বিদ্যায় সাফল্যও হতাশা দুই বর্তমান। নতুন প্রেমের সম্পর্ক গড়ে উঠবে। কর্মপ্রার্থীদের শুভ যোগ আছে। কর্মক্ষেত্রের ... বিশদ
সংস্থা সূত্রের খবর, ক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন, প্যারাসিটামল সহ ৪৭ ধরনের ওষুধের লাখ লাখ ট্যাবলেট বানাতে সক্ষম এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। তাদের হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির পরিকাঠামোও আছে। কাঁচামাল চলে এলে দিনে ৮ থেকে ১০ লক্ষ হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট তারা বানাতে পারে বলে শুক্রবার সন্ধ্যায় জানান সংস্থার মার্কেটিং হেড বিপ্লব দাশগুপ্ত। তিনি বলেন, জনস্বার্থে প্রয়োজনে তখন আমরা অন্যান্য ওষুধ তৈরির লোকবল এই ট্যাবলেট বানাতে কাজে লাগাব। দিনে সর্বোচ্চ ১২ লাখ ট্যাবলেট বানানোর চেষ্টা করব। রাজ্য ড্রাগ কন্ট্রোলের অধিকর্তা তারাপদ দাস বলেন, রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশমতো বেঙ্গল কেমিক্যালসকে ২০০ এবং ৪০০ মাত্রার হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির ছাড়পত্র দেওয়া হয়েছে।