রাজ্য

দক্ষিণ ২৪ পরগনায় সমীক্ষায় মিলল তথ্য, কেন্দ্রের  ভরসায় না থেকে বাড়ি তৈরি করায় আবাস প্রকল্পে কাটা গেল নাম

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দু’বছর আগে যখন সমীক্ষা হয়েছিল, তখন তাঁদের পাকা বাড়ি ছিল না। কেন্দ্রের উদাসীনতার কারণে আবাস যোজনার টাকা থেকে বঞ্চিত ছিলেন লক্ষ লক্ষ উপভোক্তা। তাই রাজ্য সরকারই বাড়ি তৈরির টাকা দেবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। সোমবার থেকে সেই তথ্য যাচাই প্রক্রিয়া শুরু হতেই দেখা যাচ্ছে, একের পর এক নাম বাতিলের খাতায় চলে যাচ্ছে। কারণ এইসব ব্যক্তিরা এক সময়ে আবাস প্রকল্পে উপভোক্তার তালিকায় থাকলেও কেন্দ্রের টাকার আশায় বসে না থেকে নিজেরাই বাড়ি তৈরি করে নিয়েছেন। সরকারি নিয়মে বলা আছে, নিজের পাকা বাড়ি থাকলে তিনি আর আবাস প্রকল্পের টাকা পাবেন না। নিয়মের এই ঘেরাটোপে পড়ায় দক্ষিণ ২৪ পরগনায় এই দু’দিনে প্রায় দেড় হাজারের মতো উপভোক্তার নাম তালিকা থেকে বাদ দিয়েছেন আধিকারিকরা।
বহু পরিবার সমীক্ষক দলকে জানিয়েছে, একটা সময় তাঁদের মাথা গোঁজার মতো জায়গা ছিল না। খুব বেশি দিন সেভাবে থাকতে না পেরে তাঁরা ধার দেনা করে কোনওমতে ছাদ ঢালাই করে ঘর বানিয়েছেন। উপায় না থাকায় সেই সব উপভোক্তার নাম বাদ দিতে হয়েছে সমীক্ষক দলকে। এছাড়াও অন্য কারণে কিছু নাম বাদ দিতে হয়েছে বলে জেলা সূত্রে জানা গিয়েছে। গ্রামবাসীদের অনেকেই সমীক্ষক দলের কাছে জানতে চেয়েছেন, কবে টাকা মিলবে? এই প্রশ্নের উত্তর অবশ্য তাঁরা দিতে পারেননি। সোমবার প্রথম দিন অ্যাপ বিভ্রাট হলেও দ্বিতীয় দিনে অর্থাৎ মঙ্গলবার অনেকটাই মসৃণভাবে কাজ হয়েছে বলে পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে।
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোন শাখার পেশাদারি উচ্চশিক্ষায় শুভ দিন। বিশেষ কোনও কারণে ভ্রমণ পরিকল্পনায় বাধা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.২৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা