Bartaman Patrika
রাজ্য
 

দোল উপলক্ষে মালদহে আবির তৈরি হচ্ছে। -িনজস্ব চিত্র

শঙ্খধ্বনিতে বরণ, সরকার গড়বেন
আপনিই, মমতাকে জানাল  বাঁকুড়া

রামকুমার আচার্য  বড়জোড়া: বাঁকুড়ায় এখনও তাপপ্রবাহ শুরু হয়নি। কিন্তু পারদ প্রায় ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই। সোমবার বাঁকুড়ায় সেই তপ্ত আবহের মধ্যেই দুপুর সাড়ে ১২টা থেকে টানা তিনটি সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোতুলপুর, ইন্দাস ও বড়জোড়া—প্রতিটি সভাতেই উপচে পড়ল ভিড়। সভায় আসা কর্মী-সমর্থকদের রোদ থেকে রক্ষা করার জন্য ছাউনির ব্যবস্থা করা হয়েছিল। ভিড় সেই ছাউনি ছাপিয়ে চলে যায় বহুদূর। কড়া রোদ মাথায় নিয়ে তিনটি সভাতেই উপস্থিত হাজার হাজার মানুষ। শেষ পর্যন্ত শুনলেন তৃণমূল নেত্রীর ভাষণ। শেষ পর্যন্ত বললে ভুল হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের চপার আকাশে না ওড়া পর্যন্ত জনতা দাঁড়িয়ে রইল। প্রতিটি সভাতেই মহিলারা তাঁকে শঙ্খ ও উলুধ্বনিতে অভ্যর্থনা জানান। সভা শেষে জোড়াফুলের থিম সং ‘খেলা হবে, খেলা হবে’তে সমবেত জনতার সমুদ্র গর্জন। আশ্বস্ত করেছেন তাঁরা তৃণমূল সুপ্রিমোকে। বার্তা দিয়েছেন, সরকার গড়ছেন আপনিই। 
ঘড়ির কাঁটায় তখন দুপুর ১২টা। আকাশে চপার দেখা যেতেই উল্লাসের শুরু।  তার অনেক আগে থেকেই হাজার হাজার কর্মী সমর্থক হাজির হয়েছিলেন কোতুলপুরের বিবেকানন্দ ক্লাব ময়দানে। সভাস্থলের ছাউনি ছাড়িয়ে দেখা গিয়েছে শুধু কালো মাথার ভিড়। হুইল চেয়ারে ‘প্রিয়’ নেত্রীকে দেখামাত্র কর্মী-সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস। শঙ্খধ্বনি, উলুধ্বনিতে তৃণমূল নেত্রীকে বরণ করে নেন তাঁরা। কোতুলপুরের পর ইন্দাসের সভা সেরে তৃণমূল নেত্রী বড়জোড়ায় যান। প্রচণ্ড গরম সত্ত্বেও তাঁকে এক মুহূর্তের জন্যও ক্লান্ত লাগেনি। উল্টে সময় যত গড়িয়েছে, বিজেপির বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ ততই বাড়িয়েছেন তিনি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানানো মাত্র সভাস্থল থেকে উড়ে আসে মহিলাদের উত্তর, ‘দিদি আমরা আপনার সঙ্গেই আছি।’ 
বাঁকুড়ার কোতুলপুরে সঙ্গীতা মালিক, ইন্দাসে রুনু মেটে ও বড়জোড়ার তৃণমূল প্রার্থী অলোক মুখোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো। তিনি নরেন্দ্র মোদির উদ্দেশে বলেন, ‘পিএম কেয়ার্সের টাকা কোথায় গেল? উনি নিজের নামে স্টেডিয়াম তৈরি করেছেন। এবার মূর্তি বানাবেন। তারপর দেশের নামটা বদলে নিজের নাম বসিয়ে দেবেন।’
তৃণমূল নেত্রী বলেন, ‘ওরা বাইরের গুন্ডাদের নিয়ে এসে বাংলা দখল করতে চাইছে। ওরা রবীন্দ্রনাথকে জানে না। বিদ্যাসাগরের মূর্তি ভাঙল। বীরসা মুণ্ডার বদলে অন্যের মূর্তিতে মালা দিল। এমনকী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতেও আগুন জ্বালিয়েছে।’ কোতুলপুরের সভায় তৃণমূল সুপ্রিমো বলেন, ‘কংগ্রেস ও সিপিএমের সঙ্গে ডিল করেছে বিজেপি। ওদের ডিলটাতে খিল লাগিয়ে দিন। ওরা ভোট এলেই মিথ্যার ডুগডুগি বাজায়।’
তৃণমূল সুপ্রিমো বলেন, ‘সাতবার সাংসদ হয়েছি। ভাতা নিলে দেড়-দু’কোটি টাকা নিতে পারতাম। মুখ্যমন্ত্রী হিসেবেও কয়েক লক্ষ টাকা পেতে পারি। কিন্তু, আমি তা নিই না। সার্কিট হাউসে থাকলে, তার খরচও আমি দিয়ে দিই।’
বাঁকুড়ার শিল্পতালুক বড়জোড়ায় তিনি বলেন, ‘দুর্গাপুরে ডিএসপি বন্ধের নোটিস কেন দেওয়া হল? কেন দেশে ৪০ শতাংশ বেকার বেড়ে গেল?’ গ্যাসের মূল্যবৃদ্ধির কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমি বিনা পয়সায় চাল দেব। আর ৮৫০ টাকায় গ্যাস কিনে সেই চাল সেদ্ধ করবেন সাধারণ মানুষ!’
মমতা বলেন, ‘এখান দিয়ে ফ্রেট করিডর করা হবে। ডানকুনি থেকে পানাগড়, দুর্গাপুর, বড়জোড়া হয়ে রঘুনাথপুর পর্যন্ত। তার ফলে এখানে অনেক শিল্প হবে। ৭২ হাজার কোটি টাকার প্রকল্প। কয়েক লক্ষ চাকরি হবে।’ তিনি বলেন, ‘এবারের নির্বাচনে তৃণমূলকে না জেতালে বহিরাগতরা এসে ঘর-বাড়ি লুট করে নেবে। মনে রাখবেন, আমার প্রার্থীকে ভোট দেওয়া মানে, আমাকে ভোট দেওয়া।’ দলনেত্রী এদিনও সভামঞ্চে স্তোত্র পাঠ করেন। সেই পর্বেও শোনা যায় শঙ্খ আর উলুধ্বনি। সভার কোলাহল ছাপিয়ে। নেতৃত্বে? বামা বাহিনী। প্রচারপর্ব যত গড়াচ্ছে, প্রমীলা বাহিনীর উৎসাহ, উদ্দীপনা আর জমায়েত ভরসা জোগাচ্ছে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে। 
23rd  March, 2021
কয়লাকাণ্ডে সিবিআইয়ের 
জিজ্ঞাসাবাদ আইপিএস কর্তাকে

