বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার ... বিশদ
প্রসঙ্গত, গোটা ডিসেম্বর জুড়েই পোর্টাল খোলা রাখা ছিল। জানুয়ারিতেও প্রায় ১৫ দিন পোর্টাল খোলা রাখা হয়। তাতেও সবাই অনলাইনে নম্বর জমা না দেওয়ায় ২০ ফেব্রুয়ারি থেকে ফের খোলা হয়েছে পোর্টাল। ২৮ ফেব্রুয়ারির মধ্যে জমা না দিলে আর অনলাইনের সুযোগ মিলবে না। সংসদের আঞ্চলিক অফিসে গিয়ে প্রধান শিক্ষকরা গিয়ে টাকা জমা দিয়ে নম্বর তোলার ক্ষেত্রে বাধ্য থাকবেন।
এদিকে, সংসদ ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য সাধারণ এবং সায়েন্টিফিক ক্যালকুলেটর (সীমিত সুবিধা সম্পন্ন) ব্যবহার করার অনুমতি দিয়েছে। বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফে এই দাবি আগেই তোলা হয়েছিল। অন্যদিকে, ২৭ ফেব্রুয়ারি আঞ্চলিক অফিস ও সদর কার্যালয় বিদ্যাসাগর ভবনে মেটাল ডিটেক্টর এবং পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের পরিচয়পত্র দেবে সংসদ। এবছরের পরীক্ষায় সব কেন্দ্রেই অন্তত একটি করে মেটাল ডিটেক্টর থাকছে।