উত্তরবঙ্গ

প্রতিবাদে আলিপুরদুয়ার জংশন বাজারে ১২ ঘণ্টার বন্‌ধ পালিত

সংবাদদাতা, আলিপুরদুয়ার: লোকসভা ভোটের আগে আলিপুরদুয়ারে রেলের জমিতে এইমসের ধাঁচে সুপার স্পেশালিটি হাসপাতাল ও হাসিমারায় বিমানবন্দর তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু বিজেপির প্রতিশ্রুতিই সার। না হাসিমারায় বিমানবন্দর, না রেলের জমিতে হাসপাতাল কোনওটাই হয়নি। বিজেপির এই ভাঁওতাবাজিতে ক্ষুব্ধ আলিপুরদুয়ারের মানুষ। তারই প্রতিবাদে এবং ওই দুই দাবিতে ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম সমিতির ব্যানারে শুক্রবার জংশন রেল বাজারে ১২ ঘণ্টা বন্‌‌ধের ডাক দিয়েছি঩লেন ব্যবসায়ীরা। রেল বাজারে এদিনের বন্‌‌ধ ছিল সর্বাত্মক। 
বন্‌঩ধের পাশাপাশি এদিন ওই অরাজনৈতিক সংগঠনের ব্যানারে আলিপুরদুয়ার ডিআরএম অফিসে দিনভর বিক্ষোভ দেখানো হয়।। জংশন স্টেশন চত্বরে জমায়েত হয়ে বিক্ষোভকারীরা মিছিল করে ডিআরএম অফিসে আসেন। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী, বর্তমান বিধায়ক সুমন কাঞ্জিলাল, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অজিত ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, আলিপুরদুয়ার চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দে। 
বিক্ষোভ কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছিল বিজেপির জনপ্রতিনিধি ও এলাকার বাম দলগুলিকেও। কিন্তু তাঁরা কেউই আসেননি। পদ্মশিবিরে একাংশের অভিযোগ, দলে গোষ্ঠী কোন্দলের জেরে লোকসভা ভোটের আগে জংশনে রেলের জমিতে প্রস্তাবিত এই হাসপাতালের শিলান্যাস করতে পারেননি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা। তাঁর ঘনিষ্ঠদের দাবি, রেল হাসপাতাল তৈরির কৃতিত্ব কোনওভাবেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে দিতে চাননি দলের জেলা সভাপতি মনোজ টিগ্গার অনুগামীরা। দলের এই কোন্দলের জন্যই বারলা হাসপাতালের শিলান্যাস করতে পারেননি। প্রতিশ্রুতির পরেও বাস্তবায়িত হয়নি হাসিমারা বিমানবন্দরও। 
তবে এদিনের এই আন্দোলন অরাজনৈতিক সংগঠনের ব্যানারে ডাকা হলেও সেই আন্দোলন দিনের শেষে  তৃণমূলের হাতে চলে যায়। এমনটাই মনে করছে এলাকার রাজনৈতিক মহল। যদিও উদ্যোক্তা ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম সমিতি এই মত উড়িয়ে দিয়েছে। সমিতির আহ্বায়ক রাতুল বিশ্বাস ও তুষাররঞ্জন ঘোষ বলেন, এই বঞ্চনা ও দাবিতে এদিনের কর্মসূচিতে জংশন এলাকার সমস্ত ব্যবসায়ী সংগঠন ও সাধারণ বাসিন্দাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তেমনই এলাকার সমস্ত রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। ফলে এই ধারণা একেবারেই ঠিক নয়। 
এদিকে, এ বিষয়ে জানতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বারলাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। মেসেজেরও জবাব দেননি। তবে বিজেপির জেলা সভাপতি এমপি মনোজ টিগ্গা বলেন, হাসিমারায় অসামরিক বিমানবন্দরের টার্মিনাল তৈরিতে রাজ্যই জমি দিচ্ছে না। ফলে বিমানবন্দর তৈরির কাজ আটকে আছে। আর রেলের জমিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি দেওয়া হচ্ছে। প্রস্তাবিত এই রেল হাসপাতাল হবেই।
10h 10m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা