বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার ... বিশদ
এনআরআই না হয়েও ভুয়ো সার্টিফিকেট জমা করে এই কোটায় ডাক্তারিতে ভর্তি হয়েছেন কেউ কেউ। এই নিয়ে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ হয়। দেশজুড়ে এর নেটওয়ার্ক ছড়িয়ে থাকায় তদন্তভার নেয় ইডি। এই রাজ্যের কারা কারা এভাবে ডাক্তারিতে পড়ছেন, তাঁদের তালিকা তৈরি করে। দেখা যায়, এর পিছনে একটি চক্র রয়েছে। যারা লক্ষ লক্ষ টাকা নিয়ে এই সার্টিফিকেট ইস্যু করছে, সেই সব জায়গায় তল্লাশি চালিয়ে বেশকিছু নথি উদ্ধার হয়। দেখা যায়, তাদের হাতে আসা প্রার্থী তালিকার সঙ্গে উদ্ধার হওয়া নথির মিল রয়েছে। তার ভিত্তিতে এদিন সংশ্লিষ্ট পড়ুয়াদের বাড়িতে সকাল থেকে তল্লাশি শুরু হয়। কীভাবে তাঁরা এই জাল সার্টিফিকেট জোগাড় করেছিলেন এবং টাকা পেমেন্ট হয়েছিল কীভাবে, তা জানতে চাওয়া হয়। সকলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি পরীক্ষা করেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। তাঁদের পেশা বা ব্যবসা কী, এই নিয়ে খোঁজখবর নেওয়া চলে। সকলেরই বক্তব্য রেকর্ড করা হয়।