বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

প্রবাসীদের অনুষ্ঠানে বোধোদয়, মোদির ‘বিশ্বগুরু’ থেকে ‘বিশ্ববন্ধু’তে ভোলবদল

নিজস্র প্রতিনিধি, নয়াদিল্লি: ছিলেন বিশ্বগুরু। হলেন বিশ্ববন্ধু। জি টুয়েন্টি অথবা চন্দ্রযান। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজ কিংবা ২০২৫ সালের মধ্যেই ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি। এই উচ্চকিত প্রচারের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিজেপি বিশ্বগুরু আখ্যা দিয়েছে। মোদি নিজেও সেই তকমার বিরোধিতা করেননি। ভারত যে বিশ্বগুরু হতে চলেছে, এই দাবি তিনিও বারবার করে এসেছেন। হঠাৎ ২০২৫ সালে এসে মোদির ভোলবদল। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসীয় ভারতীয়দের সম্মেলনে ভিডিও কনফারেরেন্সর মাধ্যমে তিনি বললেন, গোটা দুনিয়া ভারতকে বিশ্ববন্ধু মনে করে। ভারতের কাছে সৌহার্দ্যের কথা শুনতে চায়। কারণ ভারতই একমাত্র বলতে পারে ভবিষ্যৎ যুদ্ধের নয়। ভবিষ্যৎ বুদ্ধের। ভূবনেশ্বরে আয়োজিত অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবসে মোদি আর ভারতকে বিশ্বগুরু আখ্যা দিচ্ছেন না। পক্ষান্তরে ভারত যে বিশ্বকে মৈত্রীর বন্ধনে আবদ্ধ করতে চায়, সেই ইচ্ছা প্রকাশ করেছেন। 
মোদি প্রবাসী ভারতীয় দিবস যেদিন উদ্বোধন করলেন, সেদিনই ডলারের বিনিময়ে টাকার বিনিময় মূল্য সর্বকালীন রেকর্ড পতন ঘটল। এক ডলারের মূল্য প্রায় ৮৬ টাকার দোরগোড়ায়। অথচ রপ্তানি তলানিতে। সুতারং বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে টান পড়তে চলেছে। একইসঙ্গে এদিনই জানা গিয়েছে, বাণিজ্য ঘাটতি কমার কোনও লক্ষণ নেই। মোদি এদিন প্রবাসী ভারতীয়দের সম্মেলনে আবেদন করেছেন, আপনারা এগিয়ে আসুন। ১৯৪৭ সালে স্বাধীনতা প্রাপ্তির সময় প্রবাসী ভারতীয়রা অনেক সহায়তা করেছে ভারতকে। ঠিক সেই ভাবেই ২০৪৭ সালে ভারতকে অর্থনৈতিকভাবে শ্রেষ্ঠ করে তুলতে প্রবাসী ভারতরীয়দের সাহায্য চাই। মোদি বলেন, আজ ফাইটার জেট এবং পণ্য এয়ারক্র্যাফট ভারতে নির্মাণ করা হচ্ছে। কিন্তু সেদিন আর বেশি দূর নয়, যেদিন আপনারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভারতে আসবেন মেড ইন ইন্ডিয়া প্লেনে চেপে। ভারতের কথা আপনারা সব দেশে ছড়িয়ে দিন। ভারতের সঙ্গে বিশ্বের যোগসূত্র স্থাপন করুন। ভারতকে গোটা দুনিয়াই চেনে বিশ্ববন্ধু হিসেবে। এই পরিচয় যেন আপনাদের মাধ্যমে আরও বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। ভাষণে এদিন তিনি ১০ বছরে কী কী করেছেন সেই তালিকা থাকলেও লক্ষ্যণীয়ভাবে বিশ্বের অর্থনীতি অথবা উন্নতিতে ভারত যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, এরকম দাবি করেননি। বরং বলেছেন, আমাদের এখনও অনেক দূর যেতে হবে। ঩সেজন্য আপনাদের সাহায্য চাই। ভারতের শক্তি আমাদের যুবসমাজ। তাদের উপর আমাদের আশাভরসা। তারা দেশবিদেশে নিজেদের স্কিলের মাধ্যমে ভারতকে গৌরব এনে দেবে। বস্তুত ডলার, ইউরো, পাউন্ডের সামনে টাকার পতনের সবথেকে প্রত্যক্ষ সাক্ষী প্রবাসীরাই। তাই তাদের সামনে মোদির মুখে আর বিশ্বগুরু শব্দটি নেই। 
11h 11m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.১০ টাকা৮৬.৮৪ টাকা
পাউন্ড১০৪.৪১ টাকা১০৮.১১ টাকা
ইউরো৮৭.০৫ টাকা৯০.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা