কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল। ... বিশদ
পিপিএফ, রেকারিং ডিপোজিট, সুকন্যা সমৃদ্ধি, মান্থলি ইনকাম স্কিম বা কিষান বিকাশপত্রের মতো সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার কত হবে, তা নির্ভর করে সরকারি বন্ডের সুদের হারের উপর। বিশেষজ্ঞরা বলছেন, বন্ডের সুদ বর্তমানে কিছুটা কমলেও, স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির অধিকাংশের সুদের হার ৭ শতাংশের বেশি। সুকন্যা সমৃদ্ধি বা প্রবীণ নাগরিকদের স্কিমে সুদের হার ৮.২ শতাংশ। সেদিক থেকে বিচার করলে সুদের হার কমতে পারে এবার।
বিশেষজ্ঞদের কথায়, রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট দীর্ঘদিন না কমালেও, ২০২৫ সালের গোড়ার দিকে তা কমতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সবটাই নির্ভর করছে মূল্যবৃদ্ধি কতটা নিয়ন্ত্রণ করা যাবে, তার উপর। কিন্তু এখনও পর্যন্ত যেহেতু আরবিআই সুদের হার কমায়নি, তাই এই দফায় এবারও স্বল্প সঞ্চয়ে সুদ কমবে না বলেই মনে করছেন অনেকে। তবে তা বাড়বে কি না, সেটাই বড় প্রশ্ন। সরকারি তথ্যই বলছে, সঞ্চয় প্রকল্পে আগ্রহ হারাচ্ছেন সাধারণ মানুষ। তাঁরা বিকল্প লগ্নিতে আস্থা রাখছেন। তাই মানুষকে তুলনামূলক ঝুঁকিহীন লগ্নিতে ফেরাতে সুদ বাড়াতে পারে কেন্দ্র, এমন আশাও জাগছে। এদিকে পিপিএফের মতো জনপ্রিয় স্কিমে সুদের হার দীর্ঘসময় ধরে ৭.১ শতাংশ হয়ে রয়েছে, যা নিয়ে ক্ষোভ জমেছে সাধারণ আমানতকারীদের মধ্যে। সেই সুদের হার সামান্য বাড়িয়ে মধ্যবিত্তের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতে পারে কেন্দ্র, এমনও আশা করছেন অনেকেই। আপাতত এসবের কী জবাব অর্থমন্ত্রক দেয়, সেটাই দেখার।