উত্তরবঙ্গ

রাতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা, ২ তরুণের মৃত্যু, শোক

সংবাদদাতা, চাঁচল: জলসা শুনে বাইক নিয়ে ফেরার সময় পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু দুই তরুণের। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে মালদহের চাঁচল থানার কৃষ্ণগঞ্জে, বাইপাস সড়কে। চাঁচল থানার পুলিস দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতরা হল সানু আলি (১৭) ও সাজিদ আলি (১৯)। সানু মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের বসন্তপুরের ও সাজিদ প্রতিবেশী ডমাপীরের বাসিন্দা। 
সানুকে নিয়ে শ্রীপুরে জলসা শুনতে এক আত্মীয়ের বাড়ি যান সাজিদ। ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। সানুর কাকা সামিম ইসলাম বলেন, লরির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটতে পারে। প্রাথমিকভাবে এমনটাই অনুমান করছে পুলিসও। 
চলতি মাসে চারটি পৃথক দুর্ঘটনায় ৯ জন জখম ও ৩ জনের মৃত্যু হল ওই এলাকায়। চাঁচল থানায় কর্মরত এক মহিলা সিভিক ভলান্টিয়ারেরও মৃত্যু হয়। বাইপাস সড়কে বারবার দুর্ঘটনায় পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় শাহ আলম বলেন, দুর্ঘটনাস্থলে বাইপাসের সংযোগে দুটি কাচা রাস্তা রয়েছে। সেখানে কোনও স্পিড ব্রেকার নেই। রাস্তাজুড়ে আলোরও ব্যবস্থা নেই। তবে সচেতনতার অভাবকেই দায়ী করছে পুলিস। পুলিসের দাবি, পথ নিরাপত্তা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে পঞ্চায়েতস্তরে বিভিন্ন কায়দায় সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে কর্মসূচি নেওয়া হচ্ছে। ট্রাফিক আইনে অনেকের জরিমানাও করা হচ্ছে। তবুও কিছু মানুষ অসচেতন হয়ে বেপরোয়াভাবে বাইক চালাচ্ছে। মৃত দুই কিশোরের মাথায় হেলমেট ছিল না বলে পুলিস জানিয়েছে। 
বাইপাস সড়কের অনেকটা অংশ মালতীপুর বিধানসভায় পড়ে। এলাকার বিধায়ক আব্দুর রহিম বক্সি বলেন, বারে বারে তরতাজা প্রাণ চলে যাচ্ছে এই সড়কে। দুর্ঘটনা এড়াতে পথবাতি লাগানোর চেষ্টা করা হবে। চাঁচল থানার এক আধিকারিক বলেন,কোনও গাড়ির সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটতে পারে। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। 
3h 3m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা