দেশ

‘হিন্দু-মুসলিম করি না’ বলার পরদিনই উল্টো সুর মোদির

মুম্বই: একদিন আগেই বলেছিলেন, তিনি হিন্দু-মুসলিম করেন না। কিন্ত এর একদিন পরেই  ফের নরেন্দ্র মোদির প্রচারের হাতিয়ার সেই মেরুকরণ। বুধবার মহারাষ্ট্রে বিজেপির জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি ফের কংগ্রেসের বিরুদ্ধে ‘মুসলিম তোষণে’র অস্ত্রেই শান দিলেন। নাসিকের ওই সভায় মোদি অভিযোগ করেছেন, কংগ্রেস সরকারে থাকার সময় সংখ্যালঘুদের জন্য বাজেটের ১৫ শতাংশ বরাদ্দ করতে চেয়েছিল। সেইসঙ্গে শিক্ষা ও চাকরিতে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ বা আলাদা বাজেট বরাদ্দ কোনওভাবেই হতে দেবেন না। 
মহারাষ্ট্রে এবারের ভোটে এই রাজ্যে ইন্ডিয়া জোটের কড়া টক্করের মুখে পড়েছে বিজেপি। তাদের গতবারের ফল ধরে রাখা সম্ভব হবে কিনা, তা নিয়ে জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে। এই পরিস্থিতিতে মেরুকরণের পাশাপাশি কংগ্রেসের জোট শরিক উদ্ধব থ্যাকারে ও শারদ পাওয়ারকে আক্রমণের লক্ষ্যবস্তু করেছেন মোদি।  উদ্ধবের দলকে ‘নকল শিবসেনা’ বলেও ফের কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, বালাসাহেব থ্যাকারের আদর্শ ভুলে উদ্ধবের শিবসেনা কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে। তাঁর দাবি, ভোটের পর উদ্ধবের দল কংগ্রেসের সঙ্গে মিশে যাবে। একই অবস্থা হবে শারদের দলেরও। 
মোদি বলেন  ‘বালাসাহেব বলেছিলেন, যেদিন তাঁর দল কংগ্রেসের পথে চলতে শুরু করবে, সেদিনই শিবসেনার পতন হবে।’ এরপরই তিনি যোগ করেন, ‘ডুপ্লিকেট’ শিবসেনা কংগ্রেসের কাছে নতজানু হয়েছে। তাই, মহারাষ্ট্রের মানুষ তাদের শাস্তি দেওয়ার জন্য মনস্থির করে ফেলেছে। এদিন, সংখ্যালঘু ভোটব্যাঙ্কের প্রশ্নে কংগ্রেসকে ফের কটাক্ষ করেছেন মোদি। তাঁর দাবি, ‘কংগ্রেসের কাছে সংখ্যালঘুরা আদতে ভোটব্যাঙ্ক। কিন্তু, আমি নিপীড়িত মানুষের অধিকার রক্ষা করতে বদ্ধপরিকর। তাই, দেশে কখনই ধর্মের ভিত্তিতে ভেদাভেদ হতে দেব না।’ 
5Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা