কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল। ... বিশদ
পুরসভার হাতে ইতিমধ্যেই একাধিক ওয়াটার স্প্রিঙ্কলার, রাস্তা ধোয়ার গাড়ি, বাতাসে জল স্প্রে করার জন্য মিস্ট ক্যানন রয়েছে। তাহলে এই চারটি গাড়ি কোথায় আলাদা? তারক সিং বলেন, ‘এই গাড়ি সব কাজ একসঙ্গে করতে পারবে। বহু দূরে গাড়ি দাঁড় করিয়ে পাইপ টেনে নিয়ে গিয়ে জল দেওয়া যাবে। সেই ব্যবস্থা পুরসভার অন্যান্য গাড়িগুলিতে নেই। প্রায় ৫০ ফুটের পাইপ রয়েছে। একাধিক পাইপ লাগানো যাবে। ফলে দূরবর্তী স্থানও জল দিয়ে ধোয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।’
কর্তৃপক্ষ জনাচ্ছে, এই গাড়িগুলি দিয়ে একদিকে যেমন রাস্তা ধোয়ানো যাবে, পাশাপাশি ডিভাইডার কিংবা ফুটপাতের উঁচু গাছেও সহজেই জল দেওয়া যাবে। গাড়ির ট্যাঙ্কের একদম উপরে রয়েছে একটি বসার আসন। সেখানে বসে ৩৬০ ডিগ্রিতে ঘুরে ঘুরে জল স্প্রে করার সুযোগ থাকছে। লম্বা পাইপ থাকার কারণে বড় রাস্তায় গাড়ি রেখে ঘিঞ্জি গলিতে ঢুকেও প্রয়োজনে জল দিয়ে সাফাই করা যাবে। সেই সঙ্গে বহুতলের বাইরের দিক, পুরসভার বিভিন্ন ভবন, ফটক, রাস্তায় বসানো মূর্তি সহ অনেককিছুই জল দিয়ে ধুয়ে ফেলা সম্ভব হবে এই গাড়িগুলির সাহায্যে।