কংগ্রেস,
১২টির মধ্যে আটটিতেই তৃণমূল

মালদহ থেকে বারবার শূন্য হাতে ফিরতে হয় বলে এবারও জেলায় নির্বাচনী প্রচারে এসে আক্ষেপ করেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে মমতার সেই আক্ষেপ সুদে আসলে অনেকটাই মিটিয়ে দিলেন মালদহের মানুষ। বিশদ

‘শিষ্য’র কাছে হারলেন অশোক
উত্তরবঙ্গের তিন মন্ত্রীর পরাজয়

নক্ষত্রপতন। এবার ভোটে উত্তরবঙ্গের চার জেলায় পরাজিত হলেন পাঁচ হেভিওয়েট প্রার্থী। তাঁদের মধ্যে তিন বিদায়ী মন্ত্রী অন্যতম। তাঁরা হলেন গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ ও বিনয়কৃষ্ণ বর্মন। এই তালিকায় রয়েছেন বর্ষীয়ান সিপিএম নেতা অশোক ভট্টাচার্য এবং কংগ্রেস নেতা শঙ্কর মালাকারও। বিশদ

এসপি বদল সত্ত্বেও
‘ভয়ঙ্কর খেলা’য় বাজিমাত,
আরও শক্ত অনুব্রতর গড়

এসপি বদলে, ভোটের আগের দিন ‘স্পেশাল অফিসার’ পাঠিয়েও অনুব্রত মণ্ডলের গড় অটুট। বরং আরও শক্তপোক্ত হল। গেরুয়া শিবিরের কোনও কৌশলই কাজে এল না। জেলার ১১টি বিধানসভার ১০টিতেই জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। বিশদ

Pages: 12345

একনজরে
কৃষ্ণনগর ও রানাঘাট: পদ্ম ও জোড়াফুলে আড়াআড়ি বিভক্ত হল নদীয়া জেলা। রবিবার ভোটগণনায় জেলার উত্তরাংশে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র ছাড়া বাকি সব আসনেই জয়ী হল তৃণমূল। তবে রানাঘাটের আসনগুলিতে জয় পেল গেরুয়া শিবির। ...

মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দূত’ হিসেবে ময়দান থেকে এবার রাজনীতির আঙিনায় পা রেখেছিলেন বিদেশ বসু। সেখানেও তিনি সফল। রবিবার উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে তিনি ১৭ হাজারের বেশি ভোটে ...

প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে ওড়িশায়। সংক্রমণে রাশ টানতে এবার লকডাউনের পথে হাঁটল নবীন পট্টনায়েকের সরকার। আগামী ৫ মে বিকেল পাঁচটা থেকে ১৯ মে বুধবার ভোর ...

মমতা-ঝড়ে বিধ্বস্ত উত্তর দিনাজপুর জেলার বাম-কংগ্রেস ঘাঁটি। জেলার ন’টি আসনের মধ্যে সাতটিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। গত লোকসভায় সেখানে বিজেপি মাথাচাড়া দিলেও এবার তারাও কুপোকাত। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

অতিরিক্ত পরিশ্রমে শারীরিক ক্লান্তি, প্রিয়জনের বিপথগামিতায় অশান্তি ও মানহানির আশঙ্কা, সাংসারিক ক্ষেত্রে মতানৈক্য এড়িয়ে চলা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮০২ - শহর হিসেবে আত্মপ্রকাশ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির
১৮৩৯ - ভারতীয় শিল্পপতি ও টাটা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা জামশেদজী টাটার জন্ম
১৯১৩- ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি ‘রাজা হরিশচন্দ্র’ মুক্তি পেল
১৯৩৯ - সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন
১৯৬৯- তৃতীয় রাষ্ট্রপতি ডক্টর জাকির হুসেনের মৃত্যু
১৯৮১- অভিনেত্রী নার্গিসের মৃত্যু
১৯৮৮ - কল্লোল যুগের অন্যতম প্রধান সাহিত্য-ব্যক্তিত্ব প্রেমেন্দ্র মিত্রর মৃত্যু
২০০৬- রাজনীতিবিদ প্রমোদ মহাজনের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৩৪ টাকা ৭৫.০৫ টাকা
পাউন্ড ১০১.৭২ টাকা ১০৫.২২ টাকা
ইউরো ৮৮.৩০ টাকা ৯১.৫২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
01st  May, 2021
পাকা সোনা (১০ গ্রাম) ৪৭,৫০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,০৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৫,৭৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৮,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৮,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
01st  May, 2021

দিন পঞ্জিকা

১৯ বৈশাখ, ১৪২৮, সোমবার, ৩ মে ২০২১। সপ্তমী ২১/২২ দিবা ১/৪০। উত্তরাষাঢ়া নক্ষত্র ৮/৮ দিবা ৮/২২। সূর্যোদয় ৫/৬/৪৯, সূর্যাস্ত ৬/০/১৩। অমৃতযোগ দিবা ৬/৫০ মধ্যে পুনঃ ১০/১৭ গতে ১২/৫২ মধ্যে। রাত্রি ৬/৪৫ গতে ৮/৫৮ মধ্যে পুনঃ ১১/১১ গতে ২/৯ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৩/২৫ গতে ৫/৯ মধ্যে। বারবেলা ৬/৪৩ গতে ৮/২০ মধ্যে পুনঃ ২/৪৭ গতে ৪/২৪ মধ্যে। কালরাত্রি ১০/১০ গতে ১১/৩৩ মধ্যে। 
১৯ বৈশাখ, ১৪২৮, সোমবার, ৩ মে ২০২১। সপ্তমী রাত্রি ৬/৫১। উত্তরাষাঢ়া নক্ষত্র দিবা ১/৩০। সৃর্যোদয় ৫/৭, সূর্যাস্ত ৬/১। অমৃতযোগ দিবা ৬/৪৫ মধ্যে ও ১০/১৪ গতে ১২/৫১ মধ্যে এবং রাত্রি ৬/৫০ গতে ৯/০ মধ্যে ও ১১/১১ গতে ২/৫ মধ্যে। মাহেন্দ্রেযোগ দিবা ৩/২৮ গতে ৫/১৩ মধ্যে। কালবেলা ৬/৪৪ গতে ৮/২১ মধ্যে ও ২/৪৮ গতে ৪/২৫ মধ্যে। কালরাত্রি ১০/১১ গতে ১১/৩৪ মধ্যে। 
২০ রমজান। 

ছবি সংবাদ

এই মুহূর্তে
জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোট অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিল নির্বাচন কমিশন

12:51:12 AM

আদর্শ আচরণ বিধি প্রত্যাহার করে নিল নির্বাচন কমিশন 

08:30:02 PM

নেপালে বন্ধ অভ্যন্তরীন বিমান পরিষেবা, ৬মে থেকে বন্ধ আন্তর্জাতিক উড়ানও  

07:43:23 PM

অসমে ভূমিকম্প, মাত্রা ৩.৭ 

07:18:07 PM

ব্যাহত হবে পানীয় জলের পরিষেবা, জানুন কবে
 

দক্ষিণ কলকাতা এবং সংযুক্ত কলকাতার একটা বড় অংশ জুড়ে জল ...বিশদ

06:48:53 PM

বদল হচ্ছে মেট্রোর সময়সূচি
 

আগামী বৃহস্পতিবার থেকে কলকাতা মেট্রোর পরিষেবা এবং সময়সূচী ফের বদল ...বিশদ

06:34:35 PM