কলকাতা

বনগাঁয় উদ্ধার কোটি টাকার সোনার বিস্কুট, ধৃত পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে সোনা ঢুকেছে ভারতে। বনগাঁতেই রয়েছে পাচারকারী। গোয়েন্দা মারফত এই খবর ছিল বিএসএফের কাছে। বুধবার সাতসকালে হানা দিয়ে সাফল্য পেল হরিদাসপুর সীমান্ত চৌকির বিএসএফ। সীমান্ত থেকে শিয়ালদহে পৌঁছনোর আগেই বনগাঁ স্টেশন চত্বর থেকে প্রায় কোটি টাকার সোনার বিস্কুট সহ পাচারকারীকে পাকড়াও করা হয়েছে। তার কাছ থেকে ১০টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হয়েছে। বিএসএফ জানিয়েছে, বাজেয়াপ্ত সোনার ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার বর্তমান বাজারদর প্রায় ৮৩ লক্ষ ৩৪ লক্ষ টাকা।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত পাচারকারীর বাড়ি বনগাঁর ভবানীপুর এলাকায়। জেরায় সে স্বীকার করেছে, বনগাঁর চাকদহ রোডে প্রাণী হাসপাতালের কাছে বসবাসকারী এক বাসিন্দার হয়ে সে চোরাচালানের কাজ করে। গত ৯ সেপ্টেম্বর বনগাঁর বাটার মোড়ে তাকে ওই সোনার বিস্কুটগুলি দেওয়া হয়েছিল। সেগুলি কলকাতায় একজনের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। এই কাজের বিনিময়ে তার এক হাজার টাকা পাওয়ার কথা ছিল। এদিন সকালে ওই সোনার বিস্কুট নিয়ে সে বনগাঁ স্টেশনে আসে। ট্রেনে করে তার শিয়ালদহে আসার কথা ছিল। কিন্তু, গোয়েন্দা মারফত বিএসএফ খবর পেয়ে যায়, পাচার হওয়া সোনা কলকাতায় যাচ্ছে। তারপরই জওয়ানরা সোজা স্টেশনে চলে আসেন। হাতেনাতে ওই পাচারকারীকে পাকড়াও করা হয়। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ধৃত এবং বাজেয়াপ্ত হওয়া সোনার বিস্কুট পেট্রাপোলে শুল্কদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক তথা ডিআইজি এ কে আর্য বলেন, সীমান্তের জওয়ানরা পাচাররোধে সব সময় সতর্ক রয়েছেন। চোরাকারবারিদের সমস্ত পরিকল্পনাকে তাঁরা ব্যর্থ করে দিচ্ছেন। এই ঘটনা তারই প্রমাণ।
8d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা