সংবাদদাতা বেলদা: বেলদা থানার নেকুড়সেনী স্টেশনে কয়লাবোঝাই একটি মালগাড়িতে আগুন ধরে যাওয়ায় আতঙ্ক ছড়াল। খড়্গপুর থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, শনিবার দুপুরে খড়্গপুর থেকে ওড়িশার দিকে যাওয়ার সময় বেলদা স্টেশনের কাছে রেলকর্মীরা কয়লাবোঝাই মালগাড়ির একটি বগিতে ধোঁয়া দেখতে পান। সঙ্গে সঙ্গে পরবর্তী নেকুড়সেনী স্টেশনে খবর দিয়ে মালগাড়িটি দাঁড় করানো হয়। খবর দেওয়া হয় দমকলে। খড়্গপুর থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে তা নিভিয়ে ফেলে।
দমকলের এক আধিকারিক জানান, ঘর্ষণের ফলে কয়লাবোঝাই মালগাড়িতে অনেক সময় আগুনের সৃষ্টি হয়। আর তার থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। সময়মতো খবর দেওয়ায় বড়সড় বিপত্তি এড়ানো গিয়েছে। ঘণ্টা দুয়েকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় মালগাড়টি আবার গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।