রাজ্য

হরিয়ানা ও কাশ্মীরের ফল আজ, শঙ্কায় মোদি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ অগ্নিপরীক্ষা নরেন্দ্র মোদির, রাহুল গান্ধীর। অগ্নিপরীক্ষা এক্সিট পোলেরও। মাত্র তিন মাস আগে চারশো পারের মহাপ্রচার ধুলিসাৎ হয়েছে। জোটের ভরসায় মোদি চালাচ্ছেন তৃতীয় সরকার। তাঁর রথের দুই প্রধান চাকা চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমার। লোকসভা ভোটের ফলাফল যে নিছক ব্যতিক্রম, এই বার্তা দিতে পারে হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরের সদ্য‌ সমাপ্ত বিধানসভা ভোটের ফলাফল। আজ মঙ্গলবার সেই ফলপ্রকাশ। কিন্তু এক্সিট পোল অনুযায়ী বিজেপির বিপর্যয় ঘটছে বিধানসভা ভোটেও। যদি আজ সত্যিই সেই পূর্বাভাস মিলে যায়, তাহলে মোদির রাজনৈতিক কেরিয়ারের সবথেকে অন্ধকার সময় এগিয়ে আসবে। কারণ, এই ফলাফল প্রভাব ফেলবে আগামী মাসের মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের ভোটে। সেখানেও যদি নিরাশার পুনরাবৃত্তি হয়, তাহলে তৃতীয় এনডিএ সরকার শুরুর বছরেই মোদিযুগ শেষের বাজনা বেজে উঠবে।
হরিয়ানা এবং জম্মু-কাশ্মীর, দুই রাজ্যেই মোট আসন ৯০। সংখ্যাগরিষ্ঠতার জন্য পেতে হবে ৪৬টি। এক্সিট পোলের আভাস অনুযায়ী, জম্মু-কাশ্মীরে সম্ভাবনা ত্রিশঙ্কুর। হরিয়ানায় এগিয়ে কংগ্রেস। দুই রাজ্যে কংগ্রেস জোট জয়ী হওয়ার অর্থ, রাহুল গান্ধীর নেতৃত্ব আরও শক্তিশালী হবে। আর দেশে যে হাত শিবিরের পক্ষে জোরদার হাওয়া এসেছে, তাও প্রমাণ করবে। এক্সিট পোল তিন মাস আগে চারশো পার হওয়ার পূর্বাভাসে ব্যর্থ হয়েছে। এবার সফল হতে হবে। আজ দুই রাজ্যে বিজেপি পরাজিত হলে আবার কিছুটা জমি ফিরে পাবে এক্সিট পোল। 
আর যদি এক্সিট পোলকে ভুল প্রমাণ করে আশাতীত জয় পায় বিজেপি? তাহলে মোদি আবার জমি ফিরে পাবেন। মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, দিল্লি, বিহারে নতুন মনোবল নিয়ে ঝাঁপাতে সক্ষম হবে বিজেপি। সেটা না হলে প্রমাণ হবে, ভারতের বিজেপির ব্যাকফুটে যাওয়ার সূত্রপাত হয়ে গিয়েছে ২০২৪ সালেই। সেক্ষেত্রে ওয়ান নেশন ওয়ান ‌ই঩লেকশন, অভিন্ন দেওয়ানি বিধি সব থমকে যাবে। ধাক্কা খাবে ধর্মের রাজনীতি! 
2Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা