উত্তরবঙ্গ

মাদারিহাটে জোড়াফুল ফোটাতে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস

সংবাদদাতা, আলিপুরদুয়ার: মাদারিহাটে জোড়াফুল এখনও ফোটেনি। ২০১১ সালে রাজ্যে পালা বদল হলেও মাদারিহাটে জিতেছিল আরএসপি। তারপর ২০১৬ সাল থেকে মাদারিহাটে পদ্মফুলের চাষ হয়ে আসছে। এবার মাদারিহাট বিধানসভার উপ নির্বাচন জোড়াফুল ফোটার সেই সুযোগ এনে দিয়েছে। এমনটাই দাবি আত্মবিশ্বাসী তৃণমূলের ভোট ম্যানেজারদের। আগামী বিধানসভা ভোটের আগে মাদারিহাটে পদ্মের বাগানকে তছনছ করে ঘাসফুলের চাষ হবে কি? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে মাদারিহাটের চা বলয়ে।
উপ নির্বাচনে সাত জন প্রার্থী থাকলেও মুলত লড়াই হবে পদ্মফুলের সঙ্গে ঘাসফুলের। কংগ্রেস ও বামেরা আলাদা করে প্রার্থী দিলেও ভোট এই দুই দল কোনও ছাপ ফেলতে পারবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূল ও বিজেপি যুযুধান দুই প্রতিপক্ষই প্রার্থী করেছে ভূমিপুত্রকে। বিজেপি প্রার্থী করেছে দলের মাদারিহাট-১ মণ্ডল সভাপতি রাহুল লোহারকে। তৃণমূলও প্রার্থী করেছে ভূমিপুত্র জয়প্রকাশ টোপ্পোকে। ডিমডিমা চা বাগানের ছেলে জয়প্রকাশ ২০২১ সাল থেকে দলের ব্লক সভাপতি। 
কিন্তু ২০১১ সালে রাজ্যে পালাবদলের ১৩ বছর পর এই প্রথম মাদারিহাটে দলের জয়ে কোন অঙ্ক আত্মবিশ্বাসী করে তুলেছে তৃণমূল নেতৃত্বকে? প্রথমত, ২১ সালের বিধানসভা ভোটে মাদারিহাটে দলের প্রার্থী ছিলেন বহিরাগত। সেবার বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বহিরাগত কার্ড খেলে বাজিমাত করেছিল। দল উপ নির্বাচনে সেই ভুল করেনি। জয়প্রকাশকে প্রার্থী করে বিজেপির সেই বহিরাগত কার্ড ভোঁতা করে দিয়েছে তৃণমূল।
দ্বিতীয়ত, চব্বিশের ভোটেও মাদারিহাটে বিজেপি ১১ হাজার ভোটের লিড পেয়েছিল। চা বাগানে বিজেপির ভোটব্যাঙ্কে ধস নেমে যাওয়াতেই গেরুয়া শিবিরের লিড ১১ হাজারে নামিয়ে আনা সম্ভব হয়েছে।
এখানেই শেষ নয়। উপ নির্বাচনে ফ্যাক্টর হয়ে উঠতে পারেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা প্রচারে না নামায়। উপরন্তু তৃণমূলের নেতারা বারলার বাড়িতে গিয়ে দেখা করায় উপ নির্বাচনে নতুন সমীকরণ নিয়ে জল্পনা আরও উস্কে দিয়েছে। অন্যদিকে, বিমল গুরুং একদিনও প্রচারে না আসায় গোর্খা ভোটব্যাঙ্ক নিয়ে দুশ্চিন্তায় পড়েছে বিজেপি। সর্বোপরি জল্পনা ছড়িয়েছে গোর্খা ভোটব্যাঙ্কে থাবা বসাবেন নির্দল প্রার্থী বুদ্ধিমান লামা। এই নির্দল কাঁটাও চাপে রেখেছে পদ্মফুল শিবিরকে।
তৃণমূলের আলিপুরদুয়ার জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, উপ নির্বাচনে বিজেপি বিরোধী সমস্ত সমীকরণই আমাদের পক্ষে। ফলে জয় নিয়ে আমাদের কোনও সংশয় নেই। বিজেপি জেলা সভাপতি সাংসদ মনোজ টিগ্গা অবশ্য বলেন, মাদারিহাট আমাদের দলের ট্রাডিশনাল আসন। ফলে তৃণমূলের কোনও সমীকরণই খাটবে না। জিতব আমরাই।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৬.৬৭ টাকা১১০.৪৩ টাকা
ইউরো৮৮.২৪ টাকা৯১.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা