কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল। ... বিশদ
কালনা শহর জাপট জিএসএফপি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পুর্ণিমাদেবীর ধ্যানজ্ঞান যোগাসন। গত ২৮ ডিসেম্বর শনিবার ভাইজ্যাকে ইউনিভার্সাল যোগা অ্যান্ড স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে আন্তজার্তিক যোগা প্রতিযোগিতার আসর বসেছিল। পুর্ণিমাদেবী পঞ্চাশ ঊর্ধ্ব বিভাগে অংশ নিয়ে যোগাসনে স্বর্ণপদক পান। এর আগে গত সেপ্টেম্বর মাসে থাইল্যান্ডে প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণপদক লাভ করেছিলেন।