উত্তরবঙ্গ

দুর্বল সেতুর জন্য বড় গাড়ি ঢোকে না কেলাবাড়িতে, বাড়ছে ভোগান্তি

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: দুর্বল সেতুর উপর দিয়ে ঝুঁকির পারাপার। সেতুতে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ। যে কোনও মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। গ্রামে পাথর ও বালির গাড়ি ঢুকতে পারছে না। সমস্যায় পড়েছে তিনটি গ্রাম পঞ্চায়েতের মানুষ। সেতু সংস্কারে হুঁশ নেই প্রশাসনের। নতুন সেতুর দাবি তুলেছেন স্থানীয়রা। 
হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের কেলাবাড়ি এলাকায় মালিওর বাঁধের মরা মহানন্দার উপরে সেতুটি রয়েছে। স্থানীয়দের দাবি, সেতুটি ২৫ বছরের পুরনো। ২০১৭ সালের বন্যায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। তারপর থেকে ভারী যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধ রয়েছে। অভিযোগ, তিনবছর আগে জেলা পরিষদ নামমাত্র সেতুটি সংস্কার করেছিল। কোনও ভারী গাড়ি চলতে পারে না এই দুর্বল সেতু দিয়ে। স্থানীয় বাসিন্দা শেখ রেইফুল, শেখ সেইফুল ও মহম্মদ হাফিজউদ্দিনরা বলেন, এই সেতুর উপর দিয়ে তুলসীহাটা,বরুই ও রশিদাবাদ অঞ্চলের কয়েক হাজার মানুষ যাতায়াত করে থাকেন। প্রশাসন সেতুটি সংস্কারে বা নতুন তৈরিতে কোনও পদক্ষেপ করছে না। রশিদাবাদের বাসিন্দা আলফাজ হোসেন বলেন, এই দুর্বল সেতুর জন্য এলাকায় বড় গাড়ি ঢুকছে না। ট্রাক্টরে করে নির্মাণ সামগ্রী নিয়ে আসতে হচ্ছে। এতে যথেষ্ট খরচ পড়ে যাচ্ছে। পঞ্চায়েত প্রধান সুমা খাতুন বলেন, নতুন সেতুর দাবি জেলা পরিষদ ও বিডিওকে জানানো হয়েছে। জেলা পরিষদ থেকে শুধু সংস্কার হয়েছে। যে কোনও মূহূর্তে সেতুটি ভেঙে যেতে পারে।
জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম বলেন, এলাকার মানুষ আমাকে বিষয়টি জানিয়েছে। শীঘ্রই জেলায় বিষয়টি জানাব। বিডিও সৌমেন মণ্ডল বলেন, সেতুর বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
7h 7m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা