Bartaman Patrika
চারুপমা
 

তারা ঝিকমিক 
ল্যাকমে ফ্যাশন উইক

করোনা আবহ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। সম্প্রতি মহাসমারোহে অনুষ্ঠিত হল ‘এফডিসিআই ল্যাকমে ফ্যাশন উইক ২০২১’। মুম্বই থেকে লিখছেন দেবারতি ভট্টাচার্য।

ল্যাকমে ফ্যাশন উইক এবার অনেকটাই স্বমেজাজে ফিরেছিল। ল্যাকমের ‘ফিজিক্যাল’ আর ‘ডিজিটাল’ প্রাঙ্গন জমজমাট ছিল নামী, অনামী, নবীন, প্রবীণ ডিজাইনারদের নতুন নতুন সৃষ্টিকথায়। আর তার সঙ্গে এই ফ্যাশন উৎসব আরও বর্ণময় হয়ে উঠেছিল বলিউড তারকাদের দ্যুতিতে। পাঁচ দিন ব্যাপী এই উৎসবের ফিজিক্যাল শো-গুলির আসর বসেছিল মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে। সেই আসর থেকে তুলে ধরা হল কিছু ব্যতিক্রমী এবং নজরকাড়া আয়োজনের কথা। 

নবীনের জয়গান
ফ্যাশন উৎসবের শুভ সূচনা হয়েছিল নবীনের জয়গান গেয়ে। ‘আইএনআইএফডি’ তার ‘জেননেক্সট’ শীর্ষক আয়োজনে প্রতিবারের মতো এবারও নিয়ে এসেছিল দুই নবাগত ডিজাইনারকে। ডিজাইনার দীপিত ছুঘ তাঁর ‘লাইন আউটলাইন’ লেবেলের হাত ধরে নিয়ে এসেছিলেন পুরুষদের পোশাকের আগামী ফ্যাশন ট্রেন্ড। কটন, কটন ব্লেন্ড, বেমবার্গ সিল্ক, টুইল ফেব্রিকের উপর মেলে ধরেছিলেন কর্ডিং, পিটা ওয়ার্ক, আর হালকা জারদৌসি কাজ। এদিকে আর এক নবাগত ডিজাইনার টুইঙ্কল হংসপাল বেশি জোর দিয়েছেন ফেব্রিক কর্ডিং, লাইন স্টিচ, আর ডাবকা এমব্রয়ডারিতে।

‘রুমেলি’ রূপে মৃণাল
ফ্যাশন দুনিয়ার অভিজ্ঞ এবং খ্যাতনামা ডিজাইনার জেজে ভালায়া ল্যাকমের প্রথম রাতকে বর্ণময় করে তুলেছিলেন তাঁর চোখ জুড়ানো এক প্রদর্শনে। ‘রুমেলি’ শীর্ষক এই আয়োজনে তিনি তুরস্কের প্রাচীন শিল্পকলাকে নিজের রঙে রাঙিয়ে তুলেছিলেন। বিয়ের রাতে এবার ভারতীয় কনে যাতে তুর্কি সাজে নিজেকে সাজিয়ে তুলতে পারেন, তারই পথ দেখালেন ভালায়া। পুরুষদের পোশাকে শেরওয়ানি, কুর্তার বাহার এনেছিলেন এই প্রবীণ ডিজাইনার। জেজে ভালায়ার ডিজাইন করা লেহেঙ্গা-চোলি পরে ডিজিটাল র‌্যাম্প আলোকিত করেছিলেন বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুর।

বধূ বেশে ডায়ানা
কনের পোশাকের নতুন সংজ্ঞা তুলে ধরেছিলেন ডিজাইনার আয়েশা রাও। তিনি ‘পেপার ডল’ শীর্ষক আয়োজনে কনের পোশাকের অভিনবত্ব মেলে ধরেছিলেন। পোশাকের পাশাপাশি রং নিয়ে পরীক্ষানিরীক্ষা করেছেন আয়েশা। তিনি তাঁর কালেকশনে ইবোনি, ল্যাভেন্ডার গোল্ড, আর পিঙ্কের হালকা শেড নিয়ে এসেছেন।  

ডিস্কো লুক
এই শো-এর হাত ধরে ফ্যাশন দুনিয়ায় এবার পা রাখলেন অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা বচ্চন নন্দা। তিনি মনীষা জয়সিংয়ের সঙ্গে জুটি বেঁধে ল্যাকমের নতুন ব্র্যান্ড ‘দ্য এমএক্সএস’ লেবেল। শ্বেতা আর মনীষা ল্যাকমের আঙিনায় জীবন্ত করেছিলেন আটের দশকের ডিস্কো এবং স্ট্রিট ওয়্যার লুক। এই জুটি র‌্যাম্পে নিয়ে এসেছিলেন স্লিট মিডি, জ্যাকেট, শর্ট ওয়ান পিস, অফ শোল্ডার ফ্রক, লং পালাজো উইথ জ্যাকেট, ম্যাক্সি গাউন, টিউব উইথ প্যান্ট সহ আরও নানা টেন্ড্রি পোশাক। তাঁরা এই আয়োজনে পার্পল রেন, মায়ামি পিঙ্ক, নিওন ইয়েলো, ইউএফও গ্রিন সহ আরও নানা রং নিয়ে খেলা করেছিলেন। এছাড়া শ্বেতা আর মনীষা এই মঞ্চে মেলে ধরেছিলেন স্পোর্টি লুকের নানা বাহার।  

‘চাঁদ’ রূপী তাপসী
খ্যাতনামা ডিজাইনার গৌরাঙ্গ শাহ জাদু-আবহ সৃষ্টি করেছিলেন র‌্যাম্পে। তাঁর এই আয়োজনের নাম ছিল ‘চাঁদ’। অনুপ জলোটার গজলের সঙ্গে তাল মিলিয়ে গৌরাঙ্গর সৃষ্টি গায়ে মেখে মঞ্চ আলো করেছিলেন এক ঝাঁক মডেল। তিনি এই আয়োজনে ঐতিহ্যবাহী জামদানি সিল্ককে আধুনিক রঙে রাঙিয়ে তুলেছিলেন। জামদানিকে আধুনিক রূপ দেওয়ার জন্য গৌরাঙ্গ প্যাস্টেল শেডে হালকা গোলাপি আর হালকা সবুজের মতো আকর্ষণীয় রং ছাড়া এমব্রয়ডারির সাহায্যও নিয়েছেন। প্রখ্যাত এই ডিজাইনারের ডিজাইন করা হালকা সবুজ ফুলেল চওড়া পাড়ের হাতে বোনা গোলাপি রঙের জমকালো জামদানি  শাড়ি গায়ে মঞ্চে স্নিগ্ধতা ছড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু।

‘দ্য মাস্টার্স ওয়ার্ডস’
খ্যাতনামা ডিজাইনার রাজেশ প্রতাপ সিং সাত-আটের দশকের ফ্যাশন ধারাকে  আবার র‌্যাম্পে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। কিংবদন্তী ডিজাইনার সত্য পালের ছাতার তলায় তিনি ‘দ্য মাস্টার্স ওয়ার্ডস’ শীর্ষক বর্ণাঢ্য পরিবেশন করেছিলেন। রাজেশ এই আসরে নিয়ে আসেন যুগান্তকারী কার্বন জিরো টেনসেল ফাইবার। এই পোশাকগুলোয় কেবল টেকসই তন্তু (ফাইবার) ব্যবহার করা হয়েছে। আর পোশাকগুলো তৈরির সমগ্র প্রক্রিয়াতে কার্বন একেবারেই উৎপাদিত হয়নি বলে রাজেশ জানিয়েছেন। তাঁর এই আয়োজনে মেয়েদের জন্য ছিল সামার স্যুট, মিনি জ্যাকেট উইথ প্যান্ট, ড্রেস, ড্রেপড স্কার্ট, টিউনিক, হুডি এবং জগার, কাফতান, হাঁটু অবধি ঝোলা কোট, পিনাফোর, টোগাস, হল্টার, জাম্পস্যুট, এবং বাইকার জ্যাকেট সহ আরও নানা পোশাক। আর পুরুষদের জন্য ছিল স্যুট, টি-স, শার্ট এবং ট্রাউজার। রাজেশ তাঁর ক্যানভাসে সাদা, লাল, গোলাপি, গেরুয়া, নীল, সবুজ সহ নানা রঙের আঁচর কেটেছেন। এই ডিজাইনারের ডিজাইন করা কালো রঙের লেস বডিস্যুট, প্যান্ট, আর টাক্সেডো জ্যাকেটের সঙ্গে স্যাটিন লেপেল পরেছিলেন বলিউড নায়িকা তৃপ্তি ডিমরি। আর বলিউড অভিনেতা রাহুল বোসের পরনে ছিল কালো রঙের স্যুট।  

ইজি টু ওয়্যার
সহজে পরা যায় এমনই আরামদায়ক পোশাকের বৈচিত্র্য নিয়ে হাজির ছিলেন আর এক নামজাদা ডিজাইনার ডেভিড আব্রাহাম আর রাকেশ ঠাকুর। তাঁদের এই আয়োজনে নজর কেড়েছে প্যাচওয়ার্ক, হ্যান্ড স্টিচিং আর অ্যাপ্লিকের বৈচিত্র্য। এছাড়া বিভিন্ন ধরনের গ্র্যাফিক প্যাটার্নের সঙ্গে তাঁরা পরিচয় করিয়েছিলেন। ‘ইজি টু ওয়্যার’ পোশাকের ট্রেন্ডে আব্রাহাম আর ঠাকুর নিয়ে এসেছিলেন কিমোনো ইন্সপায়ার্ড জ্যাকেট, টিউনিক, প্যান্ট, র‌্যাপ স্কার্ট, লং স্কার্ট সহ আরও বাহারি পোশাক। 
রঙের ক্ষেত্রে তাঁরা ব্যবহার করেছেন সাদা, কালো, বার্গেন্ডি, লাল, ওয়াইন, কফি, অলিভ সহ নানা ক্লাসিক রঙ। আব্রাহাম আর ঠাকুরের চোখ জুড়ানো এই আয়োজনকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। তাঁর অঙ্গে ছিল কালো বিমূর্ত প্যাচওয়ার্ক কাফতান।

কালার্স অব ইন্ডিয়া
‘কালার্স অব ইন্ডিয়া’-র ছাতার তলায় চার ডিজাইনার ভারতের বিভিন্ন প্রান্তের সংস্কৃতিকে তুলে ধরেছিলেন। ভারতের পূর্ব থেকে পশ্চিম, আর উত্তর থেকে দক্ষিণের সব শিল্পকলা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল এই মঞ্চে। ডিজাইনার সংযুক্তা দত্ত উন্মোচন করেছিলেন ‘চিকিমিকি’ শীর্ষক এক ব্যতিক্রমী সম্ভার। তিনি অসমের ঐতিহ্যকে তুলে ধরেছিলেন এদিনের আসরে। অসম সিল্কের শাড়ি, আর মেখলা ছাড়া রংবাহারি পাশ্চাত্য পোশাকের সন্ধান দিয়েছেন সংযুক্তা। ব্লাউজ উইথ পেনসিল স্কার্ট, ড্রেপড  জ্যাকেট, টিউনিক, স্ট্র্যাপি গাউন উইথ থ্রিডি অ্যাপ্লিক, মিনি টেন্ট ড্রেস, পোলকা ডটেড অ্যাসিমেট্রিক স্কার্ট, র‌্যাপ আরাউন্ড ব্লাউজ সঙ্গে লুঙ্গি স্কার্ট, ফ্লোরাল ব্লাউজ বেল্টেড উইথ লম্বা ঝুলের স্লিম স্কার্ট, অফ শোল্ডার গাউন সহ আরও নানা বাহারি হাল ফ্যাশনের পোশাক তিনি প্রদর্শিত করেছিলেন। সংযুক্তার ডিজাইন করা কালো মেখলা চাদর বেল্টেড শাড়ি   আর স্ট্র্যাপি ব্লাউজ পরে মঞ্চ আলোময় করেছিলেন   অভিনেত্রী দিব্যা খোসলা কুমার। এছাড়া অপর তিন ডিজাইনার শিখা-সৃষ্টি, অন্নু’স ক্রিয়েশন, আর মেঘা জৈন মদনের আয়োজনও ছিল নান্দনিক। তাঁদের শো-স্টপার হয়ে র‌্যাম্পে ঝড় তুলেছিলেন তিন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং, মালাইকা অরোরা আর সোহা আলি খান।

পাশ্চাত্যের বাহার
খ্যাতনামা ডিজাইনার অনামিকা খান্না তাঁর পরিবেশনার মাধ্যমে এক ঐন্দ্রজালিক আবহের সৃষ্টি করেছিলেন। তিনি পাশ্চাত্য পোশাকের এক নতুন দিশা দেখিয়েছিলেন। অনামিকার ডিজাইন করা কালো রঙের অ্যাসিম্মেট্রিকাল ড্রেস পরে ল্যাকমের এই রাতকে মায়াবী করে তুলেছিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

জলপরী
ল্যাকমে ফ্যাশন উইক-এর সমাপনী রাত পোশাকের চমকে আর তারকার দ্যুতিতে ঝলমলিয়ে উঠেছিল। জনপ্রিয় ডিজাইনার গৌরব গুপ্তা সমুদ্রে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল এবং অন্যান্য প্লাস্টিক উপকরণ দিয়ে নতুন এক সৃষ্টিকথার জন্ম দিয়েছিলেন। তিনি তাঁর পরিবেশনার মাধ্যমে সমুদ্রের নানা রং, রূপ, আর মেজাজকে মেলে ধরেছিলেন। এই ডিজাইনার নারী-পুরুষের পাশ্চাত্য পোশাকের অভিনবত্ব নিয়ে এসেছিলেন ল্যাকমের শেষ রাতে। গৌরবের ডিজাইন করা আইভরি ও হালকা সোনালি রঙের ভারী গাউন পরে এই রাতের উত্তাপ বাড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী করিনা কাপুর খান। তিনি যেন ‘জলপরী’ হয়ে উঠেছিলেন ল্যাকমের শেষ রজনীতে। 
23rd  October, 2021
কী করে যে হাই হিল পরে
ঠাকুর দেখে জানি না!

কলকাতা ছেড়ে মুম্বই পাড়ি বছর ১৭ আগে। তবু পুজোর শহরকে তো মনে পড়েই। এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী সায়নী গুপ্ত কথা বললেন অন্বেষা দত্ত-র সঙ্গে। বিশদ

09th  October, 2021
চিরন্তন লাল-সাদা

পুজোর ফ্যাশনে আজ একটু চিরকালীন সাজসজ্জার ছোঁয়া। এ সাজ বাংলার সংস্কৃতির অঙ্গ। পৃথিবীর যে কোনও প্রান্তে এই সাজ চিনিয়ে দেয় বাঙালি নারীকে। পুরনো হয়েও তা আধুনিক। লিখেছেন অন্বেষা দত্ত। বিশদ

02nd  October, 2021
দুর্গার পাঁচালি

অপুর নয়, এ পাঁচালি দুর্গার। এক ছুটে কাশবন পেরিয়ে দুর্গাপুজোর আগে    ঘরের মেয়ে দুর্গা যাবে রেলগাড়ি    দেখতে। খুব চেনা থিম। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে অনেকেই কাজ করছেন অপু-দুর্গাকে নিয়ে। শাড়ির মোটিফে নানাভাবে উপস্থাপন করা হয়েছে তাদের।
বিশদ

02nd  October, 2021
নানা   শাড়ি সাজ

পুজোয় পরার শাড়ির কতই না রকম, কতই না বাহার। আজ রইল এ রাজ্যের বাইরের কয়েকটি  শাড়ির কথা। শাড়ি সত্যি ভালোবাসেন যাঁরা, সেই সমঝদারদের চোখে পড়বেই ভিন রাজ্যের শাড়ির ভিন্নতা। লিখেছেন অন্বেষা দত্ত। বিশদ

25th  September, 2021
জাঁকিয়ে
জাঁকজমক

পুজো পুজো ভাব তো এখন মন জুড়ে। চারূপমার পাতায় প্রতি সপ্তাহে উৎসবের সাজের সুলুকসন্ধান করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আমরা। অষ্টমীর সন্ধের কথা ভেবে এবার রইল জমকালো সাজের বাহার। লিখেছেন অন্বেষা দত্ত।
বিশদ

18th  September, 2021
পুরুষও 
ফ্যাশনদুরস্ত

উৎসবের সাজ কি শুধু নারীর? মোটেই না। আভিজাত্যে এখন আর পিছিয়ে নেই পুরুষের পোশাক। লিখেছেন অন্বেষা দত্ত। বিশদ

11th  September, 2021
ব্যাগ বাহার

পুজোর সাজ সম্পূর্ণ করতে চাই মানানসই অ্যাক্সেসরিজ।  গয়নাগাটি, ঘড়ি বা চুলের সাজের পাশাপাশি ম্যাচিং ব্যাগও দরকার। এই করোনাকালে ব্যাগের গুরুত্ব যে বহুগুণ বেড়ে গিয়েছে তাতে সন্দেহ নেই। এক্সট্রা মাস্ক, স্যানিটাইজার, স্প্রে ইত্যাদি রাখার জন্য বেরতে গেলেই ব্যাগ মাস্ট। বিশদ

11th  September, 2021
পুজো ধরা 
থাক ড্রেসে

শাড়ি বা কুর্তা ছেড়ে এখন ড্রেসেই বেশি স্বচ্ছন্দ মেয়েরা। অনেকে আবার পুজোর পোশাক হিসেবেও বেছে নিচ্ছেন ড্রেস। এই পোশাকের নকশা কোথায় কেমন? বিভিন্ন ডিজাইনারের সঙ্গে কথা বলে জানালেন কমলিনী চক্রবর্তী।
বিশদ

04th  September, 2021
স্টাইল স্টেটমেন্ট
হালকা গয়নায়

শাড়ি হোক বা ড্রেস কিংবা ওয়েস্টার্ন আউটফিট, সঙ্গে একটু গয়না তো লাগেই। বিশেষ করে পুজো পুজো ভাব যখন বাতাসে, তখন তো আর চুপ করে বসে থাকা চলে না। কোন শাড়ির সঙ্গে কোন দুলটা মানাবে, বা কোন ড্রেসের সঙ্গে লাগবে মানানসই নেকপিস, এসব আগে থাকতে ঠিক করে না রাখলে জম্পেশ সেলফি উঠবে কী করে? বিশদ

04th  September, 2021
আসছে পুজো সাজছি তাই

পুজোর আর ৪৩ দিন বাকি। এখন থেকেই সৌন্দর্য চর্চায় মন দিন। রুক্ষ চুল, খসখসে ত্বক, ট্যান ইত্যাদি তাড়াবেন কীভাবে? পরামর্শে ল্যাকমে বিউটি ইনস্টিটিউটের একটি টিম। তাঁদের সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী। বিশদ

28th  August, 2021
সংগ্রহে রাখার মতো
আরামদায়ক তেলিয়া 

উৎসবের আমেজ আসি আসি করছে। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার সাজলেন চারূপমার জন্য।  বিশদ

28th  August, 2021
ডায়েটে ত্বক তাজা ​​​​​

পুজোর আগে রূপরুটিনে খাওয়াদাওয়া কিন্তু নিয়মমাফিক হওয়া চাই। এমন খাবার চাই যা খেলে ত্বক কথা বলবে। জেল্লা বাড়বে মুখে। আর হাল্কা মেকআপেই আপনি হয়ে উঠবেন তিলোত্তমা। পুজোর বিশেষ খাওয়াদাওয়ার ধরন নিয়ে বিস্তারিত জানালেন কসমেটোলজিস্ট রশ্মি উইগে। তাঁর কথায়, উৎসবের মরশুমে খাওয়াদাওয়ায় অনিয়ম হয় প্রচণ্ড। তাই বিশেষ করে এই সময় ডায়েটে কয়েকটা সাধারণ নিয়ম মেনে চলা ভীষণ জরুরি।  বিশদ

28th  August, 2021
ঘিরে থাক
বাঙালিয়ানা 

সময় যতই খারাপ যাক, উৎসবের দিনগুলো কি ভুলে থাকা যায়? শ্যুটিংয়ের শত ব্যস্ততার মধ্যেও সময় বের করে চারুপমার জন্য নানা সাজে ধরা দিলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী। লিখেছেন অন্বেষা দত্ত। বিশদ

21st  August, 2021
কাঁথা বাটিকের
যুগলবন্দি

পুজো উপলক্ষে বাটিক আর নকশি কাঁথার উপরে কাজ করেছেন ডিজাইনার শান্তনু গুহঠাকুরতা। বাটিক বরাবরই বাংলার বিশেষত্ব, বললেন তিনি। কিন্তু বাটিকের চেনা মোটিফে বদল ঘটিয়ে কাজ করছেন এবার। আগে যেমন আলপনা জাতীয় নকশা ছিল বাটিকের চেনা ছবি। বিশদ

21st  August, 2021
একনজরে
‘আমার পিঠে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, কিন্তু কোনও ধারণাই ছিল না কী ঘটে গিয়েছে। চারদিক ধোঁয়ায় ঢেকে ছিল। মনে হচ্ছিল যেন জীবন্ত নরকে ঢুকে পড়েছি।’ এক সাক্ষাৎকারে হিরোশিমার পরমাণু বোমা হামলার সেই বিভীষিকাময় দিনের অভিজ্ঞতার কথা বলেছিলেন সুনাও সুবোই। ...

বুধবার দুপুরে কল্যাণী থানার গয়েশপুরের গোকুলপুরে মূক ও বধির নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম কৃষ্ণ দাস। পুলিস সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার বাসিন্দা বছর দশের ওই নাবালিকা গোকুলপুর এলাকায় ঠাকুমার বাড়িতে বেড়াতে ...

পুজোর মরশুমে মালদহে ফের ভেজাল খাদ্যসামগ্রীর রমরমা শুরু হয়েছে বলে অভিযোগ। জেলার চাঁচল মহকুমার প্রত্যন্ত গ্রামে বিভিন্ন নামকরা ব্রান্ডের পণ্যে ভেজাল মেশানো হচ্ছে বলে ক্রেতাদের একাংশের অভিযোগ। কালিয়াচক এলাকাতেও বিভিন্ন পণ্যে ভেজাল মেশানো হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ...

কুলটি থানার দিশেরগড়ের পর হীরাপুর, আসানসোল শিল্পাঞ্চলে একের পর এক অবৈধ অস্ত্র কারখানার কারিগর হিসেবে উঠে আসছে মুঙ্গেরের কারবারিদের নাম। ইতিমধ্যেই পুলিসের জালে ধরা পড়েছে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে ও ব্যবসায়ে উল্লেখযোগ্য সাফল্য। কৃষিপন্ন বিক্রেতা ও ডাক্তারদের অর্থকড়ি প্রাপ্তি হবে সর্বাধিক। বন্ধুকে টাকা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

 
১৪২০: মিং সাম্রাজ্যে বেজিং প্রথম রাজধানী হিসেবে সরকারী স্বীকৃতি পেল
১৪৯২: ইতালিয়ান নাবিক অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস কিউবা আবিষ্কার করেন
১৮৬৬: বিশিষ্ট শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকারের জন্ম
১৮৬৭: অ্যাংলো-আইরিশ বংশোদভূত সমাজকর্মী, লেখিকা,শিক্ষিকা তথা স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতার জন্ম
১৮৮৬:  আজকের দিনে ফ্রান্স যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্বের নিদর্শন হিসাবে স্ট্যাচু অব লিবার্টি উৎসর্গ করে
১৯২২: বেনিতো মুসোলিনির নেতৃত্বে ইতালির ফ্যাসিস্ত সরকার রোম দখল করে
১৯৫৫: মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের জন্ম
২০০২: বিশিষ্ট কবি ও অবিস্মরণীয় ছড়াকার, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায়ের  মৃত্যু
২০০৬: ঢাকায় বাংলাদেশের আওয়ামী লিগের একদল কর্মী বিরোধী দলের এক সভায় হামলা চালায় খুন করে বিরোধী দলের ১৪ কর্মীকে
২০০৯: পেশোয়ারে বোমা বিস্ফোরণে ১১৭ জনের মৃত্যু হয়। জখম হয় ২১৩ জন



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.১৯ টাকা ৭৫.৯১ টাকা
পাউন্ড ১০১.৬০ টাকা ১০৫.১০ টাকা
ইউরো ৮৫.৫০ টাকা ৮৮.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮,৪৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৯৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৪,৯০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,০০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১১ কার্তিক, ১৪২৮, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১। সপ্তমী ১৭/৪৭ দিবা ১২/৫০। পুনর্বসু নক্ষত্র  ৯/৫৬ দিবা ৯/৪১। সূর্যোদয় ৫/৪২/৩৮, সূর্যাস্ত ৪/৫৮/২৪। অমৃতযোগ দিবা ৭/১২ মধ্যে পুনঃ ১/১৪ গতে ২/৪৪ মধ্যে। রাত্রি ৫/৫১ গতে ৯/১৪ মধ্যে পুনঃ ১১/৪৭ গতে ৩/১০ মধ্যে পুনঃ ৪/১ গতে উদয়াবধি। বারবেলা ২/১০ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৬ মধ্যে। 
১০ কার্তিক, ১৪২৮, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১। সপ্তমী দিবা ৮/১২। পুনর্বসু নক্ষত্র দিবা ৬/৩২। সূর্যোদয় ৫/৪৪, সূর্যাস্ত ৪/৫৯।  অমৃতযোগ দিবা ৭/১৮ মধ্যে ও ১/১১ গতে ২/৩৯ মধ্যে এবং রাত্রি ৫/৪৩ গতে ৯/১১ মধ্যে ও ১১/৪৬ গতে ৩/১৪ মধ্যে ও ৪/৬ গতে ৫/৪৪ মধ্যে। কালবেলা ২/১০ গতে ৪/৫৯ মধ্যে। কালরাত্রি ১১/২১ গতে ১২/৫৭ মধ্যে। 
২১ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
টি ২০ বিশ্বকাপ: শ্রীলঙ্কাকে হারিয়ে ৭ উইকেটে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া

10:46:11 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়া ১৩০/৩ (১৫ ওভার)

10:34:42 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়া ৯৫/২ (১০ ওভার)

10:12:05 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়া ৬৩/০ (৬ ওভার)

09:55:02 PM

টি ২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়াকে ১৫৫ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা 

09:13:57 PM

টি ২০ বিশ্বকাপ: শ্রীলঙ্কা ১১১/৫ (১৬ ওভার) 

08:57:05 PM