বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার ... বিশদ
রবিবার মিনি বিশ্বকাপে ভারত-পাক ধুন্ধুমার। কব্জি ডুবিয়ে লাঞ্চ সেরে টিভির পর্দায় চোখ রাখবে আমজনতা। তবে বিকেলের পর কলকাতার ছবিটা নিঃসন্দেহে বদলে যাবে। সবুজ-মেরুন পতাকায় যুবভারতী তখন স্রেফ মোহন ভারতী। তার আগেই অবশ্য খেতাব জেতার সম্ভাবনা রয়েছে কামিংসদের। শনিবার কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে এফসি গোয়া। মানোলোর দল হারলেই শিরোপা নিশ্চিত মোহন বাগানের। ইতিমধ্যেই ৪৯ পয়েন্টে পৌঁছে গিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। সেক্ষেত্রে বাকি তিন ম্যাচ জিতলেও গোয়ার পয়েন্ট দাঁড়াবে ৪৮।
হোসে মোলিনা অবশ্য ‘যদি’ বা ‘কিন্তু’তে বিশ্বাসী নন। লোবেরা ব্রিগেডকে বশ মানিয়ে ট্রফি ক্যাবিনেটে শিল্ড নিয়ে যেতে মরিয়া তিনি। প্রথম লেগে কলিঙ্গ স্টেডিয়ামে দু’দলের সাক্ষাতের ফল ১-১। আক্রমণাত্মক ফুটবলে স্বদেশি লোবেরাকে হারানোর পরিকল্পনা শানাচ্ছেন মোলিনা। প্রথম একাদশ নিয়ে সামান্য ধোঁয়াশা অব্যাহত। বিশেষ করে রাইট উইং ব্যাকে দীপ্যেন্দুর পাশাপাশি আশিস রাইকেও তৈরি রাখছেন তিনি। মাঝমাঠে আপুইয়া নিশ্চিত। তাঁর সঙ্গে টাংরি বা অনিরুদ্ধ থাপার মধ্যে একজনকে খেলানো হবে। আসলে হোসে মোলিনার হাতে বিকল্প প্রচুর। ভেবেচিন্তেই সেরা দল নামাতে চান তিনি। ওড়িশা এফসি এখনও পর্যন্ত ৩৪টি গোল হজম করেছে। সেই দুর্বলতা কাজে লাগাতে চান মোলিনা। এদিকে, খুদেদের ফুটবলেও জিতে চলেছে মোহন বাগান। শুক্রবার অনূর্ধ্ব-১৩ সাব-জুনিয়র লিগে অ্যাডামাস ইউনাইটেডকে ৪-১ গোলে হারাল তারা।