উত্তরবঙ্গ

রাসমেলায় ব্যবসায়ীদের এখনও পর্যাপ্ত বেচাকেনা হয়নি, মেলার দিন বৃদ্ধির দাবি

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলায় ব্যবসায়ীরা এখনও পর্যাপ্ত ব্যবসা করতে পারেননি। বাইরে থেকে যে সংখ্যক ক্রেতা মেলায় আসেন তাঁরা এখনও মেলামুখো হননি। তারমধ্যে মেলা শুরু হয়েছে ঠিক মাঝ মাসে। ফলে মানুষ যে হাত খুলে একটু কেনাকাটা করবে সেই পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তাই ব্যবসায়ীরা চাইছেন মেলা অন্তত আরও পাঁচ দিন বাড়ানো হোক। তাহলে মাসের শুরুতে মানুষ কিছুটা হাতখুলে কেনাকাটা করতে পারবে। এই আশায় অনেক ব্যবসায়ী মেলার মাঠে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির অফিসে এসে আবেদন জানাচ্ছেন। জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও সেই আবেদনে সাড়া দিয়ে জেলা প্রশাসন, পুলিস ও পুরসভার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনও নির্দেশিকা এসে পৌঁছয়নি। 
মেলা শুরর আগে প্রশাসন ১৫ দিনের কথা বলেছিল। সেই হিসেবে মেলা শেষ হওয়ার দিন ৩০ নভেম্বর। এদিকে অনেকেই মনে করছে, এদিন রবিবার থেকেই মেলা সবে জমে উঠতে শুরু করেছে।  সামগ্রিক এই পরিস্থিতিতে সোমবার কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ব্যবসায়ী সমিতির আবেদন নিয়ে পুলিস ও প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। মেলার দিন কিছুটা বৃদ্ধি পেলে ব্যবসায়ীরা উপকৃত হবেন। রবীন্দ্রনাথ ঘোষ বলেন, প্রশাসন এখনও রাসমেলার দিন বৃদ্ধির বিষয়ে কিছু বলেনি। সোমবার জেলাশাসক ও পুলিস সুপারের সঙ্গে কথা বলব। ব্যবসায়ীরা স্মারকলিপি দিয়েছেন সেটাও জানাব। মেলায় সমস্ত কিছু যখন বিক্রি হয় তখনই সেটাকে সার্বিক বিক্রি বলা যায়। এখনও তা শুরু হয়নি। অসম সহ নানা জায়গা থেকে যখন ক্রেতারা আসেন, তখনই কেনাকাটা চলে। সবই ঠাকুর মদনমোহনের ইচ্ছে।
কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজকুমার ঘোষ বলেন, সাত-আট দিন হলে গেলেও রাসমেলায় ব্যবসায়ীরা এখনও পর্যন্ত সেভাবে ব্যবসা করতে পারেননি। দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা আসেন। কোচবিহারের ব্যবসায়ীরাও এই মেলার দিকে তাকিয়ে দোকানে সামগ্রী তোলেন। মাস পয়লা মেলা পেলে মানুষের হাতে কিছুটা পয়সা থাকে। কেনাকাটা করতে পারে। ব্যবসায়ীদের যাতে আর্থিক ক্ষতি না হয় সেজন্য আমরা চাইছি মেলা কয়েকটা দিন বাড়ানো হোক। এর আগেও মেলা ২০ দিন হয়েছে। সেজন্যই পাঁচ দিন বাড়ানোর কথা বলা হয়েছে।
(কোচবিহারে রাসমেলায় ভিড়।-নিজস্ব চিত্র)
2h 2m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা