বিদেশ

ভয়াবহ বিমান দুর্ঘটনা নেপালে
৫ ভারতীয় সহ মৃত ৬৮ 

কাঠমাণ্ডু: যাত্রাপথ ছিল মাত্র ২৫ মিনিটের। কিন্তু তাও শেষ করতে পারল না ইয়েতি এয়ারলাইন্সের এটিআর-৭২। কাঠমাণ্ডু থেকে পোখরা যাওয়ার পথে অবতরণের মাত্র ৮ মিনিট আগে ভেঙে পড়ল ৭২ আসনের এই বিমান। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচ ভারতীয় সহ মোট ৬৮ জন। 
নেপালের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, রবিবার সকাল ১০টা ৩৩ মিনিটে কাঠমাণ্ডুর ত্রিভূবন বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে এই বিমান। এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে খবর, পোখরা বিমানবন্দরের রানওয়ে পূর্ব-পশ্চিম দিক বরাবর। প্রাথমিকভাবে পাইলটকে পূর্ব দিক দিয়ে নামার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু পাইলট পশ্চিম দিক থেকে অবতরণের অনুমতি চান। সেইমতো অনুমতি দেয় এটিসি। তখনও পর্যন্ত কোনও সমস্যা নজরে পড়েনি। কিন্তু মাটি ছোঁয়ার কিছু আগেই বিপত্তি। পোখরার পুরনো ও নতুন বিমানবন্দরের মাঝে সেতি গণ্ডকি নদীর তীরে ১০টা ৫০ মিনিট নাগাদ ভেঙে পড়ে বিমানটি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় সেটিতে। ইয়েতি এয়ারলায়েন্স জানিয়েছে, বিমানটিতে ১৫ বিদেশি সহ ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু মেম্বার ছিলেন। পাঁচ ভারতীয়ের নামও জানিয়েছে সংস্থা। তাঁরা হলেন অভিষেক কুশওয়াহা, বিশাল শর্মা, অনিলকুমার রাজভড়, সোনু জয়সওয়াল ও সঞ্জয় জয়সওয়াল। প্রত্যেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা। তাঁরা নেপালে ঘুরতে গিয়েছিলেন।
কী কারণে এই দুর্ঘটনা, রবিবার সন্ধ্যা পর্যন্ত সেব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, অবতরণের মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বিমানটি। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ‘প্রচণ্ড’। দুর্ঘটনার খবর পেয়ে জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডাকেন তিনি। বিমান দুর্ঘটনার খবরে দুঃখপ্রকাশ করেছেন ভারতের অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর টুইট, নেপালে বিমান দুর্ঘটনার খবরে মর্মাহত। মৃতদের পরিবার-পরিজনকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ছবি: পিটিআই
23Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা