বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

ঋণপ্রদান কমে যাওয়া ধাক্কা খেয়েছে জিডিপি বৃদ্ধির হার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারত সরকারের পরিসংখ্যান বিভাগ চলতি সপ্তাহে দেশের অর্থনীতির প্রথম পূর্বাভাস প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে ২০২৪-২৫ অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার হবে ৬.৪ শতাংশ। অর্থাৎ তা অনেকটাই কম। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই) তাদের একটি রিপোর্টে দাবি করেছে, দেশের ঋণপ্রদানের হার কম হওয়াই এর একটি বড় কারণ।
জিডিপি বৃদ্ধি নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যা প্রত্যাশা ছিল, তার চেয়েও ২০ বেসিস পয়েন্ট কমেছে এই হার। এত কম জিডিপি বৃদ্ধির হার শেষবার ছিল চারবছর আগে। এই হার ২০২৩-২৪ অর্থবর্ষে ছিল ৮.২ শতাংশ। এদিকে এসবিআই তাদের রিপোর্টে দাবি করেছে, চলতি অর্থবর্ষ শেষে দেশে জিডিপির হার আরও ১০ বেসিস পয়েন্ট কমে যেতে পারে। তা হতে পারে ৬.৩ শতাংশ। দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাঙ্কটির দাবি, ভারতের ডিজিপির হার বৃদ্ধি নির্ভর করে যেসব বিষয়ের উপর, তার মধ্যে গুরুত্বপূর্ণ হল ঋণ। 
স্টেট ব্যাঙ্কের বক্তব্য, চলতি অর্থবর্ষে ব্যাঙ্কগুলি ছোট অঙ্কের ঋণপ্রদানের ক্ষেত্রে চাপে আছে। ক্রেডিট কার্ড এবং ব্যক্তিগত ঋণপ্রদানের হার ধাক্কা খেয়েছে। সার্বিকভাবে এই ধরনের ঋণপ্রদানের ক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে কিছু কঠোর নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়েছে। পাশাপাশি ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি), মাইক্রো ফিনান্স বা বেসরকারি ক্ষুদ্রঋণদাতা সংস্থাগুলিও যেভাবে সাধারণ মানুষের উপর অনেক বেশি সুদের বোঝা চাপাচ্ছিল, তাতেও রাশ টানা হয়েছে। তার জেরে মার খেয়েছে ঋণপ্রদান। গত ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময়কালে ঋণ দেওয়া হয়েছে সাড়ে ১১ লক্ষ কোটি টাকার। অঙ্কটি গতবছর ছিল ২১ লক্ষ কোটি। শিল্পক্ষেত্রসহ সবদিক থেকেই ঋণদানের পরিমাণ মার খেয়েছে, বলছে এই রিপোর্ট। জিডিপি খর্ব হওয়ার এটি একটি বড় কারণ। প্রসঙ্গত,  কেন্দ্রের প্রকাশিত তথ্যেই দেখা গিয়েছে, একমাত্র কৃষি ও সংশ্লিষ্ট সেক্টরের বৃদ্ধির হার বেশি হয়েছে, ৩.৮ শতাংশ। কিন্তু উৎপাদন শিল্প, আবাসন,  পরিষেবা—প্রতিটি সেক্টরই ২০২৪ সালে মুখ থুবড়ে পড়েছে। 
10h 10m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.১০ টাকা৮৬.৮৪ টাকা
পাউন্ড১০৪.৪১ টাকা১০৮.১১ টাকা
ইউরো৮৭.০৫ টাকা৯০.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা