উত্তরবঙ্গ

চা, বালি খাদানের শ্রমিকদের অ্যাকাউন্ট ভাড়া 

সুব্রত ধর ও রবীন রায়, শিলিগুড়ি ও আলিপুরদুয়ার: চা বাগান থেকে বালি খাদানের শ্রমিক। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিতে এদের টার্গেট করে ট্যাব কাণ্ডের মাস্টারমাইন্ডরা। ছ’দিনে ট্যাব কাণ্ডে শিলিগুড়ি থেকে বালি খাদানের শ্রমিক সহ সাতজন গ্রেপ্তারের পর এমন অনুমান পুলিসের। ইতিমধ্যেই পুলিস কয়েকজন খাদান শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করেছে। এদিকে, ট্যাব কাণ্ডের শিকড় ছড়িয়েছে অসম সংলগ্ন আলিপুরদুয়ারে জেলাতেও। রবিবার বিধাননগর কমিশনারেটের পুলিস সেখান থেকে এক ওষুধ ব্যবসায়ী তথা ঠিকাদারকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম প্রবীর দাস। বীরপাড়া চৌপথিতে ধৃতের বাড়ি। অভিযোগ, ট্যাব কাণ্ডে ধৃতের অ্যাকাউন্ট ব্যবহার করে লেনদেন করা হয়েছে। সমগ্র ঘটনা নিয়ে উত্তরবঙ্গে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 
শনিবার রাতে মাটিগাড়া থানার পুলিসের সঙ্গে লেনিন কলোনিতে যৌথ অভিযান চালায় পূর্ব মেদিনীপুরের কেশিয়ারি থানার পুলিস। তারা সেখান থেকে নজরুল ইসলাম ও রূকসানা খাতুন নামে দু’জনকে গ্রেপ্তার করে। ধৃতরা নদী থেকে বালি ও পাথর তোলার কাজের সঙ্গে যুক্ত। ওই রাতেই এনজেপি থানার সহায়তায় নৌকাঘাট থেকে মহম্মদ মেহেবুবকে গ্রেপ্তার করে বিধাননগর কমিশনারেটের পুলিস। ধৃত বেসরকারি সংস্থার অ্যাকাউন্ট্যান্ট। 
ঘটনাগুলি খতিয়ে দেখে পুলিস ও গোয়েন্দারা চাঞ্চল্যকর কিছু তথ্য হাতে পেয়েছে। গোয়েন্দা সূত্রের খবর, দীর্ঘদিন ধরে শিলিগুড়িতে বন্ধ বালি খাদান। প্রশাসনের কড়াকড়ির জেরে শ্রমিকরা নিজেরাও সেখানে নদী থেকে বালি ও পাথর তুলতে পারছেন না। এই অবস্থায় সহজে টাকা কামানোর টোপ দিয়ে সংশ্লিষ্ট শ্রমিকদের মগজ ধোলাই করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নেয় ট্যাব কাণ্ডের মাস্টারমাইন্ডরা। লেনিন কলোনি থেকে ধৃতদের অ্যাকাউন্টে গত ৪ অক্টোবর ট্যাবের টাকা ঢুকেছে। ৫ অক্টোবর ধৃতরা সেই টাকা তুলে নেয়। এরবাইরে সেখানকার আরও তিন শ্রমিকের অ্যাকাউন্টে টাকা ঢোকে। তারা অবশ্য সেই টাকা তোলেননি। 
পূর্ব মেদিনীপুর পুলিসের এক অফিসার জানান, ট্যাবের টাকা তোলার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা তদন্তের মধ্যে রয়েছে। নোটিস পাঠিয়ে তাদের তলব করা হয়েছে। ফ্রিজ করা হয়েছে প্রতিটি অ্যাকাউন্ট। সম্ভবত অ্যাকাউন্টগুলি ট্যাব কাণ্ডের মাস্টারমাইন্ডরা ভাড়া নিয়েছিল। 
এনিয়ে গত ১৮ তারিখ থেকে ছ’দিনের মধ্যে ট্যাব কাণ্ডে এখান থেকে গ্রেপ্তার হয়েছে সাতজন। সংশ্লিষ্ট ঘটনাগুলি খতিয়ে দেখার পর গোয়েন্দাদের সন্দেহ, বন্ধ চা বাগানের শ্রমিকদের অ্যাকাউন্টও একইভাবে হাতানো হয়েছে বলে মনে হচ্ছে। কিংবা টোপ দিয়ে শ্রমিকদের আধর কার্ড, আঙুলের ছাপ সহ বিভিন্ন নথি নিয়ে সাইবার অপরাধীরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছে। পুলিস অফিসারার জানান, এর আগে এখান থেকে প্রাথমিক স্কুলের শিক্ষক দিবাকর দাস ওরফে বিট্টু এবং সিএসপি কর্মী রবীন্দ্রপ্রসাদ সিংকে গ্রেপ্তার করা হয়। প্রথমজন চোপড়া এবং দ্বিতীয়জন বিহারের কিষানগঞ্জের বাসিন্দা। এরা দু’টি গ্যাংয়ের মাস্টারমাইন্ড। এরাই চা শ্রমিক ও বালি খাদানের শ্রমিকদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে ট্যাবের টাকা গায়েব করেছে বলে সন্দেহ। 
অন্যদিকে, ট্যাব কাণ্ডে ওষুধ ব্যবসায়ী তথা ঠিকাদার গ্রেপ্তার হওয়ায় আলিপুরদুয়ারে চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত যুবকের পরিবারকে পুলিস জানিয়েছে, চলতি বছরের আগস্ট মাসে প্রবীরের অ্যাকাউন্ট ব্যবহার করে ট্যাবের টাকা লেনদেন হয়েছে। আলিপুরদুয়ার-১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পীযূষকান্তি রায় বলেন, প্রবীরকে 
ছোটবেলা থেকেই ভালো ছেলে হিসেবে চিনতাম। সে ট্যাব কাণ্ডে যুক্ত থাকবে, ভাবতে পারছি না।
27m 10s ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা