উত্তরবঙ্গ

খুঁটিপুজোর মাধ্যমে মণ্ডপসজ্জা শুরু নারী শক্তি সর্বজনীনের

সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: শনিবার খুঁটিপুজোর মধ্য দিয়ে মণ্ডপসজ্জার কাজ শুরু হল ময়নাগুড়ি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের নারী শক্তি সর্বজনীন দুর্গোৎসব কমিটির। এবছর এই কমিটির পুজোর দ্বিতীয় বর্ষ। শনিবার গণেশ পুজোর দিন মহা সমারোহে খুঁটিপুজো অনুষ্ঠিত হয়। খুঁটিপুজোয় কমিটির প্রত্যেক মহিলা সদস্য সহ ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ঝুলন সান্যাল উপস্থিত ছিলেন। এবছর পুজোর থিম মঙ্গল চিহ্ন। এই থিমের মধ্যদিয়ে মানবজাতির মঙ্গল কামনায় পুজো করা হবে। পুজো কমিটি জানিয়েছে, এবার মণ্ডপ সজ্জা করছেন ময়নাগুড়ির শিল্পী নীরবেন্দু রায়। মণ্ডপের ভিতর আলোকসজ্জার দায়িত্বও তাঁর উপর রয়েছে। থিমের সঙ্গে সমঞ্জস্য রেখে মণ্ডপের ভিতর লাইট ও সাউন্ড থাকবে। এই পুজোর প্রতিমা ময়নাগুড়ির শিল্পীই তৈরি করছেন। ময়নাগুড়ির পুরাতন গ্রামীণ ব্যাঙ্কের সামনে এই পুজো হচ্ছে। এই পুজো কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন মিলন রায় ও রত্না কর্মকার। সম্পাদক শুক্লা চক্রবর্তী ও সীমা নন্দী। হিসাবরক্ষকের দায়িত্বে রয়েছেন চন্দনা চৌধুরী ও রেনুকা রায়। পুজো কমিটির সদস্যরা বলেন, পুরাতন গ্রামীণ ব্যাঙ্কের সামনে অর্থাৎ ৪ নম্বর ওয়ার্ডে আগে দুর্গাপুজো হতো না। সে কারণেই এলাকার মহিলারা একত্রিত হয়ে পুজো করার পরিকল্পনা করি। গত বছর সকলে একত্রিত হয়ে পুজো শুরু করি। পুজোর দিনগুলি আমরা মণ্ডপে থেকে আনন্দ করি। খিচুড়ি, প্রাসাদ বিতরণ করা হয়।
স্থানীয় কাউন্সিলার ঝুলন সান্যাল বলেন, আমার ওয়ার্ডের মা-বোনেরা একত্রিত হয়ে গত বছর থেকে এই পুজো শুরু করেছেন। এবছর ডাকের সাজের প্রতিমা তৈরি হচ্ছে। তাদের পুজো ভালোভাবে কাটুক সেটাই চাই। পুজো কমিটির সভাপতি মিলন দে বলেন, নামাবলী, শাখা, পলা, ঝুড়ি, বাঁশ, কাঠ সহ নানা সামগ্রী দিয়ে আমাদের মণ্ডপ তৈরি করা হচ্ছে। আমাদের মণ্ডপ আশা করছি দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। আমরা দর্শনার্থীদের আমাদের পুজো মণ্ডপে আসার আমন্ত্রণ জানাই।  নারী শক্তি সর্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটিপুজো।-নিজস্ব চিত্র।
27d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা