বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

নিয়মরক্ষার ম্যাচে নজরে সঞ্জু ও সূর্য
 

মুম্বই: সিরিজ পকেটে চলে এসেছে শুক্রবারই। আরব সাগরের পাড়ে রবিবারের ম্যাচ নিছকই ‘নিয়মরক্ষা’র। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের পঞ্চম তথা শেষ লড়াই নানা কারণে ভারতের কাছে তাৎপর্যপূর্ণ। টিম ইন্ডিয়া যতই ৩-১ এগিয়ে থাক, তাতে বিন্দুমাত্র অবদান নেই সঞ্জু স্যামসন ও অধিনায়ক সূর্যকুমার যাদবের। দু’জনেই চূড়ান্ত ব্যর্থ। চার ইনিংসে সঞ্জু ও সূর্যের সংগ্রহ যথাক্রমে ৩৫ ও ২৬। ইংল্যান্ড পেসারদের শর্টপিচ থিওরির সামনে রীতিমতো অসহায় দেখাচ্ছে স্যামসনকে। আর দায়িত্বজ্ঞানহীন শটের প্রদর্শনীতে বারবার উইকেট ছুড়ে দিয়েছেন ‘স্কাই’। ওয়াখেড়েতে ফর্মে ফেরার সুযোগ পাচ্ছেন দু’জনেই। কিন্তু ফের ব্যর্থ হলে অপ্রিয় প্রশ্নগুলো জোরালো হবে।
পুনেতে ভারতের ১৫ রানের জয় জন্ম দিয়েছে বিতর্কের। শিবম দুবের যদি মাথায় বল না লাগত এবং ‘কনকাসন সাব’ হিসেবে হর্ষিত রানা মাঠে না নামতেন, তাহলেও কি জিতত হোমটিম? কেউ কেউ বলছেন, শিবমের যথাযথ বিকল্প বাছতে হলে রামনদীপ সিং ছিলেন। কারণ হর্ষিত হলেন এক্সপ্রেস গতির পেসার। আর শিবম সেখানে বড়জোর মিডিয়াম পেস বোলার। তবে সেই তর্ক বাদ দিয়েও টিম ম্যানেজমেন্টের সামনে উঠে আসছে অন্য চ্যালেঞ্জ। এই পারফরম্যান্সের পরও কি হর্ষিত প্রথম এগারোর বাইরে থাকবেন? তাঁকে খেলাতে হলে বাদ দিতে হয় অর্শদীপ সিংকে। কারণ, এই সিরিজে আট ব্যাটারে দল সাজাচ্ছে ভারত। মাত্র একজন বিশেষজ্ঞ পেসারই থাকছেন কম্বিনেশনে!
চলতি সিরিজে তিনজন ভারতীয় একশোর গণ্ডি পেরিয়েছেন। তাঁরা হলেন অভিষেক শর্মা (১৪৪), তিলক ভার্মা (১০৯) ও হার্দিক পান্ডিয়া (১০৩)। পুনেতে প্রতিকূল পরিস্থিতিতে রিঙ্কু সিংকেও নির্ভরযোগ্য দেখিয়েছে। তবে খাদের মুখে দাঁড়িয়ে হার্দিক ও শিবমের জুটি যেভাবে লড়াকু স্কোরে পৌঁছে দিয়েছিল, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। বল হাতে আবার দুই স্পিনার বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোই বিধ্বংসী মেজাজে রয়েছেন। ইংল্যান্ড ব্যাটসম্যানদের কঠিন প্রশ্নের সামনে ফেলছেন তাঁরা। 
সিরিজ হারলেও গত ম্যাচে হ্যারি ব্রুকের হাফ-সেঞ্চুরি স্বস্তি দিয়েছে ইংল্যান্ড শিবিরকে। ওপেনিংয়ে বেন ডাকেট ও ফিল সল্টের ৬২ রানও চাপে ফেলে দিয়েছিল ভারতকে। তবে তাঁরা কেউ বড় রান পাননি। ইংল্যান্ডের বোলারদের মধ্যে লেগস্পিনার আদিল রশিদ নজর কেড়েছেন এই সিরিজে। সাকিব মাহমুদ, জোফ্রা আর্চাররাও অস্বস্তিতে রেখেছেন ভারতীয়দের। সঞ্জু, সূর্যদের সামনে তাই ফের কঠিন পরীক্ষা।

ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচার।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৬০ টাকা১০৯.৩৩ টাকা
ইউরো৮৮.১০ টাকা৯১.৪৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা