বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার ... বিশদ
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ১৬ ফেব্রুয়ারি নদীয়ার নাকাশিপাড়ার বছর দুয়েকের ঈশানকে এনআরএসে নিয়ে আসা হয়। তখন তার মুখের ভিতরে সাইকেলের স্পোক ঢুকেছিল। সেই অবস্থাতেই ওইদিন সকাল ৯টা ২০ মিনিটে শিশুটিকে ভর্তি করা হয়। তড়িঘড়ি অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সার্জারি টিমের দায়িত্বে ছিলেন অধ্যাপক প্রণবাশিস বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন ডাঃ পরমা মুখোপাধ্যায়, ডাঃ ত্রৈলকেশ্বর প্রুসতি এবং ডাঃ কাঁখসা আলম প্রমুখ। জানা গিয়েছে, সেদিন বেলা সাড়ে ১১টা নাগাদ ওটিতে নিয়ে যাওয়া হয় ছোট্ট ঈশানকে। প্রায় ৪৫ মিনিটের সার্জারি শেষে বার করা হয় স্পোক। ১২.১৫ মিনিটে শিশুটিকে পিকুতে স্থানান্তর করা হয়। তারপর ১৯ ফেব্রুয়ারি বাচ্চাটিকে ইএনটি বিভাগের ওয়ার্ডে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানেই রয়েছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বলেই দাবি চিকিৎসকদের।