Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

সেতু সংস্কারের দাবি, রানাঘাটে পূর্ত দপ্তরের অফিসে ভাঙচুর 

সংবাদদাতা, রানাঘাট: সোমবার সেতু সংস্কারের দাবিতে রানাঘাটে পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের অফিসে বিক্ষোভ দেখানোর পর ভাঙচুর চালালেন এলাকার বাসিন্দারা। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুজোর আগে সেতুর কাজ সম্পূর্ণ করার দাবিতে এর আগেও একাধিকবার সরব হয়েছিলেন এলাকার বাসিন্দারা। তাঁরা বিক্ষোভ দেখানো পাশাপাশি পথ অবরোধ করেন।
গত ৫ ও ৬ সেপ্টেম্বর রানাঘাট ও কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করা হয়েছিল। তার আগেও একবার ব্রিজ মেরামতির ঠিকাদার সংস্থার জিনিসপত্র আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, প্রতিবারই প্রশাসনের আশ্বাস ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। অবশেষে বাধ্য হয়ে পূর্ত দপ্তরের অফিসে বিক্ষোভ দেখানো হয়। পূর্ত দপ্তরের এক কর্মী বাবু দাস বলেন, আন্দোলনকারীদের থেকে পাঁচজনের একটা প্রতিনিধিদল অফিসের ভিতরে এসে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলার ব্যাপারে আমরা জানিয়েছিলাম। কিন্তু ওনারা সেটা না শুনে সবাই মিলে ইঞ্জিনিয়ারের ঘরে ঢুকে পড়েন। এরপর অফিসে ঢুকে তাঁরা চিৎকার-চেঁচামেচি এবং ভাঙচুর করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামনগর এলাকা থেকে রানাঘাট শহরে আসতে গেলে স্থানীয় বাসিন্দাদের চূর্ণী নদীর ওপরের ঝুলন্ত ফুট ব্রিজ পারাপার করতে হয়। কিন্তু সেই ফুট ব্রিজ দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় থাকার পর প্রশাসন গতবছর সেটি সারাই করার সিদ্ধান্ত নেয়। সেইমতো ব্রিজটি বন্ধ করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। পূর্ত দপ্তরের মাধ্যমে টেন্ডার করে গত বছর একটি বেসরকারি সংস্থাকে ব্রিজ তৈরির বরাত দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, ১০মাসের মধ্যে ব্রিজ মেরামতি করে দেওয়ার কথা ছিল। গত ৩১ জুলাই ১০ মাস হয়েছে। কিন্তু সেটি এখনও সম্পন্ন হয়নি। এরপরেই এদিন তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয়দের অভিযোগ, ব্রিজ বন্ধ থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন স্কুলের ছাত্র-ছাত্রী থেকে অফিস যাত্রী সকলকে নৌকায় নদী পারাপার করতে হচ্ছে। এদিন ছোটবাজার এলাকায় চূর্ণী নদীর ওপর ফুটব্রিজ সংস্কার করে চালুর দাবিতে বাসিন্দারা বিক্ষোভ দেখান। এদিন তাঁরা রানাঘাট স্টেশন সংলগ্ন রানাঘাট হাইওয়ে সাব ডিভিশনের পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অফিসে বিক্ষোভ দেখাতে যান। প্রথমে অবস্থান বিক্ষোভ শুরু হয়। তারপর আসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ঘিরে স্থানীয়দের বিক্ষোভ চলে। অভিযোগ বিক্ষোভ চলাকালীন ক্ষুব্ধ গ্রামবাসীরা অফিসের কম্পিউটার ও চেয়ার টেবিল ভাঙচুর করেন।
রামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামসুন্দর ঘোষ বলেন, এলাকার বাসিন্দাদের স্বার্থে ব্রিজ খোলার দাবিতে এদিন অবস্থান-বিক্ষোভ করা হয় পূর্ত দপ্তরের অফিসের সামনে। অফিসের ভিতর কেউ ভাঙচুর করেননি। তবে এলাকার বাসিন্দারা উত্তেজিত ছিল। পুজোর সময় ওখানে মেলা বসে। তখন প্রচুর বহু মানুষ এই ব্রিজ ব্যবহার করেন। তাই আমরা আগামী তিন দিন ওনাদেরকে সময় দিচ্ছি। তারমধ্যে ব্রিজ চালু করা না গেলে আমরা ফের অফিস ঘেরাও করব। এবিষয়ে ওই আসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অনুপকুমার দালাল বলেন, খুব তাড়াতাড়ি যাতে ব্রিজটি চালু করে স্থানীয়দের সমস্যার সমাধান করা যায়, তারজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখব। তবে ভাঙচুরের বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি।
 

পেন্সিলের মাথায় হাফ ইঞ্চি দুর্গা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন শান্তিপুরের সুমিত পাল 

অভিষেক পাল, রানাঘাট, সংবাদদাতা: পেন্সিলের মাথায় হাফ সেন্টিমিটার দুর্গা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন শান্তিপুরের সুমিত পাল। মাত্র ১৩ বছর বয়স থেকেই মূর্তি তৈরি করার শখ শান্তিপুরের চৌগাছাপাড়ার এই যুবকের। ছোট থেকেই শিল্পের উপর তাঁর আগ্রহ। 
বিশদ

পুরুলিয়া সদর হাসপাতালের ল্যাবে আচমকা হানা ডিএমের 

সংবাদদাতা, পুরুলিয়া: সোমবার দুপুরে আচমকা পুরুলিয়া সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে হানা দেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার। সেখানে একাধিক টেকনিশিয়ান ও চিকিৎসককে না পেয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।  
বিশদ

আজ বীরসিংহে আসছেন মুখ্যমন্ত্রী, শঙ্খধ্বনিতে স্বাগত জানাবেন হাজার মহিলা 

হরিহর ঘোষাল, মেদিনীপুর, বিএনএ: আজ, মঙ্গলবার বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী পূর্তি উৎসবে যোগ দিতে বীরসিংহ গ্রামে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক হাজার মহিলা শঙ্খধ্বনি দিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবেন। আদিবাসী সম্প্রদায়ের মানুষ ধামসা-মাদল নিয়ে মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। 
বিশদ

২৪ বছর ধরে ঢোকরার দুর্গা বানাচ্ছেন বর্ধমানের আব্দুলসাহেব 

অলকাভ নিয়োগী, বর্ধমান, বিএনএ: তাঁর হাতের কাজ একেবারে নিখুঁত। সারাদিনে হস্তশিল্পের কাজেই ডুবে থাকেন। এখন তাঁর ব্যস্তার শেষ নেই। নাওয়া-খাওয়া যেন ভুলতে বসেছেন। হবেই নাইবা কেন? বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা। এক-দু’বছর নয়, টানা ২৪ বছর ধরে বর্ধমান শহরে ঢোকরার দুর্গার প্রতিমা বানাচ্ছেন আব্দুল কাদের। 
বিশদ

মজার দেশে আনন্দ থেকে জোকারের জীবনে হাসি-কান্না, বর্ধমানে পুজোর থিমে হরেক অনুভূতি 

প্রলয় মোদক, বর্ধমান, সংবাদদাতা: ‘মণ্ডা মিঠাই তেতো সেথা, ওষুধ লাগে ভালো, অন্ধকারটা সাদা দেখায়, সাদা জিনিস কালো’। এরকমই কিছু পংক্তি নিয়ে লেখা কবি যোগীন্দ্রনাথ সরকারের কবিতা, ‘মজার দেশ’ নিয়ে শিশুমনে কৌতূহলের অন্ত নেই। এবার দুর্গাপুজোয় বর্ধমান শহরের বুড়িরবাগানে এলেই দেখা মিলবে আর এক মজার দেশের।  
বিশদ

ঝাড়গ্রামে ডেপুটি স্পিকারের গাড়ি আটকে বিক্ষোভ 

সংবাদদাতা, ঝাড়গ্রাম: সোমবার ঝাড়গ্রামে জেলাশাসকের কার্যালয়ে ডেপুটি স্পিকারের গাড়ি আটকে বিক্ষোভ দেখান মাওবাদী হানায় শহিদ ও নিখোঁজ পরিবারের লোকজন। এদিন দুপুরে জেলাশাসকের অফিস থেকে গাড়িতে চেপে বের হচ্ছিলেন ডেপুটি স্পিকার তথা ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদা।  
বিশদ

বোমা ও অস্ত্রহীন জেলার দাবিতে রামপুরহাটে কংগ্রেসের অবস্থান বিক্ষোভ 

সংবাদদাতা, রামপুরহাট: বোমা ও অস্ত্রহীন বীরভূম জেলার দাবিতে সোমবার সন্ধ্যায় রামপুরহাট শহরের ভাঁড়শালা মোড়ে রানিগঞ্জ মোড়গ্রাম ৬০নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থান বিক্ষোভ করল কংগ্রেস। উপস্থিত ছিলেন হাসন কেন্দ্রের কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ। তিনি বলেন, প্রায়দিনই জেলার কোথাও না কোথাও বোমা বিস্ফোরণ ঘটছে। 
বিশদ

বৃষ্টির ব্যাপক ঘাটতিতে ফলন কম পদ্মের, পুজোয় দাম বাড়ার আশঙ্কা 

সংবাদদাতা, বহরমপুর: এবার মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির ব্যাপক ঘাটতি জেরে পদ্মের আকাল দেখা দিতে পারে বলে মনে করছেন পদ্ম চাষি থেকে শুরু করে ফুল ব্যবসায়ীরা। তাঁদের দাবি, পুজোর ১০৮টি পদ্ম জোগাড়ে এবার উদ্যোক্তাদের হাতে ‘কাঁটা’ ফুটতে পারে। 
বিশদ

ঝুলন্ত রেল সেতু ঘিরে সংঘাত
আজ উদ্বোধন রাজ্যের,৩০
তারিখ করবেন রেলমন্ত্রী 

অলকাভ নিয়োগী, বর্ধমান, বিএনএ: বর্ধমান শহরে রাজ্যের প্রথম ঝুলন্ত রেলওয়ে ওভারব্রিজের উদ্বোধন যে পুজোর আগেই হবে তা চূড়ান্ত হয়ে গিয়েছিল। এবার সেই উদ্বোধন নিয়েই রেল ও রাজ্যের মধ্যে শুরু হয়েছে ‘রাজনৈতিক তরজা’। এমনকী, এই উদ্বোধন নিয়ে দুই সরকারের সংঘাতও চরমে গিয়ে পৌঁছেছে।  
বিশদ

পায়রাডাঙায় আইএনটিটিইউসি দলীয় কার্যালয়ে ভাঙচুর, কর্মীদের মারধরের অভিযোগ 

সংবাদদাতা, রানাঘাট: শিয়ালদহ রানাঘাট শাখার পায়রাডাঙা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আইএনটিটিইউসির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুই আইএনটিটিইউসির কর্মীকে মারধর করা হয়। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে দু’দলের মধ্যে ব্যাপক চাপানউতোর শুরু হয়েছে।  
বিশদ

দুর্গাপুরে পুরনো বাড়ির ছাদ ধসে জখম ২ 

সংবাদদাতা, দুর্গাপুর: দুর্গাপুর স্টেশন বাজারে রবিবার রাতে একটি পুরনো বাড়ির ছাদ ধসে জখম হন দুই যুবক। খবর পেয়ে পুলিস জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বাড়ির মালিক দীর্ঘদিন ধরে বাড়িটি মেরামত করায়নি। যার ফলে এদিন দুর্ঘটনা ঘটে।  
বিশদ

বীরভূমের জলাধারগুলিতে এক লক্ষ মাছের চারা ছাড়বে মৎস্য দপ্তর 

বিএনএ, সিউড়ি: বীরভূমের একাধিক জলাধারে চলতি মরশুমে এক লক্ষ মাছের চারা ছাড়বে মৎস্য দপ্তর। সোমবারই সিউড়ির তিলপাড়া ব্যারেজে ঘটা করে মৎস্য দপ্তরের তরফে মাছ ছাড়া হয়। বাজারে মাছের জোগান বাড়াতে জলাধার ও নদীতে চারামাছ ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
বিশদ

তৃণমূল নেতাদের বাড়িতে প্রেমপত্র পাঠাচ্ছে সিবিআই: দিলীপ 

বিএনএ, মেদিনীপুর: পুজোর আগে তৃণমূল নেতাদের বাড়িতে বাড়িতে সিবিআই প্রেমপত্র পাঠাচ্ছে। সিবিআই অফিসে তৃণমূল নেতাদের লাইন পড়ে গিয়েছে। বহু তৃণমূল নেতার এবার আর পুজো দেখা হবে না। বাড়িতে বসে মাংস-ভাত খাওয়া হবে না। জেলে বসেই ডালভাত খেতে হবে। 
বিশদ

আধার, ভোটার, রেশন কার্ড তৈরির নামে বিপুল টাকা হাতাচ্ছে দালালরা
এনআরসি নিয়ে গুজব রুখতে ময়দানে নামছে পুলিস-প্রশাসন

সুখেন্দু পাল, বহরমপুর, বিএনএ: জেলাজুড়ে এনআরসি আতঙ্ককে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে ওঠা দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিটি থানার আধিকারিকদের নির্দেশ দিলেন পুলিস সুপার। প্রতারণা মামলায় এই চক্রে জড়িত প্রতারকদের গ্রেপ্তারও করা হতে পারে।  
বিশদ

Pages: 12345

একনজরে
 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মশার আঁতুড়ঘর হিসেবে সল্টলেকে নয়া আতঙ্ক থানাগুলি। সম্প্রতি বিধাননগর পুরসভার পক্ষ থেকে সল্টলেক পূর্ব থানায় বিশেষ অভিযান চালানো হয়। তাতেই ধরা পড়েছে, থানার বিল্ডিং এবং ক্যাম্পাসের চারপাশে একাধিক জায়গায় জমা জল রয়েছে। ...

সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ স্পোর্টস অ্যাসোসিয়েশন পরিচালিত দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগ বন্ধ হয়ে গেল। স্পোর্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বলেন, ক্রীড়াসূচি তৈরি হওয়ার পর তিনটি ক্লাব নাম প্রত্যাহার করে নেওয়ায় বন্ধ হয়ে গিয়েছে দ্বিতীয় ডিভিশন লিগ। তিনটি ক্লাবকে তারজন্য শোকজও করা হয়েছে।  ...

 নিউ ইয়র্ক, ২৩ সেপ্টেম্বর (পিটিআই): রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার ৭৪তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী কয়েকদিন এখানে তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে। ডোনাল্ড ট্রাম্প সহ একঝাঁক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক হবে প্রধানমন্ত্রীর। ...

বিজয় বর্মন, কুমারগ্রাম, সংবাদদাতা: কোচবিহার জেলার তুফানগঞ্জ শহরের বুকে পারিবারিক এবং সর্বজনীন মিলে প্রায় পঁচিশটি দুর্গাপুজো আয়োজিত হয়। তবে বিগ বাজেটের দুর্গাপুজো কিন্তু এই শহরে হাতেগোনা। শহরের পুজোর উদ্যোক্তারা ইতিমধ্যেই মণ্ডপ বানানোর কাজ শুরু করে দিয়েছেন।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শরীর-স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। গুপ্তশত্রুতার মোকাবিলায় সতর্কতা প্রয়োজন। উচ্চশিক্ষায় বিলম্বিত সাফল্য।প্রতিকার: ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৪৭: বাংলার প্রথম র‌্যাংলার ও সমাজ সংস্কারক আনন্দমোহন বসুর জন্ম
১৯৩২: চট্টগ্রাম আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু
১৯৩৫: অভিনেতা প্রেম চোপড়ার জন্ম
১৯৪৩: অভিনেত্রী তনুজার জন্ম
১৯৫৭: গায়ক কুমার শানুর জন্ম 

23rd  September, 2019


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.১৪ টাকা ৭১.৮৪ টাকা
পাউন্ড ৮৭.০৪ টাকা ৯০.২৩ টাকা
ইউরো ৭৬.৭৭ টাকা ৭৯.৭৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৩২৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৩৬০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৬,৯০৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৬,৯৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৭,০৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৭ আশ্বিন ১৪২৬, ২৪ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, দশমী ২৮/৩ অপঃ ৪/৪২। পুনর্বসু ১২/৩৪ দিবা ১০/৩১। সূ উ ৫/২৯/১৭, অ ৫/২৮/৩৯, অমৃতযোগ দিবা ৬/১৬ মধ্যে পুনঃ ৭/৪ গতে ১১/৫ মধ্যে। রাত্রি ৭/৫২ গতে ৮/৪১ মধ্যে পুনঃ ৯/২৯ গতে ১১/৫৩ মধ্যে পুনঃ ১/২৯ গতে ৩/৫ মধ্যে পুনঃ ৪/৪০ গতে উদয়াবধি, বারবেলা ৬/৫৯ গতে ৮/২৯ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ২/২৮ মধ্যে, কালরাত্রি ৬/৫৯ গতে ৮/২৮ মধ্যে।
 ৬ আশ্বিন ১৪২৬, ২৪ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, দশমী ১৫/৩৮/২২ দিবা ১১/৪৪/৩১। পুনর্বসু ৩/২৭/১৪ দিবা ৬/৫২/৪, সূ উ ৫/২৯/১০, অ ৫/৩০/৩০, অমৃতযোগ দিবা ৬/২১ মধ্যে ও ৭/৮ গতে ১১/০ মধ্যে এবং রাত্রি ৭/৪১ গতে ৮/৩০ মধ্যে ও ৯/২০ গতে ১১/৪৮ মধ্যে ও ১/২৭ গতে ৩/৬ মধ্যে ও ৪/৪৫ গতে ৫/২৯ মধ্যে, বারবেলা ৬/৫৯/২০ গতে ৮/২৯/৩০ মধ্যে, কালবেলা ১/০/০ গতে ২/৩০/১০ মধ্যে, কালরাত্রি ৭/০/২০ গতে ৮/৩০/১০ মধ্যে।
২৪ মহরম

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। বৃষ: শেয়ার বাজারে আজ কিছুটা বিনিয়োগ করতে পারেন। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৯৩২: স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু১৯৪৮: হোন্ডা মোটরস কোম্পানির প্রতিষ্ঠা১৯৫০: ...বিশদ

07:03:20 PM

হাওড়ায় আত্মঘাতী পঞ্চম শ্রেণীর পড়ুয়া 
স্কুল থেকে বাড়ি ফিরে শৌচাগারে আত্মঘাতী হল পঞ্চম শ্রেণীর এক ...বিশদ

08:54:53 PM

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অমিতাভ বচ্চন 

07:26:05 PM

হরিপালের নন্দকুঠিতে পথ দুর্ঘটনায় মৃত ৩ 
মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। আহত হয়েছেন আরও তিনজন। ...বিশদ

06:28:27 PM

চোটের জেরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দল থেকে ছিটকে গেলেন জসপ্রিত বুমরাহ 
অনুশীলনের সময় চোট পেলেন ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরাহ। চিকিৎসকরা ...বিশদ

05:17:56 PM