কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল। ... বিশদ
হাওয়া অফিসের পূর্বাভাস মোতাবেক, কলকাতায় আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৭ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রির আশেপাশে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি। যা কিনা স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি বেশি। আবার রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি। যা কিনা স্বাভাবিকের তুলনায় ৩.৮ ডিগ্রি বেশি।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গ তথা কলকাতায় তাপমাত্রা নামতে পারে। আগামী কয়েকদিনে কমপক্ষে ৩-৪ ডিগ্রি পারদপতনও হতে পারে। কারণ উত্তর ভারতে ইতিমধ্যেই জারি হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। ফলে তার প্রভাব দেখা যেতে পারে বঙ্গেও। অন্যদিকে, আজ সকালে ঠান্ডার কামড় না থাকলেও দাপট দেখিয়েছে কুয়াশা। রাজ্যের একাধিক জেলায় ঘন কুয়াশার চাদর মুড়ে রেখেছে জনপদকে।