কয়লাকাণ্ডে আইপিএস কর্তা লক্ষ্মীনারায়ণ মিনা সিবিআই দপ্তরে হাজিরা দিলেন। মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ তিনি সেখানে আসেন। তাঁর সঙ্গে প্রায় ঘণ্টা তিনেক কথা বলেন তদন্তকারী অফিসাররা। তিনি তিন বছর দুর্গাপুর আসানসোল পুলিস কমিশনারেটের সিপি ছিলেন। বিশদ

উচ্ছেদের নোটিস দিয়ে নির্বাচনী
বিধি ভঙ্গের দায়ে রেল

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে নির্বাচনী বিধি ভেঙে উচ্ছেদের নোটিস পাঠাচ্ছে রেল। ভোটের মুখে কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনে কমিশনের দ্বারস্থ সিপিএম। অভিযোগের সত্যতা পেয়ে রেলকে দ্রুত এই ধরনের কাজ থেকে বিরত হওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। বিশদ

খাসতালুকে বিড়ম্বনায় শিশির

গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর ভোটপ্রচারে নেমেই নিজের খাসতালুকে বিড়ম্বনার শিকার হলেন শিশির অধিকারী। পদ্মসংসারে তাঁর বিচরণ যে মসৃণ হবে না, সেটা গোড়াতেই টের পেলেন ৮০ বছরের ওই প্রবীণ নেতা।
বিশদ

রাজ্যে বাড়ছে করোনা, প্রস্তুতি
নিতে নির্দেশ সব হাসপাতালকে

ফের করোনা যুদ্ধে ঝাঁপানোর জন্য সব কোভিড হাসপাতালকে সতর্ক করল রা‌জ্য সরকার। অন্যতম স্বাস্থ্যসচিব সৌমিত্র মোহন রাজ্যের সবক’টি মেডিক্যাল কলেজের সুপার তথা এমএসভিপি এবং সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উদ্দেশে এই বার্তা দিয়েছেন। এই নির্দেশকে তাঁরা যেন ‘জরুরি’ বলে মনে করেন, সেকথাও বলা হয়েছে সোমবার জারি করা ওই সরকারি নির্দেশে।  বিশদ

23rd  March, 2021
প্রতিপক্ষকে বিঁধতে বিজ্ঞাপনী ক্যাচ লাইনে বামেদের ই-পোস্টার

প্রচারের অভিনবত্বে এবারের বিধানসভা নির্বাচন রাজ্যবাসীর মনে দাগ কাটছে। শুরু থেকেই সব পক্ষ এবার বহুচর্চিত আধুনিক গানের প্যারডিকে সামনে এনে বিপক্ষকে বিঁধছে। তবে দুই শক্তিধর প্রতিপক্ষের তুলনায় প্যারডির পাশাপাশি সোশ্যাল মিডিয়া এবং পোস্টারের আঙ্গিকের নিরিখে এখনও পর্যন্ত অভিনবত্বের ছাপ রেখেছে বামেরা। বিশদ

23rd  March, 2021
বাংলায় বিজেপির বিপর্যয়
দেখতে মুখিয়ে অসম

বাংলায় ভোটের হালচাল কেমন? দিদি কি এবার ‘হ্যাটট্রিক’ করছেন? বাংলা দখলে আদাজল খেয়ে নামা বিজেপি তথা মোদি-অমিত শাহদের বিপর্যয় কী অনিবার্য? 
গুয়াহাটি থেকে শিলচর। হাতিগাঁও থেকে দিসপুর। চা’য়ের দোকান থেকে বাজার কিংবা বাস। পরিচয় দিলেই এই তিনটি প্রশ্ন। তার সঙ্গে একটা ভবিষ্যদ্বাণী—‘বাংলাই পারবে উচিৎ শিক্ষা দিতে।’ বিশদ

23rd  March, 2021
রাজনীতি মানেই সাদা চুল, মিথ
ভাঙছে বঙ্গের প্রথম দফার ভোট
৮৫ শতাংশ প্রার্থীই ষাটের নীচে

রাজনীতির নাম শুনলেই খেপে যান বহু উচ্চশিক্ষিত যুবক-যুবতী। ‘পলিটিক্স’-এ আসবেন? এ প্রশ্ন করলে আর রক্ষে নেই! তরুণ প্রজন্মের এই রাজনীতি বিমুখতার ট্রেন্ড কি এবার ভাঙছে? এবারের প্রার্থী-পরিসংখ্যান অন্তত সেই কথাই বলছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং বাঁকুড়ার একাংশ নিয়ে প্রথম দফায় ভোটে নির্বাচনী কেন্দ্র ৩০টি। প্রার্থীর সংখ্যা ১৯১। উল্লেখযোগ্য বিষয় হল, তাঁদের ৮৫ শতাংশেরই বয়স ষাটের নীচে। বিশদ

23rd  March, 2021
উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের সাহায্যে ইমেল মাধ্যমে পরিষেবা সংসদের

পরীক্ষার আগেও অ্যাডমিট কার্ড না পেলে জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে পরীক্ষার্থীদের হত্যে দিয়ে পড়ে থাকা পরিচিত দৃশ্য। অনেক সময় পরীক্ষার্থীরা অভিযোগ তোলে, সবকিছু ঠিক থাকা সত্ত্বেও সংসদের ভুলে, কখনও বা স্কুলের ভুলে অ্যাডমিট কার্ড হাতে আসেনি। বিশদ

23rd  March, 2021
পাঁচ পুরনিগমের দায়িত্ব নিলেন ‘সরকারি’ প্রশাসক

নির্বাচন কমিশনের নির্দেশ মতো রাজ্যের পাঁচ পুর নিগমের প্রশাসক বদল করল নবান্ন। কলকাতা, বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়ি— এই পাঁচ পুরসভার মাথায় প্রশাসক হিসেবে বসানো হল সরকারি প্রতিনিধিদের। আজ, সোমবার সকালে অফিস চালুর আগেই এই মর্মে নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। বিশদ

23rd  March, 2021
আজ রাজ্যে অমিত শাহ-নাড্ডা
ফের বিজেপির হেস্টিংস
অফিসে ছড়াল বিক্ষোভ

ফের বিক্ষোভ আছড়ে পড়ল রাজ্য বিজেপির নির্বাচনী কার্যালয় হেস্টিংসের অফিসে। কয়েকদিন আগে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায় বিজেপির প্রার্থী বদলের দাবিতে রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠেছিল হেস্টিং অফিস। ক্ষোভ সামলাতে খোদ অমিত শাহকে মাঠে নামতে হয়েছিল। সোমবার কলকাতা বন্দর বিধানসভার বিজেপি প্রার্থী আওয়াদ কিশোর গুপ্তার বিরোধিতায় ফের বিক্ষোভ দেখায় দলের বহু নেতা-কর্মী।
বিশদ

23rd  March, 2021
সারদা কর্তাকে ‘সুবিধা’, সিবিআইয়ের হানা ৩ সেবি আধিকারিকের বাড়িতে

সারদাকর্তা সুদীপ্ত সেনকে ব্যবসায়ে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে মুম্বইতে তিন সেবি কর্তার অফিস ও বাড়িতে তল্লাশি চালাল সিবিআই। বিশদ

23rd  March, 2021
কলকাতা ছাড়ার আগে বিনয়ের কাছে এসেছিল ১৩০০ কোটি টাকা
কয়লা পাচার কাণ্ডে দাবি ইডি’র

কলকাতা ছাড়ার আগে তৃণমূল যুব নেতা বিনয় মিশ্রের কাছে কয়লা পাচারের ১৩০০ কোটি টাকা এসেছিল। এই টাকা পাঠিয়েছিলেন কয়লা মাফিয়া অনুপ মাঝি ওরফে লালা। বিশদ

23rd  March, 2021
আর্থিক ‘ন্যায়’ দিতে গরিব পরিবারগুলিকে মাসে ৫৭০০ টাকা তুলে দেওয়ার অঙ্গীকার কংগ্রেসের
কর্মহীন পরিযায়ী শ্রমিকদের ৫ হাজার টাকার আশ্বাস

বিজেপি-তৃণমূল বিরোধী সংযুক্ত মোর্চা ক্ষমতায় এলে তার শরিক হিসেবে কংগ্রেস রাজ্যের গরিব মানুষের হাতে ফি মাসে পরিবার পিছু নগদ ৫ হাজার ৭০০ টাকা তুলে দেওয়ার ব্যবস্থা করবে। বিশদ

22nd  March, 2021
রাজ্যে ক্ষমতায় এলে মন্ত্রিসভার
প্রথম বৈঠকেই সিএএ কার্যকর
ইস্তাহার প্রকাশ করেই ঘোষণা অমিত শাহের

প্রতিশ্রুতির পাহাড়। আর তার সঙ্গে বাংলার বুকে গেঁথে দেওয়া আতঙ্ক... সিএএ। কলকাতায় ইস্তাহার প্রকাশ করে ফের এই এক প্রসঙ্গ তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু বক্তব্য খানিক বদলে গেল। গত ১১ ফেব্রুয়ারি ঠাকুরনগরের সভায় বলেছিলেন, করোনা টিকাকরণের কাজ শেষ হলেই দেশজুড়ে চালু হবে নাগরিকত্ব আইন।  বিশদ

22nd  March, 2021

Pages: 12345

একনজরে
কিংবদন্তি ফুটবলার তুলসীদাস বলরাম (৮৩) অসুস্থ হয়ে বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছিল। তবে চিকিৎসায় সাড়া দিয়ে তিনি এখন স্থিতিশীল। ...

কংগ্রেস ও গান্ধী পরিবার নিয়ে সমালোচকদের জবাব দিলেন দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর সাফ জবাব, কংগ্রেস মানেই গান্ধী পরিবার নয়, একটা দর্শন — যাকে ...

রতুয়ার পর মোথাবাড়ি। ফের টিকিট বিলি নিয়ে অর্থ লেনদেনের অভিযোগ তুললেন কংগ্রেস কর্মীরা। রতুয়ার কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখিয়েই ক্ষান্ত হন। ...

