বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

নিজ্জর খুন: ৪ ভারতীয়কে জামিন দিল কানাডার কোর্ট

টরন্টো: বৃহস্পতিবার খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনে অভিযুক্ত চার ভারতীয়কে জামিন দিল কানাডার সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি আগামী ১১ ফেব্রুয়ারি। করণ ব্রার, আমনদীপ সিং, কমলপ্রীত সিং ও করণপ্রীত সিংয়ের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণ পেশ করতে পারেনি কানাডার পুলিস। এরপরেই চারজনের জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত। ঘটনায় ট্রুডো সরকারের পুলিসকে কটাক্ষ করতে ছাড়েনি নয়াদিল্লি। 
২০২৩ সালের ১৩ জুন ব্রিটিশ কলম্বিয়ার সারি অঞ্চলের একটি গুরুদ্বারের বাইরে খুন হন নিজ্জর। ২০২৪ সালের মে মাসে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে কানাডার পুলিস। নভেম্বরে চার্জশিট পেশ করা হয়। সম্প্রতি জামিনের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কমলপ্রীতরা। তাঁদের আর্জি শুনতে রাজি হয় কানাডার শীর্ষ আদালত। এবার বছরের শুরুতেই মিলল জামিন। জানা গিয়েছে, এদিন তিনজন অভিযুক্ত ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানিতে উপস্থিত ছিলেন। আর একজনের হয়ে সওয়াল করেন তাঁর আইনজীবী। 
নিজ্জর খুনে একাধিকবার ভারতের দিকে বারবার অভিযোগের আঙুল তুলেছেন কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি। বিষয়টিকে কেন্দ্র করে ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এবার অভিযুক্তরা জামিন পাওয়ায় কানাডার প্রশাসনকে পাল্টা দিল ভারত। নয়াদিল্লির তোপ, তথ্যপ্রমাণ না থাকার কারণেই আদালতে হাজিরা দিতে ভয় পাচ্ছিল কানাডার পুলিস। আসল অপরাধীদের ধরতে ব্যর্থ হয়েছে তারা। তাই স্থানীয় কয়েকজন যুবককে গ্রেপ্তার করে যাবতীয় দায় ভারতের উপর চাপাতে চেয়েছিলেন ট্রুডো। ঘটনায় এক ভারতীয় আধিকারিকের নাম পর্যন্ত জড়ানো হয়েছিল। সব অভিযোগ যে মিথ্যে, আজ তার প্রমাণ হল।
14d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা