উত্তরবঙ্গ

প্রাতর্ভ্রমণে বেরিয়ে রবির বাড়িতে হাজির পার্থপ্রতিম

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সকাল সকাল ‘কাকা’ রবির বাড়িতে ‘ভাইপো’ পার্থ! তাও প্রায় বছর তিনেক পর! বেরিয়েছিলেন প্রাতর্ভ্রমণ সেরে ক্রিকেট প্র্যাকটিস করতে। সেখান থেকে পৌঁছে গেলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি ‘কাকা’ রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে। ঘণ্টাখানেক সেখানে চা-কফি খেয়ে দলীয় নানা বিষয় নিয়ে আলোচনা সেরে বেরিয়ে এলেন প্রাক্তন সাংসদ তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। দীর্ঘদিন নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে চলা এই দুই নেতা কোচবিহারের রাজনীতিতে ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছেন। তাঁদের এই কাছে আসা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে। যদিও দুই নেতাই দাবি করেছেন, দলের স্বার্থেই তাঁরা এগিয়ে এসেছেন।
শনিবার নিজের বাড়ির অফিসে বসে রবীন্দ্রনাথ বলেন, ওর সঙ্গে সব সময়ই দেখা, কথা, আলোচনা হয়। এটা নতুন কিছু নয়। কখনও ভুল বোঝাবুঝি হয়। আবার তা মিটে গেলে সম্পর্ক সহজ হয়। যদি আমাদের কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকে, সেটা মিটিয়ে নিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য, উন্নয়ন পৌঁছে দিতে আমাদের সকলকে একত্রিত হতে হবে। বিধানসভা নির্বাচনে কোচবিহারে নয়ে নয় করতে চাই।
পার্থপ্রতিম রায় বলেন, অনেকদিন পরে রবি কাকার বাড়িতে এলাম। এই ঘরগুলি আমার ভীষণ চেনা। এদিন চা, কফি খেয়েছি। ভালো লাগছে। সকলে মিলে এক সঙ্গে কাজ করাই আমাদের লক্ষ্য। এদিনও বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে আমরা একসঙ্গে আরও অনেক কর্মসূচি করব।  নিজস্ব চিত্র।
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা