সিনেমা

বাস্তব জীবনের আয়না

মনের কোনও আকার আছে? মনকে কি কোন সীমায় বাঁধা যায়? মন উড়তে পারে? মন পড়তে পারে? পারে, মন সব পারে। মনের গভীরতার তল না খুঁজে পাওয়াই কি কল্পনা?  কল্পনার জমিতে জাল বোনে মন, ভাসিয়ে নিয়ে যায় অলীক স্বপ্নে। মনুষ্য শরীরের অলি গলি বেয়ে ঘুরে বেড়ায় মনের উত্তেজনা। সেই উত্তেজনার অভিব্যক্তি প্রকাশ পায় চেহারায়, চরিত্রে। সম্প্রতি মনস্তত্ত্বকে  কেন্দ্র করে আকাদেমিতে মঞ্চস্থ  সমকালীন সংস্কৃতির নতুন প্রযোজনা ‘প্লেটোনিক’।
প্রৌঢ় জ্যোতিভূষণ। চাকরি থেকে অবসর নেওয়া এক সাধারণ মানুষ। বাড়িতে তাঁর এখন অনন্ত সময়। নিত্যনতুন ভাবনায় নিজেকে সাজিয়ে তোলেন তিনি। নিজের জন্য একটা জগৎ তৈরি করেছেন। বর্তমান জগৎ ছেড়ে কল্পনার সেই আনন্দ জগতে পৌঁছাতে চান তিনি। তার জন্য প্রয়োজন দুটো ডানার। আবার বিবাহবার্ষিকী সেলিব্রেট করতে চাইলে স্ত্রী বিপাশা তাতে সময় দিতে পারেন না। অফিস নিয়ে তাঁর ব্যস্ততা। অন্যদিকে পেয়িংগেস্ট পল্লবী আবার জ্যোতিভূষণের ভালো বন্ধু। পল্লবীর সঙ্গে কথা বললে ভালো লাগে। আসলে পল্লবীর মধ্যে  হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পান তিনি। হঠাৎ জ্যোতিভূষণের জীবনে  ময়নার আবির্ভাব। সেলস গার্ল ময়না জ্যোতিভূষণের ভিতর ঝড় তুলে দেন।
এহেন নাটকে মধ্যবয়সী এক মানুষের জীবন আলেখ্য তুলে ধরেছেন নাট্যকার ও পরিচালক সুদীপ্ত সরকার। কিছু কিছু  মানুষের  জীবনে এমন এক একটা ঘটনা ঘটে, যেখান থেকে তাঁর স্বাভাবিক জীবনের ছন্দপতন হয়। মানসিক আঘাতের কারণে  বদলাতে থাকে  আচরণ। নাটকে জ্যোতিভূষণ (ইন্দ্রজিৎ) তেমনই এক চরিত্র। মেয়েকে হারানোর পরে তাঁর স্বাভাবিক জীবন বদলে যায়। পরিচালক জ্যোতিভূষণের মধ্যে দিয়ে বর্তমান সমাজের মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের কথা বলতে চেয়েছেন। যাঁরা মানসিক যন্ত্রণা থেকে মুক্তি চায়। জ্যোতিভূষণ চরিত্রের অঙ্গ সঞ্চালন থেকে সংলাপ, প্রতিটি মূহুর্তকে ইন্দ্রজিৎ অসাধারণ দক্ষতায় মঞ্চায়ন করেছেন। দিতিপ্রিয়া রায় (পল্লবী) কলেজ ছাত্রী। তাঁর অভিনয় ছিল সাবলীল। নিজের চরিত্রকে সুন্দর উপস্থাপন করেছেন। তাঁর অভিনয়ের মধ্যে প্রাণ চঞ্চলতার প্রকাশ ছিল স্বাভাবিক।  আম্রপালি মিত্র (ময়না) নাটকীয়তা তৈরি করেছেন তাঁর অভিনয়ে। জ্যোতিভূষণকে প্রলোভিত করার অংশটি বেশ উপভোগ্য। বিপাশা চরিত্রটিকে নন্দিনী ভৌমিক  যথাযথ ভাবে তুলে ধরেছেন। 
দেবাশিসের মঞ্চ পরিকল্পনা বেশ ভালো। ড্রয়িংরুমের রূপায়ণ দারুণ করেছেন। নাটকে আলোর কারিগরি সামলেছেন শুভঙ্কর। আবহে বিশ্বজিৎ দাস। গানে কণ্ঠ দিয়েছেন দুর্নিবার সাহা। এই নাটক দেখতে দেখতে দর্শকদের মধ্যে আত্মদর্শন করার ইচ্ছে হবে। জীবনে ঘটে যাওয়া কিছু  ঘটনা ও ক্রমবর্ধমান মানসিক হতাশা মানুষকে নানা ভাবে খণ্ড বিখণ্ড করছে। চাপ পড়ছে মনের উপর। কেউ সামলে নিচ্ছেন, কেউ চাইছেন মুক্তি। এই নাটক তাই বাস্তব জীবনের আয়না।
তাপস কাঁড়ার 
14Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৪৩ টাকা৮৬.১৭ টাকা
পাউন্ড১০৫.১৭ টাকা১০৮.৯১ টাকা
ইউরো৮৭.০৬ টাকা৯০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা