কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল। ... বিশদ
মিনাখাঁ বিধানসভা এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়। বিধায়ক ঊষারানী মণ্ডলের সঙ্গে হাড়োয়া ২ ব্লক তৃণমূল যুব সভাপতি আব্দুল খালেক মোল্লার দ্বন্দ্ব দীর্ঘদিনের। দলের শীর্ষ নেতৃত্ব সরাসরি হস্তক্ষেপ করলেও, অবস্থার ইতি পড়েনি। গত ২৪-এর লোকসভা নির্বাচনের আগেও খালেক বনাম বিধায়কের স্বামীর দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। এবার কালীপুজোর দিন তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ল এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার কালীপুজোর রাতে বিধায়ক ঊষারানী মণ্ডল ও তাঁর স্বামী মৃত্যুঞ্জয় হাড়োয়া থানায় কালীপুজোর অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন। পথে হাড়োয়া অটোস্ট্যান্ডের সামনে একদল যুবক তাঁদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।
ঊষারানী ও তাঁর স্বামী মৃত্যুঞ্জয় গাড়ি থেকে নামলে তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। বেধড়ক মারধর করা হয় তাদের। বিধায়ক ও তাঁর স্বামীকে আক্রান্ত হতে দেখে অনুগামীরা ছুটে আসেন। অভিযোগ, তাদেরও বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিস জখমদের উদ্ধার করে। আহতদের উদ্ধার করে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিধায়ক ঊষারানী বলেন, খালেক লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে। পুলিসের সামনেই হামলার ঘটনা ঘটেছে। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। বিষয়টি দলীয় নেতৃত্বকেও জানানো হয়েছে। মিনাখাঁর ঘটনা নিয়ে রাজ্য নেতৃত্বের তরফে মন্ত্রী সুজিত বসু খোঁজখবর নিচ্ছেন।
অপরদিকে বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে পাল্টা বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগও উঠেছে। হাড়োয়া ২ ব্লক তৃণমূল যুব সভাপতি আব্দুল খালেক মোল্লা বলেন, রাতে আমাদের একটি পুজো উদ্বোধনের অনুষ্ঠান ছিল। সবাই দলবেঁধে সেখানে যাচ্ছিলাম। সঙ্গে স্থানীয় পঞ্চায়েত প্রধানও ছিলেন। আচমকা সেখানে চড়াও হয় বিধায়কের অনুগামীরা। আমাদের লক্ষ্য করে বোমা ছুড়তে থাকে। ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি চালানো হয় আমাদের কর্মীদের বাড়ি লক্ষ্য করে। বেশ কয়েকজন কর্মী জখম হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি। পুলিস সূত্রে জানানো হয়েছে, উভয়পক্ষের তরফেই অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে।