খেলা

জিমন্যাস্টিকসকে আলবিদা দীপার

নয়াদিল্লি: ওলিম্পিকসে পদক জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল দীপা কর্মকারের। বিম ও বারের দুনিয়াকে আলবিদা জানালেন আগরতলার তারকা জিমন্যাস্ট। সোমবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে জিমন্যাস্টিকস থেকে অবসরের কথা ঘোষণা করেন তিনি। পোস্টে লেখেন, ‘এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল। তবে অনেক ভেবেই তা ঠিক করেছি। কেরিয়ারে আমাকে পথ দেখানো সমস্ত কোচকে ধন্যবাদ।’
ভারতের প্রথম মহিলা জিমন্যাস্ট হিসেবে ওলিম্পিকসে প্রতিনিধিত্ব করেছিলেন দীপা। ২০১৬ রিও গেমসে আশা জাগিয়েও স্বপ্নপূরণ হয়নি। প্রদুনোভা ভল্টে মন জিতলেও অল্পের জন্য ফস্কে যায় পদক। চতুর্থ স্থানে শেষ করেন তিনি। তবে তাঁর এই পারফরম্যান্সে অনুপ্রাণিত হয়ে পরবর্তীকালে বহু জিমন্যাস্ট উঠে এসেছেন। যদিও দীপার কাছাকাছি এখনও পৌঁছতে পারেননি কেউই। ভারতীয় জিমন্যাস্টিকসের পথিকৃতের স্বীকৃতিস্বরূপ অর্জুন, খেলরত্ন ও পদ্মশ্রীর মতো তিনটি জাতীয় সম্মানে ভূষিত হন তিনি।
উল্লেখ্য, চলতি বছর তাসখন্দ এশিয়ান চ্যাম্পিয়নশিপে শেষ পদকটি জেতেন দীপা। আর বিশ্ব পর্যায়ে তাঁর সাফল্যের পথচলা শুরু হয়েছিল দশ বছর আগে। ২০১৪ কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন বাঙালি কন্যা। উল্লেখ্য, মাত্র ছয় বছর বয়সে বিশেশ্বর নন্দীর তত্ত্বাবধানে জিমন্যাস্টিকসে হাতেখড়ি দীপার। এরপর ২০০৭ সাল থেকে ধরলে জুনিয়র ও সিনিয়র লেভেল মিলিয়ে অসংখ্য পদক জেতেন তিনি। তবে কেরিয়ারের শেষ পর্ব মোটেই মধুর হয়নি। রিও গেমসের পর চোট আঘাত ও বিতর্ক তাঁকে ঘিরে ধরে। ডোপিং আইন লঙ্ঘন করার অভিযোগে ২০২১ সালের অক্টোবরে তাঁকে ২১ মাস নির্বাসিত করে নাডা। এরপর খেলায় ফিরলেও প্যারিস ওলিম্পিকসের যোগ্যতা অর্জন করতে পারেননি।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা