বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

প্রশাসনের বাধায় সম্ভলে ঢুকতেই পারল না কংগ্রেসের প্রতিনিধি দল

লখনউ: সমাজবাদী পার্টির পর এবার কংগ্রেস। সোমবার উত্তরপ্রদেশ পুলিসের বাধায় সম্ভলে ঢুকতেই পারল না প্রদেশ সভাপতি অজয় রাইয়ের নেতৃত্বাধীন কংগ্রেসের প্রতিনিধি দল। অভিযোগ, রবিবার রাতে লখনউয়ে কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে ব্যারিকেড লাগিয়ে দেয় পুলিস। একাধিক নেতাকে বাড়িতেই আটকে দেওয়া হয়। সোমবার সম্ভলের উদ্দেশে রওনা হতেই তাঁদের আটকে দেয় পুলিস। কংগ্রেস কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিসের ধস্তাধস্তি শুরু হয়। যোগী সরকারের এই পদক্ষেপকে ‘গণতন্ত্র বিরোধী’ আখ্যা দিয়েছে হাত শিবির। ২৪ নভেম্বর শাহি জামা মসজিদের সমীক্ষাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় সম্ভল। জনতার সঙ্গে পুলিসের খণ্ডযুদ্ধ বেধে যায়। মৃত্যু হয় কয়েকজনের।
এরইমধ্যেকেন্দ্রের মোদি সরকারকে উপাসনাস্থলআইনের(১৯৯১) কথাস্মরণ করিয়ে দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।এই আইন অনুসারে,  ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতের সব প্রান্তে যেখানে যে ধর্মস্থান যেমনভাবে আছে, তেমনই থাকবে। তার চরিত্র পাল্টানো যাবে না।বারাণসীর জ্ঞানবাপী মসজিদের সমীক্ষা  মামলার শুনানিতে  সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়রমৌখিক মন্তব্য যেন প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে বলে দাবি করেছেন রমেশ।তিনি বলেছেন, ১৯৯১ সালের এই আইন আক্ষরিক অর্থেই মেনে চলতে হবে।  কিন্তু বিজেপি তা লঙ্ঘন করছে। সংসদে আলোচনারও সুযোগ দেওয়া হচ্ছে না।
আগে সম্ভলে ৩০ নভেম্বর পর্যন্ত সম্ভলে বহিরাগতদের প্রবেশে ও কোনও রকমের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছিল জেলা প্রশাসন। পরে তার মেয়াদ ১০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।  এর ফলে সোমবার কংগ্রেস নেতাদের সেখানে যেতে বাধা দেওয়া হয়। উত্তরপ্রদেশ কংগ্রেস পরিষদীয় দলনেতা আরাধনা মিশ্রর তোপ, ‘সম্ভলের ঘটনা সাধারণ নয়। অনুসন্ধানের জন্য সেখানে যেতে চেয়েছিল কংগ্রেসের প্রতিনিধি দল। রবিবার রাত থেকে আমাকে বাড়িতে আটকে রাখা হয়েছে। এটা স্বৈরাচার ছাড়া কিছু নয়।’ 
অজয় রাই বলেছেন, প্রশাসন তাদের ব্যর্থতা ঢাকতে চাইছে। প্রয়োজনে আমরা গান্ধীজির দেখানো পথ অবলম্বন করে শান্তিপূর্ণ অবস্থানে বসব।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.০৬ টাকা৮৬.৮০ টাকা
পাউন্ড১০৩.৮৯ টাকা১০৭.৫৮ টাকা
ইউরো৮৬.৮৫ টাকা৯০.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
11th     January,   2025
দিন পঞ্জিকা