দেশ

কাজের চাপ সামলাতে ভগবানে বিশ্বাস রাখার ‘উপদেশ’ নির্মলার, সমালোচনার ঝড়

নয়াদিল্লি: কাজের চাপ সামলানোর জন্য মানসিক শক্তি প্রয়োজন। আর তা আধ্যাত্মিকতার মাধ্যমেই অর্জন করা সম্ভব। অতিরিক্ত কাজের চাপে মৃত্যুর অভিযোগ নিয়ে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যা ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। তিনি বলেন, ‘ভগবানে বিশ্বাস রাখুন। আমাদের ভগবানের কৃপা প্রয়োজন। ভগবানের সন্ধান করুন ও ভালো শৃঙ্খলা শিখুন।’ এই মন্তব্যের জন্যই কেন্দ্রীয় মন্ত্রীকে ‘অসংবেদনশীল’ বলে সমাজমাধ্যমে সরব হয়েছেন বহু মানুষ। নির্মলার মন্তব্যের সমালোচনা করেছেন বিরোধী নেতানেত্রীরাও। 
ঘটনার সূত্রপাত ২৬ বছরের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আন্না সিবাস্তিয়ান পিরাইলের মৃত্যু ঘিরে। বহুজাতিক সংস্থায় কর্মরত আন্নার মৃত্যুর পর তাঁর মা অভিযোগ করেছিলেন, অতিরিক্ত কাজের চাপেই তাঁর মেয়ের মৃত্যু হয়েছে। এরপরই কর্পোরেট অফিসের ‘অসহ্যকর কর্মসংস্কৃতি’ নিয়ে তোলপাড় শুরু হয় দেশজুড়ে।
চেন্নাই মেডিক্যাল কলেজের একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন নির্মলা। সেখানেই তিনি আন্নার মৃত্যুর প্রসঙ্গ তোলেন। মন্ত্রী জানান, আমাদের সন্তানরা কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যায়, সেখান থেকে ভালোভাবে উত্তীর্ণ হয়। একজন মহিলা যিনি সিএ নিয়ে পড়াশোনা করেছেন, তিনি চাকরি করতে গিয়ে কাজের চাপ সামলাতে পারছেন না। নির্মলা বলেন, ‘পরিবারের সন্তানদের শেখানো উচিত যে, তুমি যা নিয়েই পড়াশোনা করো বা যে চাকরিই করো, চাপ সামলানোর জন্য মানসিক শক্তি থাকা প্রয়োজন।’ এর পরেই ভগবানে বিশ্বাস রাখার কথা বলেন তিনি। নির্মলার বক্তব্যের বিরোধিতা করে শিবসেনা (উদ্ধব থ্যাকারেপন্থী)-র রাজ্যসভা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী এক্স হ্যান্ডলে লিখেছেন, চার্টার্ড অ্যাকাউটেন্সির মতো কঠিন বিষয়ে ডিগ্রি পাওয়ার জন্য যে মানসিক চাপ আসে, তা সামলানোর জন্য মানসিক শক্তি আন্নার মধ্যে ছিল। কিন্তু বিষাক্ত কর্মসংস্কৃতি, টানা কাজের সময় তাঁর জীবন কেড়ে নিয়েছে। এই বিষয়ে আলোচনা করা প্রয়োজন। এভাবে ‘ভিক্টিম শেমিং’ বন্ধ করুন। সিপিআই সাংসদ পি সন্দোশ কুমার অভিযোগ করেছেন, সারা দেশের শ্রমজীবী মানুষের প্রতিদিনের সংগ্রামকে হেয় ও অবজ্ঞা করছেন কেন্দ্রীয় মন্ত্রী। 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা