উত্তরবঙ্গ

নবাবগঞ্জ হাট এলাকায় শিশুপার্ক সংস্কার ঢিমেতালে

সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরের ১ নম্বর ওয়ার্ডের বালিয়া নবাবগঞ্জ হাট সংলগ্ন এলাকায় শিশুপার্কের সংস্কার চলছে অত্যন্ত ধীরগতিতে। এমনই অভিযোগ স্থানীয়দের। বিনোদন পার্কে শিশুদের খেলনা থেকে শুরু করে একাধিক দোলনা নষ্ট হয়ে গিয়েছে। পার্কের ভিতরে ঝর্ণার অবস্থা ভালো নেই। সেগুলি নতুন করে বসানো হয়নি। এছাড়াও ওই পার্কের নানা অংশে আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নবাবগঞ্জের বাসিন্দা নরেশ সরকার বলেন, পার্কটি দীর্ঘদিন বেহাল। আগে সবাই আসত। এখন কেউ ঢুঁ দেয় না। পার্কে যাওয়ার পরিবেশ আর নেই। সংস্কার কাজেও গতি দেখতে পাচ্ছি না। আমরা স্থানীয় কাউন্সিলারের কাছে আবেদন করছি, দ্রুত যেন পার্কের কাজ শেষ হয়। শহরের ঐতিহ্যবাহী নবাবগঞ্জ হাট সংলগ্ন এলাকায় বিনোদনের জায়গা ছিল না। সেজন্য ২০০৮ সালে ওই পার্কটি তৈরি করা হয়। আগে অনেকেই আসতেন। টিকিটের ব্যবস্থা ছিল। ধীরে ধীরে রক্ষণাবেক্ষণের অভাবে পার্কটি নষ্ট হয়ে যায়। দেড় বছর আগে স্থানীয় পুরসভা পার্কটি সংস্কারের উদ্যোগ নেয়। কিন্তু ওই কাজ ধীরগতিতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পার্কে গিয়ে দেখা যায় দেওয়ালে রং করার কাজ শেষ হয়েছে। তাতে ছোটা ভীম সহ বিভিন্ন চরিত্র অঙ্কন করা হয়েছে। কিন্তু পার্কের নষ্ট হওয়া খেলনাগুলি বদল করা হয়নি। পুরাতন মালদহ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তপন চক্রবর্তী বলেন, আগে পার্ক বেহাল ছিল। পুরসভা আনুমানিক ৬ লক্ষ টাকা ব্যয়ে পার্ক নতুন করে সংস্কার করছে। দ্রুত সেটি ব্যবহার করতে পারবেন বাসিন্দারা।  নিজস্ব চিত্র
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা