কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল। ... বিশদ
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে সিমেন্ট, ইট, রড সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী পৌঁছে দিতে গিয়েছিল ওই যুবক। বাড়ির উপরের অংশে একেবারে হাতের নাগালেই ছিল ২৫ হাজার ভোল্টের হাইটেনশন তার। সেই তারে কোনওভাবে ঠেকে যায় তাঁর শরীর। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতার এস এস কে এম হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাইটেনশন তারের নীচে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছিল ওই বাড়ি। কয়েক বছর আগে একইভাবে পাশের পাড়ায় হাইটেনশন তারের নীচে থাকা একটি নির্মীয়মাণ বাড়িতে কাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পরেও কেন প্রশাসন ব্যবস্থা নেয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।