উত্তরবঙ্গ

আদিনা ফরেস্টে পিকনিকের ভিড়, জানুয়ারিতে রেস্তরাঁ খুলবে বনদপ্তর

সংবাদদাতা, পুরাতন মালদহ: বড়দিনের আগে থেকেই মালদহের অন্যতম পর্যটনকেন্দ্র আদিনা ফরেস্ট সংলগ্ন এলাকায় পিকনিকের জন্য ভিড় বাড়ছে। দুই দিনাজপুর, নালাগোলা সহ বিভিন্ন এলাকাজুড়ে পর্যটকরা আসতে শুরু করে দিয়েছেন। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এখানে পিকনিকের জন্য ভিড় লেগে থাকে। বিশেষ করে ২৫ ডিসেম্বর ও পয়লা জানুয়ারিতে মাঝেমধ্যে তা রেকর্ড ছাপিয়ে যায়। তখন জায়গা খুঁজে পাওয়া দুষ্কর। 
তপন থেকে ২০ জন ছাত্রকে নিয়ে ফরেস্টে এসেছিলেন শিক্ষক বিপ্লব সরকার। তিনি বললেন, আদিনা আমাদের কাছে খুবই প্রিয় জায়গা। এবার আমরা বড়দিনের আগেই ছাত্রদের নিয়ে এসেছি। 
পাশাপাশি নতুন বছরের জানুয়ারি মাস থেকে আদিনা ফরেস্টের মধ্যে রেস্তরাঁ চালুর পরিকল্পনা নিয়েছে বনদপ্তর। এফপিসি অর্থাৎ ফরেস্ট প্রোটেকশন কমিটিকে দিয়ে ওই রেস্তরাঁ চালানো হবে বলে জানিয়েছেন গাজোলের রেঞ্জ অফিসার লতিফ শেখ। ওই রেস্তরাঁয় কী কী খাবার পাওয়া যাবে? লতিফ বলেন, গ্রামবাসীদের নিয়ে একটি কমিটি হয়। ওই টিম রেস্তরাঁ চালাবে। আমরা ফাস্টফুড দিয়ে শুরু করব। সেখানে এগরোল, চাউমিন সহ বিভিন্ন আইটেম পাওয়া যাবে। এনিয়ে আলোচনা চলছে। একাধিক পরিকল্পনা রয়েছে।
আদিনা ফরেস্টের গেস্ট হাউস সংলগ্ন এলাকার মধ্যে কয়েক বছর আগে রেস্তরাঁর জন্য ঘর করা হয়েছে। সেখানে একাধিক পরিকাঠামো থাকলেও চালু হয়নি। আদিনা ফরেস্টে প্রচুর পর্যটক আসেন। কিন্তু তাঁরা ভিতরে খাবার পান না। সেজন্য ওই রেস্তরাঁর ঘর করা হয়। এবার সেটা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।-আদিনা রেস্তরাঁ। নিজস্ব চিত্র
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৮ টাকা৮৫.৯২ টাকা
পাউন্ড১০৫.০৫ টাকা১০৮.৭৮ টাকা
ইউরো৮৭.০৪ টাকা৯০.৪১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা