উত্তরবঙ্গ

রাস্তায় স্ত্রীর গলায় ফাঁস দিয়ে খুনের চেষ্টা, ছিনতাই মোবাইল

সংবাদদাতা, রায়গঞ্জ: রাস্তায় স্ত্রীকে তাঁরই ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়গঞ্জের দেবীনগর পীরস্থান মোড় এলাকায়। ঘটনায় আতঙ্কিত হয়ে আক্রান্ত সোমা বিশ্বাস রায়গঞ্জ থানায় স্বামী জয়দেব সরকারের নামে অভিযোগ দায়ের করেছেন।
রায়গঞ্জের শ্যামপুর মোড় এলাকার বাসিন্দা সোমার অভিযোগ, মঙ্গলবার রাতে তিনি একটি নার্সিংহোম থেকে কাজ সেরে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁর স্বামী পীরস্থান মোড় এলাকায় রাস্তা আটকায়। সোমা পালানোর চেষ্টা করলে ধাক্কা দিয়ে তাঁকে সাইকেল থেকে ফেলে দেয় অভিযুক্ত। গলা থেকে ওড়না খুলে সোমাকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করা হয়। সাহায্যের জন্য সোমা চিত্কার শুরু করলে এক ব্যক্তি ছুটে এসে সোমাকে উদ্ধার করেন। তখনই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সোমার দাবি, তাঁর ব্যাগে মোবাইল ফোন, ৬ হাজার টাকা সহ অন্য সামগ্রী ছিল। সেগুলো নিয়ে পালিয়ে গিয়েছে অভিযুক্ত।
পরিবার সূত্রে খবর, ১০ বছর আগে সোমার সঙ্গে বিয়ে হয়েছিল রায়গঞ্জের দ্বীপনগর এলাকার বাসিন্দা জয়দেবের। বিয়ের পর থেকেই সোমার উপর মানসিক ও শারীরিক অত্যাচার শুরু করে অভিযুক্ত। মঙ্গলবার রাতে হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে সোমার পরিবার।
কিন্তু স্বামী হয়েও কেন খুনের চেষ্টা করল অভিযুক্ত? সোমা বলেন, স্বামীর অত্যাচার চরমে পৌঁছলে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলাম।  বিবাহবিচ্ছেদ না হলেও এক বছর আলাদা থাকতে শুরু করি। অভিযুক্ত একাধিকবার আমার উপর হামলা করার চেষ্টা করেছিল। বাধ্য হয়ে মহিলা থানা, এসপি অফিসের দারস্থ হলেও সাহায্য মেলেনি।
এদিন রায়গঞ্জ থানায় অভিযোগ জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন সোমা। ফের অভিযুক্ত হামলা চালাতে পারে আশঙ্কা করে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
শ্যামপুর মোড় এলাকায় স্থানীয় পঞ্চায়েত সদস্য কল্পনা বর্মন বলেন, ওই তরুণীর উপর প্রায় অত্যাচার করত অভিযুক্ত। আমরা দু’পক্ষকে নিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করলেও সমাধান হয়নি। থানায় অভিযোগ করে সঠিক তদন্তের দাবি জানিয়েছি।
রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, জয়দেব সরকারের নামে অভিযোগ দায়ের হয়েছে। পুলিস তদন্ত শুরু করেছে।
29d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা