উত্তরবঙ্গ

জাতীয় সড়ক দিয়ে অবাধে চলাচল, ময়নাগুড়িতে আটক ২৭টি টোটো

সংবাদদাতা, ময়নাগুড়ি: প্রশাসন সতর্ক করেছে। টোটোয় পণ্য পরিবহণে নিষেধ করেছে। কিন্তু ময়নাগুড়িতে সেই নির্দেশ মানছেন না অধিকাংশ টোটো চালক। পণ্য নিয়েই ছুটছে একাধিক টোটো। জাতীয় সড়কে চলাচল নিষিদ্ধ হলেও সেখানে বড় গাড়ির সঙ্গে তারা ‘পাল্লা’ দিচ্ছে। যাত্রী বোঝাই করে বড় ট্রাক-বাসের সঙ্গে গা ঘেঁষে চলছে টোটো। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকছে। শনিবার এমন অভিযোগ পেয়ে অভিযানে নামে ময়নাগুড়ি থানার ট্রাফিক বিভাগ ও হাইওয়ে ট্রাফিক বিভাগ। পৃথক অভিযানে ২৭টি টোটো আটক করা হয়েছে। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রবিবার থেকে টোটোয় পণ্য পরিবহণ করলে ব্যবস্থা নেওয়া হবে। এদিন আটক করা টোটো চালকদের অবশ্য সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
কিছুদিন আগে ময়নাগুড়ি থানা টোটো চালকদের নিয়ে বৈঠক করে পুলিস। সেই বৈঠকে টোটো চালকদের জানিয়ে দেওয়া হয়, কোনওভাবে যেন টোটোয় পণ্য নেওয়া না হয়। কিন্তু প্রশাসনের এই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে টোটো চালকরা দিব্যি পণ্য নিয়ে ছুটছেন। শুক্রবার ময়নাগুড়ি থানা একটি টোটোতে পরিবহণের জন্য নেওয়া পণ্য বাজেয়াপ্ত করে। 
হাইওয়ে ট্রাফিক বিভাগের ওসি স্বপন বর্মন বলেন, জাতীয় সড়কে টোটো চালানো নিষেধ। বিভিন্ন সময়ে এমন নির্দেশ আমরা দিয়েছি। কিন্তু একাংশ টোটো চালক সেই নির্দেশ মানছেন না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা পণ্যসহ টোটো আটক করেছি। ফের একবার টোটো চালকদের সঙ্গে আমরা  বৈঠক করেছি। রবিবার থেকে আমরা কঠোর ব্যবস্থা নেব।
ময়নাগুড়ি থানার ট্রাফিক ওসি অতুলচন্দ্র দাস বলেন, আমরা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি। টোটোয় পণ্য পরিবহণ করলে তা বাজেয়াপ্ত করা হচ্ছে। টোটো চালকদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা হচ্ছে। আমরা চাইছি দুর্ঘটনা রোধ করতে। কিন্তু যেভাবে পণ্য নিয়ে টোটোগুলি ছুটছে, তাতে দুর্ঘটনার আশঙ্কা থাকছেই।
(আটক হওয়া টোটো। - নিজস্ব চিত্র।)
27m 9s ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা