বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

একসঙ্গে ছুটি কাটাতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের ২৫ বিচারপতি

নয়াদিল্লি: ছুটি কাটাতে যাচ্ছেন বিচারপতিরা। কতজন? প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সহ সুপ্রিম কোর্টের ২৫জন বিচারপতি একসঙ্গে ছুটি কাটাতে যাচ্ছেন বিশাখাপত্তনমে। জানা গিয়েছে, পরিবারকে সঙ্গে নিয়ে অফিশিয়াল আলোচনার জন্যই বিচারপতিরা সফরে যাচ্ছেন। শীর্ষ আদালতের ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন বলেই দাবি সংশ্লিষ্ট মহলের।
জানা গিয়েছে, প্রধান বিচারপতি নিজেই এই ছুটির প্রস্তাব দিয়েছেন। আদালতের কাজকর্ম সংক্রান্ত আলোচনার জন্যই এই ছুটির পরিকল্পনা করা হয়েছে বলে খবর। ১১ ও ১২ জানুয়ারি তাঁরা বিশাখাপত্তনমে থাকবেন। সঙ্গে থাকবেন বিচারপতিদের পরিবারের সদস্যরাও। আরাকু ভ্যালিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁদের। কয়েকজন বিচারপতি ১৩ তারিখও বিশাখাপত্তনমে থাকবেন। বাকিরা ফিরে আসবেন দিল্লিতে। তবে সবটাই ছুটির মেজাজে করা হবে। 
দিল্লির বাইরে ‘চাপমুক্ত’ ভাবে কোর্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চেয়েছিলেন বিচারপতিরা। প্রধান বিচারপতিই সে জন্য অন্য কোথাও যাওয়ার প্রস্তাব দেন। সিনিয়র বিচারপতি বি আর গোভাই ও বিচারপতি সূর্য কান্তের সঙ্গে আলোচনার পর 
অন্যান্য বিচারপতিদের কাছেও প্রস্তাব যায়। ২৪ জন বিচারপতি রাজি হয়েছেন। অন্য বিচারপতিরা ব্যক্তিগত ব্যস্ততার কথা জানিয়েছেন। এই সফরের জন্য লিভ ট্র্যাভেল কনসেশন নিচ্ছেন না বিচারপতিরা। বিচারপতিদের যুক্তি, অফিশিয়াল আলোচনার পাশাপাশি পারিবারিক ছুটিও কাটানো হবে। তাই কোর্ট এই খরচ বহন করবে না। বরং ব্যক্তিগত খরচেই বিশাখাপত্তনমে যাবেন তাঁরা। 
11h 11m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.১০ টাকা৮৬.৮৪ টাকা
পাউন্ড১০৪.৪১ টাকা১০৮.১১ টাকা
ইউরো৮৭.০৫ টাকা৯০.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা