মাঝেমধ্যে মানসিক উদ্বেগের জন্য শিক্ষায় অমনোযোগী হয়ে পড়বে। গবেষণায় আগ্রহ বাড়বে। কর্মপ্রার্থীদের নানা সুযোগ আসবে। ... বিশদ
আগামী মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি থেকে এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা গ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। গত ডিসেম্বর মাসে পর্ষদের রাজ্য সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় শিলিগুড়িতে শিক্ষাদপ্তর সহ পুলিস ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। কয়েকদিন আগে পুলিস কমিশনার ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে পর্ষদের কর্তারা ভিডিও কনফারেন্স করেন। পর্ষদ সূত্রের খবর, ভিডিও কনফারেন্স ও বৈঠকে ভালনারেবল কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখার বিষয়ে আলোচনা করা হয়। এবার মহকুমায় স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ১০টি। এমন কেন্দ্রের সংখ্যা শিলিগুড়ি শহরে তিনটি। বাকি কেন্দ্রগুলি মাটিগাড়া, খড়িবাড়ি, নকশালবাড়ি এলাকায় অবস্থিত।
প্রশাসনের এক আধিকারিক বলেন, বিগত দিনে মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট স্কুলগুলিতে ঝামেলা হয়েছে। তাছাড়া কিছু স্কুলে সীমানা প্রাচীর নেই। পাশের বাড়ির দেওয়াল ঘেঁষে রয়েছে স্কুলের ক্লাসরুম। কিছু স্কুলের পাশে হাট ও বাজার বসছে। তাই সেগুলিকে স্পর্শকাতর হিসেব চিহ্নিত করা হয়েছে। গোলমাল রুখতে সেগুলিতে পরীক্ষা চালাকালীন ভিডিও ক্যামেরা রাখা হবে। মোতায়েন করা হবে অতিরিক্ত পুলিস।
শিলিগুড়ি শিক্ষা জেলার মাধ্যমিক পরীক্ষা পরিচালন কমিটির আহ্বায়ক রাম ছেত্রি বলেন, সংশ্লিষ্ট স্পর্শকাতর কেন্দ্রগুলিতে পরীক্ষা গ্রহণের কাজ সুষ্ঠুমতো করতে পুলিস ও প্রশাসন যথাযথ পদক্ষেপ নিচ্ছে।
একইসঙ্গে প্রশাসনিক বৈঠকে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, শহর যানজট মুক্ত রাখা, পরীক্ষার্থীদের সহযোগিতায় অতিরিক্ত সরকারি বাস রাস্তায় নামানো প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। প্রশাসন সূত্রের, এবার মহকুমায় পরীক্ষা গ্রহণ কেন্দ্রের সংখ্যা ৪৭টি। ইতিমধ্যে কেন্দ্রগুলির রুট ম্যাপ পুলিস ও প্রশাসনের কাছে দিয়েছে পরীক্ষা পরিচালন কমিটি। কমিটির আহ্বায়ক বলেন, পরীক্ষার ক’দিন যাতে শহরে যানজট না হয় সেদিকে পুলিস ও প্রশাসন নজর রাখবে। এজন্য তারা অতিরিক্ত ফোর্স নামেবে বলেই জানা গিয়েছে।
গ্রামীণ এলাকায় পরীক্ষার্থীদের জন্য কিছু অতিরিক্ত বাস চালানো হবে। শিলিগুড়ি এসিপি (ট্রাফিক) ডাম্বার সিং সোনার বলেন, পরীক্ষার ক’দিন শহরে যাতে যানজট না হয়, সেদিকে লক্ষ্য রাখা হবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে বেশকিছু এলাকায় সহায়তা কেন্দ্র খোলা হবে। শীঘ্রই সহায়তা কেন্দ্রগুলির জায়গা চিহ্নিত করা হবে।
প্রসঙ্গত, ১৮ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা পরিচালন কমিটির আহ্বায়ক বলেন, এবার পরীক্ষা কেন্দ্রে কোনও শিক্ষক ও পরীক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। শুধু মাত্র বোর্ডের কনভেনার, ভেনু সুপারভাইজার, অতিরিক্ত ভেনু সুপারভাইজার সহ কয়েকজন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।