বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

গোধরার পাল্টা ‘সবরমতী’র প্রদর্শন সংসদে,  সিনেমা দেখলেন মোদি, অবসর বিক্রান্তের

নয়াদিল্লি: বিতর্ক উস্কে উঠেছিল দিনকয়েক আগেই। ২০১৮ সালে অভিনেতা বিক্রান্ত ম্যাসির করা একটি টুইট এসে গিয়েছিল ফের শিরোনামে। বিক্রান্ত শেয়ার করেছিলেন একটি কার্টুন। তাতে দেখা যাচ্ছে, সীতামাইয়া শ্রীরামকে বলছেন, ‘আমার সৌভাগ্য যে আমাকে রাবণ অপহরণ করেছিল। আপনার ভক্তরা নয়।’ কোন প্রেক্ষিতে এই টুইট করেছিলেন তিনি? কাঠুয়া এবং উন্নাওয়ের মর্মান্তিক ধর্ষণের ঘটনার পর। তোলপাড় পড়েছিল গোটা দেশে। বিজেপি বিরোধী তকমা গায়ে সেঁটে গিয়েছিল তাঁর। সেই বিক্রান্ত ম্যাসিই যখন ‘সবরমতী এক্সপ্রেস’ ছবিতে অভিনয় করলেন, আম জনতা বিস্মিত হল। গোধরা কাণ্ড নিয়ে যে তথ্যচিত্র বিবিসি এনেছিল, তারই পাল্টা বক্তব্য পেশ হয়েছে এই ছবিতে। বিরোধীরা বলছে ‘প্রোপাগান্ডা’। বিস্ময়ের অবশ্য বাকি ছিল। সোমবার এই সবরমতী এক্সপ্রেসের বিশেষ স্ক্রিনিং ছিল সংসদের বালযোগী প্রেক্ষাগৃহে। বলা বাহুল্য, সবটাই নরেন্দ্র মোদির জন্য। ঠিক সেদিনই অভিনয় জগৎ থেকে ‘অবসর’ ঘোষণা করলেন বিক্রান্ত। মাত্র ৩৭ বছর বয়সে, কেরিয়ারের মধ্যগগনে থাকাকালীন। একের পর এক হিট বাজার মাতানোর সময়। 
কখনও ‘মির্জাপুর’, কখনও ‘হাসিন দিলরুবা’, আবার কখনও ‘টুয়েভথ ফেল’... স্টার কিড না হয়েও বড় স্ক্রিন কাঁপিয়েছেন তিনি। সেই বিক্রান্ত সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘বুঝতে পারছি, এবার পরিবারকে সময় দেওয়া উচিত। ঘরে ফেরার সময় এসেছে। একজন স্বামী, বাবা এবং ছেলে হিসেবে পরিবারের পাশে থাকা প্রয়োজন। অবশ্যই একজন অভিনেতা হিসেবেও থাকব।’ শেষ বাক্যটির কারণ? আগামী বছর আরও দু’টি ছবি মুক্তি পেতে চলেছে তাঁর। কিন্তু একইসঙ্গে বিক্রান্ত লিখেছেন, ‘আগামী ২০২৫-এ আমাদের শেষবারের মতো দেখা হবে। যতদিন না আবার সঠিক সময় আসছে।’ এমন নাটকীয়ভাবে ‘অবসর’ ঘোষণার পর তিনি সংসদে গিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বসে ‘সবরমতী এক্সপ্রেস’ দেখেওছেন। বেরিয়ে এসে বিক্রান্তের বক্তব্য, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে বসে নিজের অভিনয় দেখলাম। কতটা আনন্দিত, বলে বোঝাতে পারব না।’ এতে অবশ্য ধন্দ আরও বেড়েছে। বাজারে জোর জল্পনা ছিল, সবরমতী এক্সপ্রেসে অভিনয় করায় নিশ্চয়ই কোনও চাপ এসেছিল তাঁর উপর। হুমকি যে এসেছে, সেটা স্বীকারও করেছিলেন। এমনকী তাঁর ন’মাসের শিশুসন্তানকে থ্রেট করতেও ছাড়েনি দুষ্কৃতীরা। তার উপর ‘প্রোপাগান্ডা’ মার্কা ছবিতে কাজ করায় গেরুয়া দাগও লেগেছিল গায়ে। কিন্তু সংসদে বসে ছবি দেখার পর প্রধানমন্ত্রী সম্পর্কে এমন উচ্ছ্বাস ধন্দ বাড়িয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন? দিল্লির ভোটে গেরুয়া বাহিনীর মুখ হয়ে? তেমন ইঙ্গিত অবশ্য বিক্রান্ত দেননি। আর রাজনীতিতে আসতে হলে কেরিয়ার থেকে ছুটি নিতে হবে, এমনটাও নয়। রবি কিষণ, কঙ্গনা রানাওয়াতের মতো বহু জনপ্রতিনিধি চুটিয়ে অভিনয় করে চলেছেন। তাহলে ছাপোষা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা প্রতিভাবান অভিনেতার এমন সিদ্ধান্ত কেন? তাও ছোটপর্দা থেকে বিগ স্ক্রিন পর্যন্ত এই স্ট্রাগলের পর! একবার বলেছিলেন, ‘শৌচাগারের বাইরে লাইনে দাঁড়িয়ে তখন। হঠাৎই এক মহিলা এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, অভিনয় করতে চাও? তা হলে অফিসে এসে দেখা কোরো।’ এমন নাম তো দু’টিই আছে। তিনি এবং সুশান্ত সিং রাজপুত। তিনি আছেন। অন্য নামটি অতীত। তারপরও বিজেপি ভবিষ্যৎ? তাও আদ্যোপান্ত ধর্মনিরপেক্ষ বিক্রান্তের? পরিবারে চারজন ভিন্ন ধর্মে বিশ্বাসী। এরপরও মেরুকরণ রাজনীতির গর্ভগৃহে যাবেন তিনি? নাকি সুশান্তের পরিণতি তাঁকে ভাবিয়েছে। কী বলা যায় একে? সবরমতী এফেক্ট?
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা