বিদ্যায় সাফল্যও হতাশা দুই বর্তমান। নতুন প্রেমের সম্পর্ক গড়ে উঠবে। কর্মপ্রার্থীদের শুভ যোগ আছে। কর্মক্ষেত্রের ... বিশদ
নামী ফোটোগ্রাফার নীলায়ন দত্ত অবশ্য ফেসবুক নির্ভর নন। কিন্তু আপাতত গৃহবন্দি হওয়ার কারণে ফেসবুককেই নিজের সৃষ্টি তুলে ধরার জন্য বেছে নিয়েছেন। তিনি ইন্ডোর ফোটোগ্রাফিকে অন্য মাত্রা দিয়েছেন। বাড়ির দেওয়াল, মেঝে বা পুরনো আসবাবে অনেক রকম ছবি ফুটে ওঠে। তা দেখার জন্য অন্যরকম চোখ দরকার। সেটা আছে নীলায়নের। বিশ্বজোড়া করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখ করে প্রায় প্রতিদিন ছবি পোস্ট করছেন তিনি। একনজরে দেখলে সেগুলিকে পেইন্টিং বলেই মনে হবে। নীলায়ন জানান, নিজের কাজের পাশাপাশি ফোটোগ্রাফির ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসও নিয়ে যাচ্ছেন তিনি। এই সময় সবাই নিজের একটি ক্রিয়েটিভ দিক খুঁজে বের করুক। তাহলে কান্নাকাটি করার বদলে লকডাউনটা আশীর্বাদ মনে হবে।
কোচবিহারের সৃজনশীল ভাইবোন উজ্জ্বলা ওঁরাও এবং জ্যোতিরূপ ওঁরাও চোখ ধাঁধিয়ে দিচ্ছেন ফেসবুকের বন্ধুদের। উজ্জ্বলা দুর্দান্ত সব স্টোন পেইন্টিং করেন। তাঁর আঁকা গ্যালাক্সির ছবি দেখলে মনে হবে, সত্যিই বুঝি বিশ্বব্রহ্মাণ্ড হাতের তালুতে। জ্যোতিরূপ দুর্দান্ত ছবি তোলেন। বিভিন্ন প্রপ বা মেকআপ ব্যবহার করে নিজেও মডেল হয়ে যান। টাইম ল্যাপসের মাধ্যমে নিজেদের কাজের অসাধারণ ভিডিও-ও তৈরি করছেন তাঁরা।
আর্থার মিলারের কাজ নিয়ে কোয়ারেন্টাইনে থাকার সময়টুকু কাজে লাগিয়ে কোয়ারেনটেলস নামে একটি ইন্ডোর থিয়েটার প্রোডাকশন যৌথভাবে নামিয়ে ফেলেছে হোল নাইন ইয়ার্ডস এবং স্টুডিও পিএম নামে দুটি সংস্থা। নির্দেশনায় রয়েছেন অভ্রজিৎ সেন। অনলাইনে সেটা দেখেও ফেলছেন বহু মানুষ। অন্যদিকে, চিত্রশিল্পী শুভঙ্কর প্রামাণিক ফেসবুকে ছবি আঁকার ইভেন্টের আয়োজন করছেন। দুর্দান্ত সব ছবি এঁকে পাঠাচ্ছেন ইভেন্টে অংশগ্রহণকারীরা। জনপ্রিয় কার্টুনিস্ট ওয়ারটুনের শুভেন্দু সরকার, ফেসবুকে জনপ্রিয় চিত্রশিল্পী অন্তরা মণ্ডলও নিজেদের কাজ নিয়মিত পোস্ট করছেন। করোনার ভয়াবহতাও উঠে আসছে তাঁদের সৃষ্টিতে। অনেকেই ডুডল এঁকে তাক লাগিয়ে দিচ্ছেন, যাঁদের এই গুণটি সম্পর্কে অপরিচিতই ছিলেন ফেসবুকের বন্ধুরা। যাঁদের এই শিল্পকলা ততটা টানতে পারছে না, তাঁরা মন দিয়েছেন রান্নায়। ছেলেমেয়ে নির্বিশেষে রান্না করছেন অভিনব সব পদ। এখন ফেসবুকে নতুন ট্রেন্ড হয়েছে ডালগোনা কফি তৈরি। যাঁরা রান্নাবান্নায় দড় নন, তাঁরা এই কফি তৈরিতে নিজেদের সৃষ্টিশীল দিকটি ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছেন। বাড়িতে বসে বিষণ্ণ হয়ে থাকা যে কোনও কাজের কথা নয়, তা বারে বারে উদাহরণ দিয়ে এঁরা বুঝিয়ে চলেছেন ফেসবুক বন্ধুদের।