বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ
মামলাকারীর আইনজীবী স্মরজিৎ রায়চৌধুরী আদালতকে বলেন, এই মিছিলের জন্য আগেই পুলিসের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু, বৃহস্পতিবার রাতে ই-মেল করে পুলিস জানায়, অনুমতি দেওয়া যাবে না। পরে রাজ্যের তরফে আদালতকে জানানো হয়, যে জায়গা থেকে মিছিল শুরু হওয়ার কথা, সেই পথে আগেই এসইউসিআইকে রাজনৈতিক কার্যক্রম করার অনুমতি দেওয়া হয়েছে। ধর্মতলাতেও যাওয়া যাবে না। সেখানে অন্য একটি জমায়েত হওয়ার কথা। এই অবস্থায় আদালত নির্দেশ দেয়, বিকেল তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত পরিবর্তিত পথে, অর্থাৎ, নন্দন, এক্সাইড, সেন্ট পলস ক্যাথিড্রাল, বিড়লা তারামণ্ডল হয়ে নন্দনে ফিরে মিছিল শেষ করতে হবে উদ্যোক্তাদের। তার জন্য উদ্যোক্তারা আবেদন করলেই পুলিসকে অনুমতি দিতে হবে। উল্লেখ্য, উদ্যোক্তাদের প্রাথমিক পরিকল্পনা ছিল নন্দন থেকে হাজরা পর্যন্ত মিছিল করা।