গেরুয়া ঝড়ে গত লোকসভা ভোটে গোটা পুরুলিয়া জেলাতেই ভরাডুবি হয়েছিল শাসক তৃণমূল কংগ্রেসের। ব্যতিক্রম অবশ্যই মানবাজার। পুরুলিয়া লোকসভার অন্তগর্ত ন’টি বিধানসভা আসনের মধ্যে একমাত্র এই ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পড়শির ঈর্ষায় অযথা হয়রানি। সন্তানের বিদ্যা নিয়ে চিন্তা। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলা প্রয়োজন। প্রেমে বাধা। প্রতিকার: একটি ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব যক্ষ্মা দিবস
১৬০৩ - প্রথম এলিজাবেথ, ইংল্যান্ডের রানী
১৬৯৩ - ইংরেজ সূত্রধর ও ঘড়ি-নির্মাতা জন হ্যারিসনের জন্ম
১৮৬১: লন্ডনে প্রথম ট্রাম চলাচল শুরু হয়
১৯০৫- ফরাসি লেখক জুল ভার্নের মৃত্যু
১৯৩৩: এড্লফ হিটলার জার্মানির একনায়ক হন
১৯৫৬: পাকিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
১৯৭৯- অভিনেতা ইমরান হাসমির জন্ম 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭১.৫৪ টাকা ৭৩.২৫ টাকা
পাউন্ড ৯৮.৫৫ টাকা ১০২.০০ টাকা
ইউরো ৮৪.৮১ টাকা ৮৭.৯৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৫,৬০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৩,২৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৩,৯০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৬,২৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৬,৩৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১০ চৈত্র ১৪২৭, বুধবার, ২৪ মার্চ ২০২১। দশমী ১১/৪৮ দিবা ১০/২৪। পুষ্যা নক্ষত্র ৪৩/৪৮ রাত্রি ১১/১২। সূর্যোদয় ৫/৪০/৫৩, সূর্যাস্ত ৫/৪৫/১৯। অমৃতযোগ দিবা ৭/১৬ মধ্যে পুনঃ ৯/৪১ গতে ১১/১৮ মধ্যে পুনঃ ৩/২০ গতে ৪/৫৭ মধ্যে। রাত্রি ৬/৩৩ গতে ৮/৫৬ মধ্যে পুনঃ ১/৪১ গতে উদয়াবধি। মাহেন্দ্রযোগ দিবা ১/৪৩ গতে ৩/২০ মধ্যে, রাত্রি ৮/৫৬ গতে ১০/৩১ মধ্যে। বারবেলা ৮/৪২ গতে ১০/১৩ মধ্যে পুনঃ ১১/৪৩ গতে ১/১৩ মধ্যে। কালরাত্রি ২/৪২ গতে ৪/১১ মধ্যে। 
১০ চৈত্র ১৪২৭, বুধবার, ২৪ মার্চ ২০২১। দশমী প্রাতঃ ৬/১। পুষ্যা নক্ষত্র রাত্রি ৭/৩৬। সূর্যোদয় ৫/৪৩, সূর্যাস্ত ৫/৪৬। অমৃতযোগ দিবা ৭/১২ মধ্যে ও ৯/৩২ গতে ১১/১২ মধ্যে ও ৩/২২ গতে ৫/১ মধ্যে এবং রাত্রি ৬/২৭ গতে ৮/৫৫ মধ্যে ও ১/৩২ গতে ৫/৪২ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ১/৪১ গতে ৩/২২ মধ্যে এবং রাত্রি ৮/৫৫ গতে ১০/২৭ মধ্যে। কালবেলা ৮/৪৩ গতে ১০/১৪ মধ্যে ও ১১/৪৪ গতে ১/১৫ মধ্যে। কালরাত্রি ২/৪৩ গতে ৪/১৩ মধ্যে।
৯ শাবান।

ছবি সংবাদ

এই মুহূর্তে
জীতেন তিওয়ারিকে শোকজ
বিতর্কিত মন্তব্যের জন্য সদ্য বিজেপিতে যোগ দেওয়া জীতেন তিওয়ারিকে শোকজ ...বিশদ

03:44:07 PM

দেশের এক নম্বর মিথ্যাবাদী মোদি, ফের বললেন মমতা
‘দেশের এক নম্বর মিথ্যাবাদী।’ আমি প্রধানমন্ত্রীর চেয়ারটাকে সম্মান করতাম। এখনও ...বিশদ

03:13:00 PM

কালনা  বিধানসভা  কেন্দ্রের  মনোনয়নপত্র  জমা দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবপ্রসাদ বাগ

01:53:53 PM

আইএসএসএফ শ্যুটিং বিশ্বকাপে সোনা ভারতের
আইএসএসএফ শ্যুটিং বিশ্বকাপে সোনা জিতলেন ভারতের চিঙ্কি যাদব। তিনি ২৫ ...বিশদ

01:51:26 PM

অভিনেতা আমির খান করোনা পজিটিভ
করোনা পজিটিভ হলেন বলিউড অভিনেতা আমির খান। তিনি এখন হোম ...বিশদ

01:36:47 PM

বিমল গুরুংকে নজরে রাখতে আলোচনা নির্বাচন কমিশনে
বিমল গুরুংকে নজরে রাখার ব্যাপারে আলোচনা নির্বাচন কমিশনে। বুধবার শিলিগুড়িতে ...বিশদ

12:58:31 PM