Bartaman Patrika
উত্তরবঙ্গ
 

পুর নির্বাচনে দাঁড়ানো নিয়ে ধোঁয়াশা রাখলেন অশোক 

সুব্রত ধর, শিলিগুড়ি, বিএনএ: এবার লড়াই কঠিন! পুরভোটে প্রার্থী হওয়া নিয়ে ধোঁয়াশা রাখলেন সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা শিলিগুড়ি পুরসভার মেয়র অশোক ভট্টাচার্য। আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ হওয়ার ২৪ ঘন্টা আগে বৃহস্পতিবার অশোকবাবু বলেন, এবার পুরভোটে দাঁড়াব কি দাঁড়াব না, সেই ব্যাপারে কিছু বলছি না। এই বিষয়ে যা করার পার্টি ঠিক করবে। তাঁর এমন বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, ঘাসফুল ও পদ্মফুল ছাড়াও এবার পুরভোটের ময়দানে অনেকগুলি ফ্যাক্টর কাজ করছে। স্বাভাবিকভাবেই এবার নির্বাচন বামফ্রন্টের কাছে কঠিন লড়াই। সেটা ঠাহর করেই নির্বাচনে সরাসরি লড়াই করার ব্যাপারে নিজের অবস্থান নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন প্রবীণ এই সিপিএম নেতা।
শিলিগুড়ির মাটি বামদুর্গ হিসেবেই পরিচিত। কিন্তু গত লোকসভা ভোটে এই মাটিতেই ব্যাপক ফলাফল করে পদ্মশিবির। মোদির হাওয়ায় বিজেপি এখানে অধিকাংশ ওয়ার্ডে লিড পায়। এখন দমকা হওয়ার দাপট কিছুটা নিয়ন্ত্রণ হয়েছে। বর্তমানে এনআরসি, সিএএ’র প্রতিবাদে এবং পুরসভার বিরুদ্ধে নাগরিক পরিষেবা প্রদানে ব্যর্থতার অভিযোগ তুলে লাগাতার আন্দোলন করছে তৃণমূল। ধারাবাহিক লড়াই আন্দোলনের মধ্যদিয়ে ঘাফসুল শিবিরের পালে কিছুটা হাওয়া লেগেছে। এই অবস্থায় আজ, শুক্রবার শিলিগুড়ি পুরসভার আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ করবে রাজ্য নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলির ধারণা, অশোকবাবুর জেতা আসন ৬ নম্বর ওয়ার্ড এবার সংরক্ষিত হতে পারে। এই অনুমান মিলে গেলে সিপিএমের ‘ক্যাপটেন’ এবার নিজের জেতা আসনে দাঁড়াতে পারবে না। তাঁকে সেফ সিট খুঁজতে হবে।
পুরভোটে প্রার্থী হওয়া নিয়ে এক প্রশ্নের উত্তরে মেয়র অশোকবাবু বলেন, এই বিষয়ে কিছু বলব না। দলের রাজ্য সম্পাদক মণ্ডলী বিষয়টি ঠিক করবে। তবে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, লড়াই কঠিন হবে বুঝতে পেরেই বুক ফুলিয়ে সিপিএমের ‘ক্যাপটেন’ নির্বাচনী ময়দানে প্রার্থী হয়ে দলকে নেতৃত্ব দেওয়ার কথা আগাম ঘোষণা করতে পারছেন না। সিপিএম নেতারা অবশ্য অশোকবাবুর বক্তব্যের মধ্যে অন্যরকম কিছু দেখছেন না।
এদিকে এবার পুরভোটের ময়দান যে মসৃণ নয়, তা মেনে নিয়েছেন সিপিএমের অনেক নেতাই। দলীয় সূত্রের খবর, এখানে দলে চাপা বিরোধ রয়েছে। দলের একাংশ বয়স্কদের সরিয়ে নতুন মুখকে সামনে আনার দাবি তুলেছেন। দলীয় ভোটব্যাঙ্কও কিছুটা হাতছাড়া হয়েছে। স্বভাবতই এবার ভোটের ময়দানে বাউন্স সর্বত্র সমান নয়। কৃষিজমির মতো এবার ময়দানের অনেক জায়গাই উঁচু-নিচু। কাজেই এবারের লড়াই কিছুটা কঠিন। এজন্যই পুরভোটে কংগ্রেসের সঙ্গে জোট করার কথা ভাবা হচ্ছে। জোটে বামফ্রন্টে অন্য শরিকদের পাশাপাশি এসইউসি এবং সিপিআই (এমএল) লিবারেশনকে শামিল করার কথাও ভাবা হয়েছে। অশোকবাবু অবশ্য বলেন, আমাদের কাছে ‘পিকের’ মতো কোনও ব্যক্তি নেই। কিন্তু শহরের বিভিন্নপ্রান্তের বাসিন্দাদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি, আমাদের অবস্থা যথেষ্ট ভালো। ভোটে এখানে জোটের ফল ভালো হবে।
রাজ্যে এখন শিলিগুড়িই ‘লালদ্বীপ’ হিসেবে পরিচিত। সৌজন্যে অশোক ভট্টাচার্য। উল্লেখ্য, ১৯৮৮ সালে তিনি পুরভোটের মধ্য দিয়ে সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৯১ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি মন্ত্রী ছিলেন। ২০১১ সালে বিধানসভা নির্বাচনে পরাজিত হন। ফের ২০১৫ সালে পুরসভার ভোটে দাঁড়িয়ে জয়ী হন। ২০১৬ সালে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন। অনেকেই বলেন, প্রতিকূল পরিস্থিতিতে অশোকবাবু ভালো খেলেন। ‘কাঁটা বিছানো’ পথ মারিয়ে তিনি সুষ্ঠুমতো পুরসভাও পরিচালনা করে চলেছেন। তাই এবারও হয়তো নির্বাচনে তাঁকেই পাটি মুখ করবে।  

বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে দেখা
মিলল দু’টি ব্ল্যাক প্যান্থারের 

সংবাদদাতা, আলিপুরদুয়ার: ক্লাউডেড চিতা বা মেঘলা চিতার পর এবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে দেখা মিলল জোড়া ব্ল্যাক প্যান্থার বা কালো চিতার। বক্সার জয়ন্তী থেকে পাঁচ কিমি দূরে মহাকালের পথে যাওয়ার সময় একটি পাহাড়ি ঢালে ওই জোড়া কালো চিতাবাঘ এক ফরেস্ট গাইড নেখু মাহাতর নজরে আসে।  
বিশদ

রাগের মাথায় গাড়ি ভাঙচুর, স্বীকার ৩ পুলিসকর্মীর 

বিএনএ, মালদহ: মাথায় রাগ চড়ে যাওয়ায় সুজাপুরের নয় মৌজা মাঠে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভাঙচুর করেছেন বলে অভিযুক্ত পুলিস কর্মীরা স্বীকার করে নিয়েছেন। তাঁরা নিজেরাই জেলা আধিকারিকদের কাছে স্বীকারোক্তি দেন বলে মালদহের পুলিস সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন। 
বিশদ

দলে কোণঠাসা রবি, কর্মসূচিতে পাশে নেই কেউই 

সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার, বিএনএ: কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসকে শক্ত মাটির উপরে দাঁড় করিয়েছিলেন তিনি। দলের প্রতিষ্ঠালগ্ন থেকে গত লোকসভা নির্বাচন পর্যন্ত একটানা কোচবিহারে দলের সভাপতির দায়িত্ব পালন করে এসেছেন। কিন্তু লোকসভা ভোটের পর থেকে এখনও পর্যন্ত দলে কোণঠাসা হয়ে রয়েছেন নাটাবাড়ির বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। 
বিশদ

কার্ড সংশোধনে দেরি, মার খেলেন সরকারি কর্মী 

সংবাদদাতা, গঙ্গারামপুর: ভোটার তালিকা সংশোধনের জন্য ভিড় হয়েছিল ব্যাপক। অথচ সেই ভিড় সামলানোর জন্য পর্যাপ্ত সরকারি কর্মী হাজির ছিলেন না বলে অভিযোগ। ফলে জনতার রোষ গিয়ে পড়ে হাজির থাকা এক কর্মীর উপর। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বালিহারা প্রাথমিক বিদ্যালয়ে।
বিশদ

ইসলামপুরে দুর্ঘটনায় মৃত্যু অ্যাম্বুলেন্স চালকের 

সংবাদদাতা, ইসলামপুর: বৃহস্পতিবার দুপুরে ইসলামপুরের রামগঞ্জে ৩১ নম্বর জাতীয় সড়কে ওভারব্রিজের উপরে ট্রাক্টরের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে মৃত্য হল অ্যাম্বুলেন্স চালকের। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম জগধর ঠাকুর(৪০)। তিনি ইসলামপুরের আলিনগর এলাকার বাসিন্দা।  
বিশদ

একের পর এক মিছিল মিটিংয়ে অতিষ্ঠ বালুরঘাটবাসী 

সংবাদদাতা, বালুরঘাট: রাজনৈতিক দলগুলির একের পর এক মিছিল মিটিংয়ের কর্মসূচিতে বালুরঘাট শহরবাসী রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে। গত এক সপ্তাহে একের পর রাজনৈতিক দলের মিছিলে শহরের যানজট সৃষ্টি হওয়ায় বাসিন্দাদের ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয়েছে।  
বিশদ

জেলায় আচমকা টোটো ধর্মঘট 

বিএনএ, মালদহ: ইংলিশবাজার শহরে টোটো চলাচলের সময়সীমা বৃদ্ধি সহ অন্যান্য দাবিতে বৃহস্পতিবার চালকরা ধর্মঘট করেন। এদিন সকাল থেকে শহরের রাস্তায় কোনও টোটো নামেনি। ফলে এদিন ইংলিশবাজার শহর ছিল যানজটমুক্ত। তবে টোটো না থাকায় কিছু মানুষের সমস্যা হয়েছে।  
বিশদ

টোটো নিষেধাজ্ঞার বোর্ডই উধাও
ইসলামপুরে, যানজটের যন্ত্রণা চলছেই 

সংবাদদাতা, ইসলামপুর: যানজট সামলাতে ইসলামপুর শহরের বাজারে ঢোকার দুইটি রাস্তায় টোটো প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেইমতো লাগানো হয়েছিল বোর্ডও। সেই রাস্তা দু’টিতে টোটোর প্রবেশ বন্ধ তো হয়ইনি, উল্টে সেই নিষেধাজ্ঞার বার্তা বহনকারী বোর্ড দুটিই উধাও হয়ে গিয়েছে।  
বিশদ

ভোটের প্রস্ততি নিয়ে শিলিগুড়িতে সূর্যকান্ত,
বাম-কং জোটে ডাকা হবে এসইউসি ও সিপিআই(এমএল) লিবারেশনকে 

বিএনএ, শিলিগুড়ি: এবার শিলিগুড়ি পুরসভার ভোটে কংগ্রেস ও বামফ্রন্টের জোটে এসইউসি এবং সিপিআই(এমএল) লিবারেশনকে শামিল হওয়ার প্রস্তাব দেওয়া হবে। বৃহস্পতিবার একথা বলেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা শিলিগুড়ি পুরসভার মেয়র অশোক ভট্টাচার্য।  
বিশদ

বিভিন্ন দপ্তরের পরিকল্পনায় ১০০ দিনের কাজের মাধ্যমে
শ্রমিক সরবরাহের উদ্যোগ জলপাইগুড়ি জেলা প্রশাসনের 

বিএনএ, জলপাইগুড়ি: বিভিন্ন দপ্তরের সঙ্গে সম্বন্বয় রেখে ১০০ দিনের কাজের মাধ্যমে জেলার উন্নয়নে গতি আনার উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। এনিয়ে বুধবার জেলা প্রশাসন বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকও করে।
বিশদ

ফালাকাটা বিধানসভা উপনির্বাচন
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই
ফালাকাটায় ঘাঁটি গাড়বেন রাজীব 

সংবাদদাতা, আলিপুরদুয়ার: লোকসভা ভোটের ফলাফলের নিরিখে ফালাকাটা বিধানসভার ২৬৬টি বুথের মধ্যে প্রায় ১৯০টি বুথেই জোড়াফুল শিবির পদ্ম শিবির থেকে পিছিয়ে আছে। আবার লোকসভা ভোটের ফলাফলে পঞ্চায়েতওয়ারি এগিয়ে থাকার হিসেব ধরলে বিধানসভার ১৩টি পঞ্চায়েতের মধ্যে সাতটি পঞ্চায়েতে এগিয়ে আছে তৃণমূল। 
বিশদ

মেডিক্যালের সূর্য সেন মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে
হাতাহাতি তৃণমূল কর্মীদের, দিনভর থাকল উত্তেজনা 

সংবাদদাতা, নকশালবাড়ি: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ সংলগ্ন শুশ্রুতনগরের সূর্য সেন মার্কেটে ব্যবসায়ী সমিতির পুরনো ও নবগঠিত কমিটির কোন্দলে নাম জড়াল শাসক দল তৃণমূল কংগ্রেসের একাংশ নেতার।  
বিশদ

অসময়ে লাগানোয় ক্ষোভ মালদহে
দেড় কোটি টাকার ভেটিভার ঘাস
লাগানোর কাজ স্থগিত করলেন জেলাশাসক 

সংবাদদাতা, মালদহ: ভেটিভার ঘাস সৃজন নিয়ে এর আগে একাধিকবার বিতর্ক হয়েছে মালদহ জেলায়। এবার তাই শীতের মরসুমে ভেটিভার ঘাস লাগানো বন্ধের নির্দেশ দিয়েছে মালদহ জেলা প্রশাসন। বর্ষার মরসুমে ভেটিভার ঘাস লাগানোর কাজ ফের চালু করা হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। 
বিশদ

উচ্ছেদ করেছে রেল, খোলা আকাশের নীচে বাসিন্দারা
মঙ্গলবাড়িতে রেলের জমিতে আবাস
যোজনার ঘর, প্রশাসনের ভূমিকায় প্রশ্ন 

সিদ্ধার্থশঙ্কর সরকার, পুরাতন মালদহ, সংবাদদাতা: রেলের জায়গা জবরদখল করে কেন্দ্রীয় আবাস যোজনার একাধিক ঘর বানানো নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদহ ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নলডুবি সংসদে। সম্প্রতি সেই ঘরগুলি অভিযান চালিয়ে ভেঙেও দিয়েছে রেল।  
বিশদ

Pages: 12345

একনজরে
ইসলামাবাদ, ১৬ জানুয়ারি (পিটিআই): নিম্ন আদালতের মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশারফ। পাক সংবাদমাধ্যম সূত্রের খবর, মোশারফের হয়ে ৯০ পাতার পিটিশন দাখিল করেছেন তাঁর আইনজীবী। ...

বিএনএ, কৃষ্ণনগর: নদীয়াজুড়ে এবার প্রকাশ্যে ধূমপান ও গুটখার বিরুদ্ধে অভিযানে নামবে জেলা স্বাস্থ্য দপ্তর। কিছু দিন আগেই এবিষয়ে আলোচনায় বসা হয়েছিল। গত প্রায় ছ’মাসে অভিযান ...

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি, ১৬ জানুয়ারি: শুধুমাত্র নামের আদ্যক্ষর ব্যবহার করে টিকিট বুকিং করা যাবে না। দিতে হবে পুরো নাম এবং পদবি। দালালরাজ আটকাতে এবার টিকিট ...

জীবানন্দ বসু, কলকাতা: গত কয়েক মাস ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারের সঙ্গে অহি-নকুল সম্পর্ক তৈরি হয়েছে রাজ্যপালের। সম্প্রতি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর সঙ্গে দেখা করায় সমঝোতার আবহ তৈরি হলেও পরবর্তীকালে নানা ইস্যুতে ফের সংঘাতের বাতাবরণ ফিরে এসেছে।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

গুরুজনের চিকিৎসায় বহু ব্যয়। ক্রোধ দমন করা উচিত। নানাভাবে অর্থ আগমনের সুযোগ। সহকর্মীদের সঙ্গে ঝগড়ায় ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৪১: মহান বিপ্লবী সুভাষচন্দ্র বসুর মহানিষ্ক্রমণ
১৯৪২: মার্কিন মুষ্টিযোদ্ধা মহম্মদ আলির জন্ম
১৯৪৫: গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারের জন্ম
২০১০: কমিউনিস্ট নেতা তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মৃত্যু 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯. ২০ টাকা ৭২.৩৪ টাকা
পাউন্ড ৯০.১৯ টাকা ৯৪.৫৮ টাকা
ইউরো ৭৭.১০ টাকা ৮০.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪০, ৩৯৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৮, ৩২৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৮, ৯০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৬, ৩০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৬, ৪০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২ মাঘ ১৪২৬, ১৭ জানুয়ারি ২০২০, শুক্রবার, সপ্তমী ২/৪০ দিবা ৭/২৮। চিত্রা ৪৭/৪ রাত্রি ১/১৩। সূ উ ৬/২৩/৭, অ ৫/৯/৫১, অমৃতযোগ দিবা ৭/৪৯ মধ্যে পুনঃ ৮/৩২ গতে ১০/৪১ মধ্যে পুনঃ ১২/৫০ গতে ২/১৭ মধ্যে পুনঃ ৩/৪৪ গতে অস্তাবধি। বারবেলা ৯/৪ গতে ১১/৪৫ মধ্যে। কালরাত্রি ৮/২৮ গতে ১০/৭ মধ্যে। 
২ মাঘ ১৪২৬, ১৭ জানুয়ারি ২০২০, শুক্রবার, সপ্তমী ১২/৪/১৯ দিবা ১১/১৫/২৬। হস্তা ০/৩/৫ প্রাতঃ ৬/২৬/৫৬ পরে চিত্রা নক্ষত্র দং ৫৬/৯/৪১ শেষরাত্রি ৪/৫৩/৩৪। সূ উ ৬/২৫/৪২, অ ৫/৮/৫৬, অমৃতযোগ দিবা ৭/৪৮ মধ্যে ও ৮/৩২ গতে ১০/৪৩ মধ্যে ও ১২/৫৫ গতে ২/২৩ মধ্যে ও ৩/৫১ গতে ৫/৯ মধ্যে এবং রাত্রি ৭/৩ গতে ৮/৪৭ মধ্যে ও ৩/৪৪ গতে ৪/৩৬ মধ্যে। কালবেলা ১০/২৬/৫৫ গতে ১১/৪৭/১৯ মধ্যে, কালরাত্রি ৮/২৮/৮ গতে ১০/৭/৪৩ মধ্যে । 
মোসলেম: ২১ জমাদিয়ল আউয়ল 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: নানাভাবে অর্থ আগমনের সুযোগ। বৃষ: নতুন কাজের সুযোগ। মিথুন: বিদেশ ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৯৪১: মহান বিপ্লবী সুভাষচন্দ্র বসুর মহানিষ্ক্রমণ১৯৪২: মার্কিন মুষ্টিযোদ্ধা মহম্মদ আলির ...বিশদ

07:03:20 PM

অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত ৩৬ রানে জিতল 

09:55:34 PM

অস্ট্রেলিয়া ২৩৫/৫ (৪০ ওভার), টার্গেট ৩৪১ 

08:50:02 PM

অস্ট্রেলিয়া ১৫১/২ (২৬ ওভার), টার্গেট ৩৪১

07:46:57 PM

অস্ট্রেলিয়াকে ৩৪১ রানের টার্গেট দিল ভারত 

05:12:00 PM