কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল। ... বিশদ
প্রসঙ্গত, ২০২১ সালে আফগানিস্তানের দখল নেয় তালিবানরা। তারপর থেকেই সেদেশের মেয়েদের উপর একাধিক নিয়মের খাঁড়া নেমে আসে। মহিলাদের পঠনপাঠন নিষিদ্ধ করে দেওয়া হয়। হিজাব নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হয়। তাঁদের পুরো শরীর ঢেকে রাখা পোশাক পরার নিদান দেওয়া হয়। মহিলাদের বাইরে কাজ করায় বিধিনিষেধ জারি করা হয়। মহিলাদের কণ্ঠস্বর নিচু রাখতে বলা হয়। এছাড়া প্রকাশ্যে চলাফেরা, পার্কে যাওয়া, সর্বজনীন স্থানে যাওয়া এমনকী কবিতা পাঠ, গান গাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়। বলা হয়, অপরিচিত কোনও পুরুষের দিকেও তাকানো যাবে না। এছাড়া মহিলারা একা বা অন্য মহিলার সঙ্গেও বাড়ি থেকে বের হতে পারবেন না। তাঁদের সঙ্গে পরিবারের কোনও পুরুষ সদস্যকে থাকতেই হবে। মোটের উপর মহিলাদের সবরকম স্বাধীনতাই কেড়ে নেয় আফগানিস্তানের নতুন সরকার। এরপর বাড়ির জানলা বুজিয়ে দেওয়ার ফতোয়া জারি করে সেই নিষেধাজ্ঞার তালিকায় নবতম সংযোজন করল তালিবান।