উত্তরবঙ্গ

চোপড়া দাপাচ্ছে বাংলাদেশ ফেরত হাতি

সংবাদদাতা, চোপড়া: ‘বিদেশ ভ্রমণ’ শেষ হয়েছে। কিন্তু, দেশের মাটিতে ফিরেও দাপট অব্যাহত দুই হাতির। বুধবার দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের একটি চা বাগানে ঘাঁটি গেড়েছিল মাকনা ও দাঁতালের জুটি। বৃহস্পতিবার তাদের দাপাদাপি চলল উত্তর দিনাজপুরের চোপ‌ড়ায়। হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের বড়বিল্লা ফরেস্টে হাতি দেখতে ভিড় জমালেন স্থানীয়রা। চোপড়ার বাসিন্দাদের দিনটা যেন কাটল হাতি দেখেই। 
কাটাতারের ওপারেই বাংলাদেশ। এদিন সকালে জঙ্গলে হাতি ঢুকতে দেখে বনদপ্তরের আধিকারিক সেখানে যান। প্রায় শতাধিক বনকর্মী সেখানে হাজির হন। সীমান্তের রাস্তায় গাড়ির লাইন পড়ে যায়। তা দেখে স্থানীয়দের মধ্যে কৌতুহল বাড়ে। যদিও বনদপ্তরের আধিকারিকদের ছাড়া এলাকাবাসীদের কাউকে ধারে কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। 
বনদপ্তরের আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, দলছুট দু’টি হাতি এদিন এলাকায় ঢুকে পড়ে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। প্রথমে হাতিগুলিকে খুঁজতে তল্লাশি শুরু হয়। কিন্তু কোনওভাবেই বাগে আনা সম্ভব হয়নি। হাতি খুঁজতে সন্ধ্যায় আলোর ব্যবস্থা করা হয়। চোপড়া ফরেস্টের আধিকারিক সমীর সিকদার, উত্তর দিনাজপুরের এডিএফও সৌগত মুখোপাধ্যায়, চোপড়া থানার আইসি অমরেশ সিংহ সহ পুলিসের আধিকারিকরা এলাকায় পৌঁছন।
স্থানীয় বাসিন্দা তথা প্রাক্তন উপপ্রধান শাকির আহমেদ বলেন, হাতি ঢুকে পড়ার খবর চাউর হতেই এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে। দিনভর  মানুষের ভিড় ছিল। হাতি উদ্ধারের ব্যাপারে প্রয়োজনীয় সরঞ্জাম কাঁটাতারের ওপারে নিয়ে যাওয়া হয়েছে। 
রবিবার রাতে দুটি হাতি বৈকন্ঠপুর জঙ্গল থেকে বেরিয়ে বিভিন্ন সীমান্ত এলাকায় দাপিয়ে বেড়ায়। পরে বাংলাদেশে ঢুকে যায়। দুই দেশের চেষ্টার পর ফের ফিরিয়ে আনা হয় হাতি দুটিকে। বনদপ্তরের কর্মীদের ধারণা, নদীপথ ধরে হাতি দুটি এপারে এতদূর পৌঁছেছে। বনদপ্তরের কর্মীদের সহযোগিতা করছে  বিএসএফ ও চোপড়া থানার পুলিস। 
10Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা